নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

সংবিধান বদলাতে হবে; তবে, জালিয়াৎ ড: ইউনুস ও পাকি জল্লাদদের নৈরাজ্যের সময় নয়

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০২



ড: ইউনুস সংবিধান নিয়ে লাগেনি, আসলে লেগেছে পাকি জল্লাদগুলো, ওরা মুক্তিযুদ্ধ ও '৭১'এর জেনারেশনের সকল চিহ্ন মুছে দিতে চায়।

ড: কামালের নেতৃত্ব লিখিত আমাদের ১৯৭২ সালের সংবিধানটাকে বদলাতে হবে; কারণ, ইহাতে গরীবদের আশা ও অধিকারের প্রতিফলন নেই। বদলাতে হবে; তবে, জালিয়াৎ ড: ইউনুস ও পাকি জল্লাদদের নৈরাজ্যের সময় নয়; জাতি একটু সুস্হির হলে, দেশের সাধারণ মানুষের আশা ও অধিকার নিয়ে, বিশ্ব পরিস্হিতির সাথে তাল মিলিয়ে, উহাকে আবার লিখতে হবে।

যেই আমেরিকা আমাদের দেশটাকে ৫৪ বছর অস্হিতিশীল করে রেখেছে, সেখানকার ক্যাপিটেলিষ্ট মনোভাবের ড: আলী রিয়াজ আমাদের কেহ নন, উনি যা লিখবেন, সেটা ট্রাম্পের মতোই উলটপালট, হাউকাউ কিছু একটা হবে।

আপনারা যাঁরা মুক্তিযুদ্ধ দেখেননি ও উহার প্রেক্ষাপট সঠিকভাবে বুঝেন না, তাঁদের জন্য আমি বলতে পারি যে, ড: কামালের নেতৃত্ব লিখিত আমাদের ১৯৭২ সালের সংবিধানে "১৯৭১ সালের জেনারেশন ও মুক্তিযুদ্ধের পক্ষের জনতার আশা ও অধিকারের প্রতিফলন ঘটেনি"; কারণ, ড: কামাল রাজনীতিবিদ ছিলেন না, উনি তখন "এনট্রি লেভেলের কর্পোরেট ল'ইয়ার"।


বাংলাদেশ চেয়েছিলেন গরীব মানুষেরা; তখন দেশের ৮৫ ভাগ মানুষ গরীব ছিলেন; ওরাই মওলানার ও শেখের সভায় যেতেন। ৭ই মার্চের ( ১৯৭১ ) সভার ছবিতে দেখবেন কাহারা সেই সভায় উপস্হিত ছিলেন। উহাতে ফজলুল কাদের চৌধুরী, আমাদের ব্লগার জুল ভার্ণ ও সোনাবীজ উপস্হিত ছিলেন না। আমি আমাদের বাড়ী থেকে ৪০ মাইলের দুরত্বের মাঝে মওলানা, মতিয়া কিংবা শেখ সভা করলে যেখানে যেতাম।

ড: কামাল কি গার্বেজ লিখেছেন, উহা নিয়ে আমাদের ব্যুরোক্রটরা চিন্তিত হতো না, ওরা দেশ চালাতো তাদের ঠিকাদারী ফার্মের মতো, আজো সেভাবেই চলছে।

জেনারেল জিয়া, এরশাদ ও সংবিধান বিশেষজ্ঞা, বেগম জিয়া কেন আলী রিয়াজদের ডেকে সংবিধান বদলাননি? কারণ, তারা জানতো যে, দেশ চালাবে ব্যুরোক্রেটরা, সংবিধান নিয়ে ওদের ব্যবসা নয়, ওদের ব্যবসা হলো জনতার টাকা ডাকাতী করা।



মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

সৈয়দ কুতুব বলেছেন: সংবিধান চেঞ্জ করেও লাভ হবে না। দেশের মানুষ গণতন্ত্র বুঝে না। মওলানার সামাজিক বিপ্লব ছাড়া আমাদের মুক্তি অসম্ভব। এখন তো আবার যুক্ত হয়েছে বিদেশি শক্তি ও চরমপন্থী।

০৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

জেনারেশন৭১ বলেছেন:



পাকী জল্লাদদের থেকে বের হবে জাতি; কিন্তু আমেরিকার কারণে সেনা বাহিনীর খপ্পর থেকে সহসা মুক্ত হতে পারবে না।

সেনাবাহিনীকে ছোট করতে হবে।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি শাহ আজিজ কাগুর পোস্টটি পড়ুন। তারপর আপনার মতামত কি জানান :
যখন সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগীকে হত্যা করা হয় তখন যুক্তরাষ্ট্র সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু শেখ হাসিনা হটাৎ করে সিদ্ধান্ত নেয় সৌদি আরব সফরের সিদ্ধান্ত নেয় যা অপ্রত্যাশিত কূটনীতি বলে আমি মনে করি। সৌদি যুবরাজ সালমান তখন বলেছিলো বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মানুষের কাছে সে কৃতজ্ঞ। গত বছর অক্টোবর মাসে সে বাংলাদেশ ভ্রমণ করতে চেয়েছিলো যদিও রাজনৈতিক পটপরিবর্তনে আসে নাই। এখন সৌদি আরবের রাষ্ট্রদূত বলছে শেখ হাসিনা নাকি সৌদি বিনিয়োগ আটকায়ে রেখেছিল। ইহা কি করে সম্ভব?

ইমরান খানের ওয়াইফ অভিযোগ করেছে ইমরান খান সৌদি সফরে যাওয়ার পর আর্মি কে যুবরাজ বলেছিল তোমরা কাকে ক্ষমতায় বসিয়েছো? ইহাকে তাড়াইয়া দাও।

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩০

জেনারেশন৭১ বলেছেন:



সৌদীরা আওয়ামী লীগ ও স্বাধীন বাংলাদেশের পক্ষে ছিলো না, তারা পাকিস্তানকে ভালো পায়।

সৌদীদের কাছে বাংলাদেশ মানে জামাত।

শেখ হাসিনার সময়ে অনেক বিনিয়োগ ফিরে গেছে; কারণ, মন্ত্রীরা ও ব্যুরোক্রেটরা অগ্রিম ঘুষ চাইতো।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সংবিধান বিধান কি বদলানো সম্ভব?

সংবিধান সংসদে একক ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংবেদন সংশোধন করা সম্ভব।

তাহলে এই মুহূর্তে নতুন সংবিধান কিভাবে প্রণীত হবে?

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৯

জেনারেশন৭১ বলেছেন:



জামাত-শিবিরের জল্লাদদের সংবিধান হচ্ছে মওদুদী ও অন্যন্য জংগীদের বই ও ওয়াজ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:১৩

কামাল১৮ বলেছেন: সংবিধান বদলাতে হবে বা পরিমার্জন করতে হবে জনমতের আলোকে নিয়ম মেনে।বর্তমান সরকারের কোনটারই অধিকার নাই।তারা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে।নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে যা প্রয়োজন তাই করবে।গনতন্ত্রে এর কোন বিকল্প নাই।

০৬ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩৪

জেনারেশন৭১ বলেছেন:



ড: কামাল যা লিখেছিলো, উহা প্রশাসন চালনার ম্যানুয়েল; গরীব মানুষের জন্য গার্বেজ। এখন ড: ইউনুস সেটাকে বদলায়ে ওখানে মওদুদীর বই ও জাকের নায়েকের ওয়াজ যোগ করতে চাচ্ছে তরুণ জল্লাদদের হাতে রাখার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩৯

জেনারেশন৭১ বলেছেন:



আমাদের জাতিটা গরীব জাতি, ধনীদের ছেলেরা ব্যতিত বাকীদের ছেলেরা স্কুলে যেতে পারেনি; ফলে, লোকলন মক্তবে সুরা ফাতেহা মুখস্হা করেছে, গণতন্ত্রের ডেফিনেশন পড়ার সুযোগ পায়নি।

আমাদের গণতন্ত্র শিখায়েছে আইয়ুব, জিয়া, এরশাদ ও বেগম জিয়া। আজকে দেশের ১৯ কোটীর মাঝে, এমপি হওয়ার মতো "১ জন লোকও" নেই।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:০০

কামাল১৮ বলেছেন: যা আছে এই নিয়েই চর্চা করে আস্তে আস্তে পরিপক্ক হবে।গনতন্ত্র না থাকলেতো এটাও হবে না।জাতির বিকাশের জন্য গনতন্ত্রের বিকল্প নাই।অন্য পথ থাকতে পারে হয়তো আমার জানা নাই।

০৬ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:২৬

জেনারেশন৭১ বলেছেন:



এই জাতিকে কোন কিছু ( এমন কি মানুষ হতে ) শিখাতে হলে, দেশে সোস্যালিজম দরকার; যাতে ঢাবিয়ান ডুবিয়ান, মেঠোপথ উল্টোরথ, ভার্ণ মার্ণ ও অন্য লিলিপুটিয়ানরা মিলিটারীকে ক্ষমতায় আনার কথা বলতে না'পরে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: যে দেশের মানুষ গণতন্ত্র বুঝে না তাদের দেশে প্রচার করবেন সোস্যালিজম? এখানে প্রথমে আপনি ধর্মের বেসিক নিয়ম কানুন যেমন: ঘুষ না খাওয়া, সৎ থাকা, হাত পেতে ভিক্ষা না করা, ওজনে কম না দেওয়া অর্থাৎ ধর্মের যে বিষয় গুলো নৈতিকতার সাথে মিল আছে সেগুলো নিয়ে কাজ করলে মানুষ আগ্রহী হতে পারে। ধীরে ধীরে সোস্যালিস্ট ইকোনমি তে মুভ করতে হবে। এর জন্য দরকার নিবেদিত প্রাণ তরুণ সমাজ। কিন্তু তারা এখন হতাশায় আছে বেশিরভাগ!

০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৪

জেনারেশন৭১ বলেছেন:



বাংগালীরা ধর্ম পালন করে, কিন্তু ইহাকে কখনো বিশ্বাস করে না, সবাই জানে যে, এগুলো আরবী রূপকথা। বাংগালী মুসলিমরা কখনো বিশ্বাস করে না যে, অন্যায় করলে আল্লাহ শাস্তি দিতে পারে; কারণ, তারা জানে যে, এগুলো গালগল্প। সবাই বিশ্বাসীর অভিনয় করে নিজকে সমাজের মাঝে প্রতিষ্টিত করে মাত্র।

কিন্তু সরকারীভাবে যদি বিচার হয়, সবাই ঠিক পথে চলবে।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৭

জেনারেশন৭১ বলেছেন:




৯৯ ভাগ ব্লগার নিজেকে বিশ্বাসী বলে দাবী করেন; কিন্তু তাঁদর লেখা অনুসরণ করে দেখেন, এরা কি বিশ্বাসী, নাকি অভিনেতা!

০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪০

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগার ভুয়া, ঢাবিয়ান ও জুল ভার্ণ অনেক সময় আমাকে অবিশ্বাসী হিসেবে তিরস্কার করেছেন; এদের পোষ্ট পড়ে দেখেন, এদের ভাবনাচিন্তা পুরোপুরি ভুয়া; কি করে এরা বিশ্বাসী হতে পারে?

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯

কাঁউটাল বলেছেন: শহীদ মিনারে গরু জবাই দিতে হবে।

০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮

জেনারেশন৭১ বলেছেন:




জানি শহীদমিনার আপনাকে কষ্ট দিতেছে!

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেখ বখাটে, আলি রিয়াজ ও কামাল সবাই খারাপ তাহলে আপনি বলেন কে ভালো?

০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭

জেনারেশন৭১ বলেছেন:



ভালোদের মাঝে আমি আছি, আছেন মুক্তিযোদ্ধারা ( আসলগুলো ), আছেন কয়েকজন ব্লগার; মতিয়া ছৌধুরী, শেখ সাহেব ও মওলানা ছিলেন।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: @সৈয়দ মশিউর রহমান সুন্দর প্রশ্ন করেছেন। যে দেশের জাতীয় অধ্যাপক ভূমি দখল করতে যায় তরুণ প্রজন্ম কোথায় যাবে?

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: কাঁউটাল@গোরু জবাই করলে খবর দিয়েন ব্লগে। খেতে চলে আসবো। :-B

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: কোমলমতিরা খুব বেশি উজাইছে।
এক কোমলমতি দল নিয়ে গেছে সময় টিভির অফিসে। চিল্লাচিল্লি করেছে। অনেক সাংবাদিককে চাকরি থেকে বাদ দিতে বলেছে।

০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪১

জেনারেশন৭১ বলেছেন:



ওরা ওদের প্রভু, আমেরিকান দুতাবসের বিপক্ষে দাঁড়ানোর চে্স্টা করছে; ওদের প্রস্তিটি আছে, ওরা গৃহ যুদ্ধ করে দেশের দখল নেয়ার জন্য প্রস্তুত।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


সংবিধান বদলে গিয়ে কোথায় যাবে?

০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২

জেনারেশন৭১ বলেছেন:



ইহা ১৯৭১ সালকে অপমান করারজন্য একটি সিম্বোলিক পদক্ষেপ।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সংবিধান বদলালেও যে লাভ হবে, মনে হয় না। বাঙালি জাতি হিসেবে চরম মাত্রায় অসৎ। দুর্নীতি ও অপরাধমুক্ত একজন রাজনীতিবিদ পাওয়া যাবে না। সব দুষ্টলোকই রাজনীতিতে যোগ দেয়।

০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৩

জেনারেশন৭১ বলেছেন:



দেশ যারা চালায়েছে ও চালায় (ব্যুরোক্রেটরা ) ওরা সংবিধানের ধার ধারে না; ওরা ডাকাতি করে।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আজকে মেজর ডালিম কে নিয়ে লিখেন। এসব অজাত কুজাত দের নিয়ে জাতি জানতে চায়। এখন সামনে আগানোর সময় কিন্তু দেশের মানুষকে বারবার পুরানা কাসুন্দি নিয়ে ঘাটতে বাধ্য করা হচ্ছে।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



আমি মেজর ডালিমের বর্তমান কর্মকান্ড নিয়ে কিছু জানি না; আপনি কিছু শুনেছেন? এগুলো হচ্ছে আমেরিকার ২ পয়সার ভাড়াটিয়া জল্লাদ; জাতির জল্লাদদের কাছে এরা পথিকৃৎ

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩

সৈয়দ কুতুব বলেছেন: সে গতকাল ইলিয়াস হোসাইন নামে এক সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে । একজন ব্লগার আমাকে বললেন সে বিষয়ে লিখতে। কিন্তু ইতিহাস নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেটা আমি দেখি নাই সেটা লিখা কঠিন।

০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

জেনারেশন৭১ বলেছেন:



রাজনৈতিক ঘটনাবলীকে সঠিকভাবে বিশ্লেষণ করে লেখার মতো লোকজন আমাদের দেশে নেই বললেই চলে; ফলে, কারো লেখা থেকে আসল ঘটনা জানা অসম্ভব। নিজের জ্ঞান ও ধারণা থেকেই লিখতে হয়।

মিডিয়ার লোকদের লেখাগুলো রাখাল ছেলেদের মতো। শতশত ব্লগারের লেখা গার্বেজ। মেজর ডালিম নিয়ে যিনি লিখেছে, উনাকে আমি জানি, গার্বেজ ব্যতিত কিছুই লিখতে পারে না।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

কাঁউটাল বলেছেন:


কাঁউটাল বলেছেন: শহীদ মিনারে গরু জবাই দিতে হবে।
লেখক বলেছেন: জানি শহীদমিনার আপনাকে কষ্ট দিতেছে!


লেন্জা ডিটেকটেড........

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২১

জেনারেশন৭১ বলেছেন:



সামু ১২ বছর আমার লেন্জা দেখে, আনার ৮টি নিক ব্যান করেছে; আপনার কয়টা নিক ব্যান খেয়েছে?

১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৪

কাঁউটাল বলেছেন:


বাল কুকুরের নৃত্যকলা
ভাদা কুকুরের ছাল

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৩

জেনারেশন৭১ বলেছেন:




আমি বাংগালী ও স্বাধীনতার পক্ষের মানুষ; আপনি রাজাকারদের উত্তরসুরী।

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৬

জেনারেশন৭১ বলেছেন:




আমি সোনাগাজি নিকে ২ বছরে ৩৮,০০০ মন্তব্য পেয়েছি; আপনি সেই সময়ে ১৩টি মন্তব্য পেয়েছেন; আপনি গার্বেজ লেখক।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬

কামাল১৮ বলেছেন: বিপ্লব করে সোস্যালিজম আনার জন্য যে বিপ্লবী দল লাগে সেটা দেশে নাই। গড়ে উঠতে সময় লাগবে।অতয়েব গনতন্ত্রের মাধ্যমেই আস্তে আস্তে অগ্রসর হতে হবে।গনতন্ত্র থাকলে কথা বলার স্বাধীনতা থাকবে।আন্দোলন করার স্বাধীনতা থাকবে।মানুষ আস্তে আস্তে সচেতন হবে।গনতন্ত্র না থাকলেতো কিছুই থাকবে না।সমাজতন্ত্রের জন্যই গনতন্ত্রের প্রয়োজন আছে।আন্দোলন সংগ্রামের নাধ্যমে গড়ে উঠবে বিপ্লবী দল।

০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৪

জেনারেশন৭১ বলেছেন:



৫৪ বছর যতটুকু সীমিত গণতন্ত্র ছিলো, সেটাকে ব্যবহার করে, জামাত-শিবির, হিজু ও হেফাজত মিলে আমাদেরকে জংগীবাদের দিকে নিয়ে গেছে।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জয়বাংলা।

০৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:১৩

জেনারেশন৭১ বলেছেন:



ছাত্ররা যদি ফেইসবুকে এর থেকে ভালো সংবিধানের খোঁঝ পায়, সেটা নিয়ে আসুক; শুধু মওদুদীর বই, জাকের নায়েকের ভিডিও কিংবা আলকায়েদার গঠনতন্ত্র না;হলেই ঝলো।

২০| ০৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সাংবাদিক নুরুল কবির নাকি প্রফেসর সাহেবকে ছাই দিয়ে চেপে ধরেছিলেন।

কথাটি কি সঠিক?

০৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:১০

জেনারেশন৭১ বলেছেন:



বাংলাদেশের সংবাদিক উার থেকে বেশি জানার বা বুঝার কথা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.