নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগে কাকে ব্যান, সেমিব্যান, কমেন্ট ব্যান করলে আপনি খুশী হয়ে থাকেন? চাঁদগাজী/সোনাগাজীকে নিশ্চয়ই; এটা ভালো! চাঁদগাজী/সোনাগাজী "ব্যক্তি আক্রমণ" করে থাকে। সেলিম আনোয়ার কি আক্রমণ করে ব্যান হলেন?
সেলিম আনোয়ার যে ব্লগে নেই, তা আপনি বুঝতে পারেননি? নাকি বুঝেও মুরগী বিপ্লবীর মতো অসহায় হয়ে চুপ করে আছেন? সামুটিম ব্লগার সেলিম অনোয়ারকে ঘোষণা দিয়ে ব্যান করেছে। আমার মতে, সেলিম আনোয়ার সেই ধরণের গুরুতর কোন অপরাধ করেননি: উনি সামুটিমের ১ সদস্যের পোষ্টে ১টি বন্য কবিতা যোগ করেছিলেন মন্তব্য হিসেবে।
আমি গভীর ঘুমের মাঝেও ব্লগে থাকায়, উনার কবিতাটি পড়ার সুযোগ পেয়েছিলাম। সেলিম আনোয়ার বড় সরকারী চাকুরী করেন ও উচ্চ-শিক্ষিত মানুষ হওয়ায়, কবিতাটি আমাকে হতবাক করেছিলো। উনাকে এইজন্য হুশিয়ার করে দিলেই চলতো; কিন্তু সামুটিমের সদস্যের পোষ্টে পোষা ব্লগারদের মতো মন্তব্য না'করায় উনার প্রীভিলিজ কেড়ে নেয়া হয়েছে। আমার মতে ইহা বড় ধরণের অবিচার।
উনাকে ব্যানমুক্ত করা হোক।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৯
জেনারেশন৭১ বলেছেন:
মেডিটেশন করছি, আমার ঘুম কম ছিলো সারা জীবন।
ব্লগে, আমার বিরোধী বলতে যাঁরা আছেন, তাঁরা আসলে আমাদের পুরো জাতির বিপক্ষে; কারণ, আমি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পক্ষের মানুষ।
২| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৯
সৈয়দ কুতুব বলেছেন: কলকাতার ব্লগার দের সামু ভালো প্রিভিলিজ দেয়। গে@ দাদা নামক ব্লগার বাংলাদেশের রাজনীতি নিয়ে লিখতে গিয়ে ইসলাম ধর্মকে বদনাম করে হিন্দু ধর্মকে মহান হিসাবে দেখাতে চায়। তিনি অনেক চালাক আছেন। পোস্ট দিয়ে ব্লগে কমেন্টের রিপ্লায় দেন না। আবার অন্যদের লেখাও পড়েন বলে মনে হয় না।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৬
জেনারেশন৭১ বলেছেন:
গেছোদাদা আগে মোটামুটি লিখতে পারছেন, উনি বিজেপি'তে যোগ দিয়ে হনুমান হয়ে গেছেন। কলিকাতার ব্লগারেরা বাচাল; ১ জন আছেন আগরতলার, উনি বাংলাদেশকে বুঝেন।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নান্দাইলের ইউনুছ-কে চিরতরে ব্যান করার কারণ কী?
সত্য কথার ভাত নাই।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৬
জেনারেশন৭১ বলেছেন:
উহাও সামুটিমের একই সদস্যর শারীরিক কিছু নিয়ে সুনাম করেছিলেন।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: দেশে আশ্চর্যজনক ভাবে ইউনূস সাবের জনপ্রিয়তা কমে গিয়েছে। সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, মেজর ডালিম, তাহসানের বিয়া নিয়ে মেতে থাকলেও সাধারণ মানুষ এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই। সাধারণ মানুষ চিন্তায় আছে আইন পরিস্থিতি অবনতি নিয়ে, রাতের বেলায় ছিনতাইয়ের ভয়ে মানুষ রেস্টুরেন্টে কম যাচ্ছে। ভ্যাট বাড়ানোতে আরো হতাশা বাড়ছে। ধর্ষণ বেড়ে গিয়েছে। গতকাল এয়ারপোর্ট রোডে এক সিএনজি কে ঠেক দিয়েছে ছিনতাইয়ের জন্য। টাকা পয়সা সব নিয়ে তারপর সে সিএনজির এক মহিলা প্যাসেঞ্জারকে কোপ দিয়ে পালাইসে ছিনতাইকারী রা। অবাক করার মতো ঘটনা!
০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
ড: ইউনুস উনার নিজের টাকা পয়সা মেয়ের একাউন্টে সরাচ্ছেল বলে মনে হয়; অবস্হা বুঝে রিজাইন করে চলে যেতে পারেন; কিংবা কোমলমতিদের হাতে প্রাণ হারাবেন।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০১
ক্লোন রাফা বলেছেন: সেলিম আনোয়ার ভালো লিখতেন । কিন্তু তার ব্যন চারিত্রিক স্খলনের কারনে হয়েছে বলে মনে করি আমি। একবার নয় অসংখ্য বার করেছেন উনি একই ভুল। কবি হিসেবে তাকে ক্ষমা করা যেতে পারে। কিন্তু তার জন্য পোষ্ট দিয়ে অনৈতিক কাজের সমর্থন করা যায়না।
ধন্যবাদ ॥
০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
তিনি যেই বুনো কবিতাটা লিখেছিলেন, সেই রকম কবিতা লেখার মতো অবস্হা বিরাজ করছিলো ব্লগে।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: সেলিম সাহেব ঝামেলাহীন কবি ছিলেন। তাকে কখনও কোনো ক্যাচালে দেখি নাই।
আমি বিশ্বাস করি, যারাই অন্যায় করবে তারাই শাস্তি পাবে। হোক সে শেখ হাসিনা, হোক সে পুলিশ-র্যাব, কবি বা মডারেটর।
০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০০
জেনারেশন৭১ বলেছেন:
কবি সেলিম মমে হয়, সামুটিমের সদস্যদের আচরণে বিস্ফোরিত হয়েছিলেন।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬
রানার ব্লগ বলেছেন: সেলিম সাহেব একজন কবি ছিলেন । কিন্তু তিনি ব্লগের শিষ্ঠ্যতা কে বুড় আঙ্গুল দেখিয়েছেন । তিনি যদি সুধরে যান তবে তাকে ব্লগে প্রবেশের অনুমতি দিতে পারেন এমনটাই মনে হচ্ছে ।
০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৪
জেনারেশন৭১ বলেছেন:
উনি সামুটিমের লোকদের মাঝে ১ জনের জন্য কবিতা রচনা করেছিলেন, পেছনে কারণ ছিলো বলে মনে হয়।
৮| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি হয়েছিল ?
০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬
জেনারেশন৭১ বলেছেন:
উনি কবিতায় বুনো কামনার আনন্দধারা প্রকাশ করেছিলেন।
৯| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ও সেলিম আনোয়ারকে ব্যন মুক্ত দেখতে চাই।
০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৮
জেনারেশন৭১ বলেছেন:
।
ধন্যবাদ, সামুটিমর লোকজন খুব একটা দক্ষ নন; কখন কি করেন নিজেরাই জানেন না
১০| ০৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন সংবাদ মাধ্যমই এখন সঠিক কিছু প্রকাশ করতে সাহস পায় না।
আর এটা তো একটা ব্লগ সাইট।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৯
সৈয়দ কুতুব বলেছেন: সবার আগে আপনাকে ব্যান মুক্ত করা উচিত।। আমরা সবাই মিলে লিখেও আপনার মতো কমেন্ট ও পাঠক পাই না। কিন্তু এখন আপনার বিরোধী পক্ষ স্ট্রং এখন। এরপরও তারা দাবী করে সামু আওয়ামী লীগের দালাল। । সবচাইতে বড়ো লীগ সাপোর্টার কে খাচায় বন্ধ রেখেও ঠিক মতো ঘুম হচ্ছে না ।
বাই দ্যা ওয়ে আপনার ঘুমের অবস্থা কেমন? মেডিটেশন করে দেখেন আ্শা করি ঘুম হবে আগের চেয়ে ভালো। যদিও আপনি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বিশ্বাসী।