নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬০ দশকের বাংগালীরা আজকের বাংগালীদের চেয়ে রাজনীতি বেশী বুঝতেন, তাঁরা মিলিটারী শাসনের বিপক্ষে ছিলেন; আইয়ুবের পতনের জন্য 'আগরতলা ষড়যন্ত্র্র'এর দরকার ছিলো!
'৭১'এর পরাজিত-পক্ষের উ্ত্তরসুরীরা রাজাকার বীরদের, গোলাম আজমের বীরত্বের কাহিনী, পান্জাবীদের বীরত্বের কাহিনী, বাংগালী হত্যার কাহিনী নিয়ে ব্লগে মোটেই লিখেন না; উনারা শেখ, তাজউদ্দিনকে নিয়ে লিখে থাকেন; তাঁদের নিজস্ব বীর ছিলো না মুক্তিযুদ্ধে?
ব্লগে, '৭১'এর পরাজিত-পক্ষের উত্তরসুরীদের কাছে আপনি কি শেখ সাহেব, তাজউদ্দিন বা স্বাধীনতার গল্প শুনতে চান; নাকি রাজাকার, আলবদর, মেজর ডালিম ও গোলাম আজমের অপরাধের কাহিনী শুনতে চান?
আগরতলা ষড়যন্ত্র হয়েছিলো কিনা? অবশ্যই হয়েছিলো; আগরতলা ষড়যন্ত্র মামলায় আইয়ুবের সামরিক সরকারের পতন ঘটায়; সেই ষড়যন্ত্র করেছিলেন শেখ সাহেব ও তাজউদ্দিনরা মিলে! কেন করেছিলেন? কারণ, তখনকার বড় অংশ বাংগালীরা স্বাধীনতা চাচ্ছিলেন। জাতির সবচেয়ে বড় দলের নেতৃত্ব যারা ছিলেন, তারা চেষ্টা করছিলেন, কিভাবে স্বাধীনতা অর্জন করা যায়।
ঠিক সেই সময়ে জামাত-শিবির, মুসলিম লীগ কি করছিলো? তারা ১ পাকিস্তান রক্ষার জন্য বাংগালীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকামীদের ধ্ংস করার জন্য আইয়ুব খানের সাথে হাত মিলায়ে কাজ করছিলো।
আগরতলা ষড়যন্ত্র মামলায় আইয়ুবের সামরিক সরকারের পতন ঘটায়, ইহা বাংগালীদের সংগ্রামের অংশ। ইহা কাহাদের জন্য খারাপ ছিলো? ইহা খারাপ ছিলো আই্যুবের পোষ্যপুত্রদের ( স্বাধীনতার পরাজিতদের ) জন্য, পশ্চিম পাকিস্তানের ২২ পরিবারের জন্য ও পাকিস্তানের সামরিক সরকারের ডাকাতদের জন্য।
জ্বীন, ভুতে বিশ্বাসী ব্লগার, বিতাড়িত শয়তানের ব্লগারেরা যখন শেখকে নিয়ে ব্লগে গার্বেজ ছাড়ে, উাহ পড়ে কাহারা উহ: আহ: শুরু করে? আমরা শেখকে দেখেছি, উহার কথা শুনেছি; উনাকে বাংলার মানুষ বিশ্বাস করতেন। বাংলার মানুষের উপর যারা হত্যাকান্ড চালায়েছে, তাদের উত্তরসুরীরা জ্বীন, পরী, শয়তান নিয়ে গার্বেজই লিখার কথা; তারা কিভাবে শেখের উপর লিখবে? সেই গার্বেজ কাহারা পড়ে?
২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আমার মতে আসল সংগ্রাম হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সকল দেশদ্রোহী ও লুটেরা সাইজ হয়ে যাবে। সেনাবাহিনী ও আমলাতন্ত্রকে সাইজ করতে হবে। জনগণকে শিক্ষিত করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
গণতন্ত্রের মোড়কে অজাত কুজাত দল রাজনীতি করে । ইহা সামনে আর হতে দেওয়া হবে না।
০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
জেনারেশন৭১ বলেছেন:
এই দায়িত্ব ছিলো তাজউদ্দিন ও শেখ সাহেবের, উনারা ২ জনই বেকুব ছিলেন, জাতি গঠনের জন্য দরকার ছিলো ফ্রি এডুকেশন, চাকুরী ও মানুষকে রাজনীতি সম্পর্কে, জাতির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ করে দেয়া।
এখন কি ইহা ড: ইউনুস কিংবা পাকি জল্লাদেরা করতে পারবে? ড: ইউনুস পালাবে, পাকি জল্লাদেরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১২
কামাল১৮ বলেছেন: ইউনুসের সর্বশেষ সাক্ষাতকার শুনে অবাক হয়েছি।একি অর্বাচীনের মতো কথা বলছে।তবে খুশি হয়েছি সত্য বলেছে।সে দেশ চালাবার মতো লোক না।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪২
জেনারেশন৭১ বলেছেন:
ট্রাম্পের ভয়ে সন্মান নিয়ে কানাডার পিএম পদত্যাগ করেছে, ইউনুস নিজের টাকাগুলো মেয়ের একাউন্টে দান করে পালিয়ে যাবে।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৩
সৈয়দ কুতুব বলেছেন: দ্রুত নির্বাচন দিয়ে চলে যাক। এসব বিদেশি লোক দিয়ে সংস্কার হবে না।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
কোমলমতি জল্লাদেরা নির্বাচনে বাধা দিবে; নির্বাচনের পর, জামাত ভয়ংকর সমস্যায় পড়বে ও কোমলমতি জল্লাদেরা পালিয়ে যাবে।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৫
সৈয়দ কুতুব বলেছেন: যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীর কাহিনী তো দেখেছেন? আসল ঘটনা কি হতে পারে ?
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
টিউলিপের মা-বাবা ও ভাই বাংলাদেশে ডাকাতী করেছে, সেই টাকার ভাগ ও বেনেফিসিয়ারী সে, ধরা খাবে।
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৫
কামাল১৮ বলেছেন: বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তত্ত্বাবদায়ক সরকারের অধীনে।এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।গ্রহনযোগ্য হবে না।
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪২
জেনারেশন৭১ বলেছেন:
দেখা যাক, ট্রাম্প ক্ষমতায় আসার পর, দুতাবাসকে বাংলাদেশ নিয়ে কি করে দেখার বিষয়।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৮
সৈয়দ কুতুব বলেছেন: অনেক কঠিন সময়ের মধ্যেও কিছু বিষয় নিয়ে মনে হাসি আসে। যখন জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম তখন কেউ দেশের সংবিধান চেঞ্জ নিয়ে কথা বলেনি, জাতীয় পতাকা ও সংগীত পরিবর্তন নিয়ে কথা বলেনি। তাহলে রাস্তায় বহু জেনজি নামতো না। শেখ হাসিনা ও আওয়ামী লীগ পালানোর সাথে সাথে এসব আলাপ মাঠে ছাড়া হলো। ব্লগে কি জুলাইয়ে আন্দোলনের আগে এসব নিয়ে আলাপ হইতো ? আমার তো মনে হয় না।
বন্যার পানির জন্য ভারতীয় দূতাবাস ঘেরাও তে আমিও গিয়েছিলাম। কিন্তু তখন একেবারেও বলেনি যে ভারতের দালালি থেকে মুক্ত হয়ে সমন্বয়ক রা পাকিস্তানি হাইকমিশনার দের সাথে সেলফি তুলবে। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতকে চাপে রাখতে নাকি এসব করছে তারা। আমরাও দেখতে থাকি কোথাকার পানি কোথায় গড়ায়। দেশের ভালো হলে ওয়েলকাম তা না হলে.....
০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫০
জেনারেশন৭১ বলেছেন:
শিবিরের বহু ছেলে দেশে ও বিদেশে ট্রেনিং পেয়েছে পাকীদের কাছে; পাকীরা প্রতিশোধ নিচ্ছে। রাস্তায় লোকজনকে আনার কৌশল হিসেবে সাধারণ ছাত্রদেরকে পুলিশের সামনে নেয়া হয়েছিলো; ভয়ংকর লোকজনের হাতে চলে গেছে দেশ।
৮| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৫
ক্লোন রাফা বলেছেন: জ্বিনের উল্লেখ কিন্তু আল কোরআন-আছে। কাজেই প্রতিটি ধর্মগ্রন্থে বিশ্বাসী মুসলিম তা বিশ্বাস করে। আপনি বলছেন টিউলিপ দুর্নীতির ভাগ নিয়েছে কিংবা পেয়েছে । যদি সেটা সত্যি তাহলে বলবো টিউলিপ পৃথিবীর সবচেয়ে বোকা রাজনৈতিক চরিত্রের ।
কারন টিউলিপ এবার নিয়ে চারবার নির্বাচিত হয়েছেন। বিরোধী দলে থাকাকালীন ছায়া মন্ত্রিসভায় স্থান পেয়েছেন । এবার সরকারি দলের মন্ত্রীও হলেন । আমার বিশ্বাস তিনি বৃটেনের প্রধানমন্ত্রী হতে পারেন। সেই লক্ষ্যে পৌঁছাতে কেমন হতে হবে সেটা তিনি জানেন নিশ্চয়ই ।
ধন্যবাদ, আপনার ভিন্ন চিন্তা ও মত প্রকাশের জন্য ।
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৩
জেনারেশন৭১ বলেছেন:
টিউলিপের মা-বাবা ও ভাই বাংলাদেশে ডাকাতী করে সম্পদ নিয়ে গেছে লন্ডনে; সে সবকিছু জানে। তাকে নাকি কে একজন একটি এপার্টমেন্ট দিয়েছে, সেটার খোঁজ নিলে কিছু একটা ঘটবে।
জ্বীনের কথা যেখানে লেখা হয়েছে, উহা মানুষের মাথা থেকে এসেছে।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০০
আদিত্য ০১ বলেছেন: খালেদাকে লন্ডনে পাঠিয়ে জামাতের কাক্কু ইউনুস কাক্কুর সাথে যেভাবে বৈঠকে বসেছে তাতে বিএনপি আগামী নির্বাচনে জয়ী না হতে পারে। মনে হচ্ছে ইউনুস কাক্কু জামাতকে ক্ষমতা দিয়ে সরে পড়বে। জামাত দেশকে যে কি করবে তা ভাবছি? কুখ্যাত খুনি ডালিমকে এনে যা শুরু করছে, তাতে আমরা পাকিস্তানের সাথে একীভূত হবে শীগ্রই, আবার উর্দূ শিখতে হবে, পাকিরা সফল, বাংলাদেশকে আবার পূর্বপাকিস্তান বানাচ্ছে
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৬
জেনারেশন৭১ বলেছেন:
ক্ষমতা যদি জামাতের কাছে যায়, ক্ষমতা রক্ষার জন্য জামাত দেশে পাকি বাহিনী ও তালেবানদের নিয়ে আসবে; এক পর্য়ায়ে গৃহযুদ্ধ শুরু হবে। বিএনপি'তে রাজনীতিবিদ নেই।
১০| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
মুক্তিযুদ্ধ বাংলাদেশের একমাত্র ইতিহাস। আজ মুক্তিযুদ্ধে কতোজন শহীদ হয়েছেন সেইসব বিষয় নিয়ে মানুষ হাসে মজা করে ঠাট্টা করে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই মুক্তিযুদ্ধে বাংলাদেশে ৩০ লাখেরও বেশি মানুষ শহীদ হয়েছেন। মানুষ গণনার কোনো বিষয় সেই আমলে ছিলো না কথা সত্যি, কিন্ত গ্রাম কে গ্রাম মানুষ উজার হয়ে গিয়েছে। আমাদেরই নদীর এক চরে একদিনে নিরহ নিরস্ত্র ২,৫০০ জনেরও বেশি মানুষ হত্যা হয়। তাদের নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম ইত্যাদি সংগ্রহ করা হয়নি, সংগ্রহ করা সম্ভবও ছিলো না। সবাই প্রাণের ভয়ে ছুটছে। যুদ্ধ কোনো সিনেমা নাটক বা রাস্তার আন্দোলন নয়। যুদ্ধে কে মারা যাচ্ছে তার হিসাব থাকে না।
এই আধুনিক যুগে ফিলিস্তিনে এখন পর্যন্ত কতো মানুষ নিহত হয়েছেন কে বলতে পারবেন? শত / হাজার / লক্ষ / কোটি? - বাংলাদেশে পাকিস্তানের আত্মার আত্মীয় যারা তারা কি বলতে পারবেন ফিলিস্তিনে কোনো মানুষ হত্যা হয়নি সব বানোয়াট!
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২০
জেনারেশন৭১ বলেছেন:
৬ কোটী মানুষ দেশের স্বাধীনতা চেয়েছিলেন, সেখানে থেকে ১ লাখ ২০ হাজার মানুষ যুদ্ধ করেছেন।
১ কোটী ৫০ লাখ অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলো, সেখান থেকে ৫৫ হাজার রাজাকর হয়েছিলো; অনুপাত দেখেন।
অনেকই স্বাধীনতার জন্য "মুল্য দেয়নি"; যারা স্বাধীনতার জন্য মুল্য দেয়নি, আজকে তারাই সবকিছুর মালিক; সেজন্য ৩০ লাখের কথা বলে হাসে।
এগুলো ঘটেছে আওয়ামী লীগের ডাকাতীর কারণে।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০৫
আদিত্য ০১ বলেছেন: @সৈয়দ কুতুব বলেছেন: অনেক কঠিন সময়ের মধ্যেও কিছু বিষয় নিয়ে মনে হাসি আসে। বাংলাদেশকে পাকিস্তানের সাথে একীভূত করার যে পরিকল্পনা নিয়ে জামাতের বি টিম ইউনুস কাকু ও তার সাঙ্গপাঙ্গরা আগাচ্ছে, পাকিরা সফল, বাংলাদেশকে আবার পূর্বপাকিস্তান বানাচ্ছে , উর্দূ শিখা শুরু করেন, নইলে প্যান্টখুলে চ্যাক করবে
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২৩
জেনারেশন৭১ বলেছেন:
পাকিস্তান চায় যে, বাংগালীরা তাদের মতো "দুষ্ট জাতিতে" পরিণত হোক, বাংগালীরা যেন ভারতকে শত্রু হিসেবে নেয়। পুর্ব পাকিস্তান হবে না; তবে, জামাত পাকিস্তানী তালেবানদের দেশে আনবে গৃহযুদ্ধ করতে।
১২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ধরে নিলাম আওয়ামী লীগে সব চোর লম্পট ছিলো। ধরে নেওয়ার কিছু নেই আওয়ামী লীগে অসংখ্য চোর লম্পট ছিলো। কালো বিড়াল, সুভাস সিংহ, মুরাদ টাকলা, পলক, তাপস কে চোর না? তাতে কি বাংলাদেশে কতো সরকার আসছে গিয়েছে নতুন কেউ আসবে আবার যাবে। সব একদিন কবরে চলে যাবে। অনন্তকাল তো আর বেঁচে থাকবে না। তাতে কি বাংলাদেশ পরিবর্তন করতে হবে, দেশ, পতাকা, জাতীয় সঙ্গীত, দেশের মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ১৯৭১, সব পরিবর্তন করতে হবে?
একটি প্রশ্ন: - অসৎ মানুষ চেনার সজ্ঞা কি?
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৪২
জেনারেশন৭১ বলেছেন:
অসৎ মানুষ, ব্যক্তিত্ব ও চরিত্র হীন; সে নিজকে সন্মান করে না; সে অন্যের সম্পদ দখল করেও লজ্জোত হয় না।
আওয়ামী তৃণমুল ও স্বাধীনতার পক্ষের সাধারণ মানুষ জাতিকে আবার নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে। এবারের জল্লাদেরা দেশ ছেড়ে পালিয়ে যাবে।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: জামাত ক্ষমতায় কিভাবে আসবে সেটাই এখন দেখার বিষয় ! মেজর ডালিম কে নিয়ে আসা হয়েছে বলার জন্য মেজর জিয়াকে শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের জন্য দায়ী দেখাতে। এতে তো বিএনপি লাভবান হওয়ার কথা। এখন আপাতদৃষ্টিতে উটপাখিরা শেখ মুজিবুর রহমান কে ভিলেন বানিয়েছেন। আর ভিলেন কে মেরেছে জিয়া! তাহলে কি ডালিম না আনার কি যেন লাইভে এসেছে বিএনপির জনপ্রিয়তা বাড়ানোর জন্য?
আমার প্রেডিকশন হচ্ছে একটি বায়বীয় শক্তি ভয়ে আছে যে আওয়ামী লীগ ও বিএনপি ঐক্য হয়ে যেতে পারে। আর এটা যদি হয় তালেবান এসেও পারবে না। বিএনপি ও জামাতের অদ্ভুত বিরোধের কারণে হয়তো কেউ কেউ ভয় পাচ্ছেন!
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৫২
জেনারেশন৭১ বলেছেন:
স্বাধীনতার পক্ষের কিছু মানুষ, যাদের দেশ নিয়ে সঠিক ধারণা নেই তারা বিএনপি'তে আছে। এদের ধারণা, মিলিটারী শাসন সব সময় ভালো ( যেমন ঢাবিয়ান, চুয়াত্তর ); এদের নিয়ে সমস্যা। যাক, এরা এবার জামাতকে বুঝার সুযোগ পাচ্ছে। ডালিম ইত্যাদিকে আনছে জামাত। তারা দেশের মানুষকে পুরোপুরিভাবে বিভ্রান্ত করে হয়রাণ ও হ্তাশ করে ভোট ইতয়াদি থেকে দুরে রাখতে চায়।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রশ্ন: - এই আধুনিক যুগে আপনি বলতে পারবেন, এখন পর্যন্ত ফিলিস্তিনে কি পরিমান মানুষ হত্যা হয়েছে? একক / দশক / শতক / সহস্র /অজুত / নিজুত / লক্ষ / কোটি? সংখ্যায় বলুন, জানতে চাই। সঠিক সংখ্যা তো মনে হয় সয়ং ঈশ্বরও জানে না। আপনি আমি জাতিসংঘ বা রেডক্রস বা পাকিস্তানি তারা তিভাবে জানবে?
নাকি কোনো মানুষ হত্যা হয়নি সব মিথ্যা, বানোয়াট, ফলস, ফ্রড, নিউজ প্রপাগান্ডা - কোনটি?
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
হামাস সদস্যসহ গাজা ও পশ্চিম তারে মিলে ৭০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে; সেখানে পশ্চিমের কিছু ডাক্তার সব হাসপাতালগুলোতে ছিলো ও আছে।
বাংলাদেশের বেলায় ( ১৯৭১ সালে ) কেহ হিসেবে রাখেনি।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩১
ক্লোন রাফা বলেছেন: জ্বীনের কথা মানুষের মস্তিষ্কের আবিস্কার এটা বলতে চাইছেন⁉️
১/স্পেসিফক কোন মানুষের নাম বলতে পারবেন! কিংবা কোনো মিথ অথবা কোনো গোষ্ঠী?
২/ কোরআন ওপেন চ্যালেন্জ দিয়ে রেখেছে ইহা অপরিবর্তনীয়।কোন সংযোজন বিয়োজন কোন সৃষ্টির পক্ষে সম্ভব নয়।
অদ্যাবদি এর কাছাকাছিও কোন কিছু কেউ লিখে দেখাতে পারেনি।লক্ষ লক্ষ ডিবেট আছে এর উপর।
৩/ সুপার কম্পিউটার এবং চ্যাট জিপিটি’কে দিয়ে চেষ্টা করেছিলেন অনেক বিজ্ঞানী এবং ধর্মীয় স্কলাররা। কিন্তু কোন কন্ট্রাডিকশন কিংবা ফ্লস বের করতে পারেনি কেউ । সেখানেও বলতে বাধ্য হয়েছেন এটা কোন মানুষের রচিত নয়!
উপসংহার দাঁড়ালো আল কোরআন ঐশ্বরিক কিতাব। আমি কখনোই ধর্ম নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাইনা । কারন যথেষ্ট জ্ঞানী নই আমি এবং অফুরন্ত সময় আমার নেই ।
আমার জানার পরিধি খুব বেশি নয় । কিন্তু কোরআন নিয়ে আমি অজান্তেই অনেক কিছু জানতে পারছি ! বর্তমান টেকনোলজির কারণে ।
ধন্যবাদ ॥
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
তোরাহ লিখেছিলেন মুসা ( আ: ), উহাকে অনুসরণ করে তৈরি হয়েছে বাইবেল; বাইবেল ও তোরাহ থেকে তৈরি হয়েছে কুরান। জ্বীন আতীতের বেদুইনদের রূপকথা হিরো ছিলো।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মাইনাস টু ফরমুলা শেষ পর্যন্ত কার্যকর হয়ে গেল।
ঠিকই তাঁকে দেশ থেকে ঠিকই বের করে দেয়া হলো। এখন চাইলেও কি দেশে ফিরতে পারবেন নাকি লন্ডনেই উনাকে থাকতে হবে জীবনের বাকি দিনগুলো।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
বেগম জিয়া বাংলাদেশের প্রাইম মিনিষ্টার ছিলো, ইহা জাতীর জন্য লজ্জার ঘটনা।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
আইয়ুব বাঙালী চিনতো,জ্বীনভুত চিনতো না।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
জেনারেশন৭১ বলেছেন:
আইয়ুব যখন আদমজী, ইস্পাহানীকে ঋণ দিচ্ছিলো, তখন এ,কে খান আইয়ুবের কাছে ঋণ চেয়েছিলো; আইয়ুব বলেছিলো, বাংগালীরা চোর।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
জেনারেশন৭১ বলেছেন:
লেখায় যদি কিছু থাকে, লেখায় লাইক দেবেন; আমার পোষ্টগুলো পেছনের পাতায় পড়ে থাকে, অবহেলিত হয়; ধন্যবাদ