নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
;
যেই স্পেসিসটা বাইওলোজীতে নেই, জু-লজিতে নেই, ইতিহাসে নেই, উহাকে আবিস্কার করেছে মুসলমান মোল্লারা; বাকী বেকুবরা ইহা নিয়ে ১টি শিল্প চালায়ে যাচ্ছে।
মুসলমানদের সবাই জ্বীন সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন; কারণ, মোল্লা, মৌলভীরা ইহা সম্পর্কে কম বয়স থেকেই ধারণা দিয়ে থাকে। জ্বীন মোটামুটি মানুষের মতোই, এরা নিজস্ব সমাজে বাস করে, মানুষের মতোই মা-বাবার ঘরে জন্ম নেয়, পড়ালেখাও করে; শুধু কিছু ব্যাপারে মানুষ থেকে আলাদা: চাইলে অদৃশ্য হয়ে যাতে পারে, দ্রুত বেগে উড়তে পারে, অন্যান্য জীবজন্তুর আকার ধারণ করতে পারে।
যারা বলেন যে, জ্বীন কখনো দেখেনি, তারা হয়তো নিয়মিতভাবে জ্বীন দেখছেন; কিন্তু বুঝতে পারেননি যে, ইহা জ্বীন: যেমন ১ জন পথচারীকে সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছেন, কিন্তু ইহা আসলে ছিলো ১টি জ্বীন; হয়তো দেখেছেন যে, ১টি কুকুর রাস্তার পাশে ঘুমাচ্ছে, ইহা আসলে কুকুর নয়।
ব্লগার সাড়ে চুয়াত্তরের কোন ১ আত্মীয়কে ( মনে হয় ভগ্নপতিকে ) ১টি জ্বীন তুলে নিয়ে গেয়েছিলো, পরে ঘরের ছাদে রেখে গেছে; এছাড়া, ব্লগার বিদ্রোহী ভৃগুকে ২হাতে তুলে আছাড় মেরেছিলো।
সাড়ে চুয়াত্তরের পোষ্ট পড়লে বুঝতে পারবেন, কেন উনার আত্মীয়কে তুলে নিয়ে গিয়েছিলো; একইভাবে, ব্লগার ভৃগুর পোষ্ট পড়লে বুঝতে পারবেন কেন উনাকে আছাড় মেরেছিলো।
এখন আপনি মিলায়ে দেখেন, জ্বীন সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। আপনি এমন কিছু সম্পর্কে জানেন, যা অদৃশ্য হয়ে যেতে পারে, উড়তে পারে, অন্য প্রাণীর আকার ধারণ করতে পারে; এছাড়া, মানুষের মত পরিবার পরিজন নিয়ে বাস করে, মাদ্রাসায় পড়ে; হয়তো, আপনার মসজিদে নামাজও পড়ে; এবং ব্লগার ভৃগুকে পেলে আছাড় মারে; ব্লগার সাড়ে চুয়াত্তরের আত্মীয় পেলে নিয়ে যায়, পারে রেখে যায়।
কতটুকু জ্ঞান থাকলে বাইওলোজীতে নেই, জু-লজিতে নেই, ইতিহাসে নেই, এই রকম ১টি স্পেসিস, যা মানুষের মতোই দেখ্তে উহা সম্পর্কে আপনি জানেন; কিন্তু সক্রেট, এরিষ্টেটল, গ্যালেলিও, নিউটন জানে না; কিন্তু আপনি জানেন!
২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মাইনাস টু ফরমুলা শেষ পর্যন্ত কার্যকর হয়ে গেল।
ঠিকই তাঁকে দেশ থেকে ঠিকই বের করে দেয়া হলো। এখন চাইলেও কি দেশে ফিরতে পারবেন নাকি লন্ডনেই উনাকে থাকতে হবে জীবনের বাকি দিনগুলো।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:২২
জেনারেশন৭১ বলেছেন:
উনি জাতির যেই পরিমাণ ক্ষতি করেছেন, উনাকে মমি করে পার্লামেন্ট রাখার দরকার। এসব আবর্জনা বাংলাদেশে রেখে কি লাভ?
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা এসব নিয়ে ছোটবেলায় উল্টোপাল্টা প্রশ্ন করে পিটুনি খেয়েছিলেন? ধর্ম ক্লাসে একবার হুজুর স্যার বলেছিলেন রাসুল সা কে স্বপ্নে দেখলে নাকি গুনাহ মাফ হয়ে যায়। এমন কিছু কোরআনে লিখা আছে কিনা তাও জানি না। আমি শুধু প্রশ্ন করেছিলাম " স্যার, কেউ যদি হত্যা করে, ব্যাভিচার করে সেগুলো ও কি মাফ"? স্যার অনেক ছিটুনি দিয়েছিলেন।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:০৬
জেনারেশন৭১ বলেছেন:
আসল মৌলভীর দেখা পেয়েছি ৬ষ্ঠ শ্রেণীতে, ধর্মের ক্লাশে আমি কিছু বলতাম না। ৭ম শ্রেণীতে মৌলভী সাহেব কোন এক কারণে আমাকে বলেছিলেন যে, আমরা মুসলমান, আমরা উন্মত হিসেবে সন্মানিত। আমি ক্লাশে বললাম, সব মানুষই একই রকম। তখন থেকে উনি আমার ব্যাপারে হতাশ ছিলেন; ৮ম শ্রেণীর পরে আমি ধর্মকে সাবজেক্ট হিসেবে রাখিনি।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: পিটুনি*
০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:০৮
জেনারেশন৭১ বলেছেন:
যে মানুষ বলেন যে, জ্বীন আছে, তিনি বেকুব; যেজন বলে যে, জ্বীন দেখেছে সে মিথ্যুক।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৮
সৈয়দ কুতুব বলেছেন: জ্বীন(jinn) তো আছেই। । জিন( Gene)।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩২
জেনারেশন৭১ বলেছেন:
বুদ্ধিমানরা জিন( Gene) বুঝে; বেকুবেরা জ্বীন(jinn) চিনে।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
জ্বীনকে কাজে লাগিয়ে পার্লামেন্টে সিটও নেয়ার চেষ্টা হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
জেনারেশন৭১ বলেছেন:
মুসলিম এলাকা জ্বীন আবিস্কার করেছে, ইহুদীরা এটমবোমা ও টেকনোলিজীতে অবদান রাখেছে।
৭| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৯
কামাল১৮ বলেছেন: আমি কিন্তু মোমবাতির আশায় লাইক দেই নাই।আমার কোন সমাধিই হবে।আমি আমার দেহ দান করে দিয়েছি চিকিৎসকদের কাটা ছেড়ার জন্য।যদি কোন উপকারে আসে।
কোরানে যেহেতু জ্বীনের কথা আছে,অন্ধ বিশ্বাসীরা না দেখলে তারা বলে জ্বীন দেখেছে খাঁটি মোমিন হবার আসায়।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
জেনারেশন৭১ বলেছেন:
জ্বীন মুসলমানদের সাহায্য করছে; যে মনে করে যে, সে জ্বীন দেখেছে বা জ্বীনে বিশ্বাস করে, তার বুঝা উচিত, সে ইডিয়ট; তাকে পড়ালেখা করে মানুষ হতে হবে
৮| ০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৪
কিরকুট বলেছেন: একটা বড় সাইজের প্রভু ভক্ত জ্বীন পাইলে ভালোই হতো ।বিরক্তিকর কাজ গুলো করিয়ে নিতাম ।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
জেনারেশন৭১ বলেছেন:
এলাকার থানার দারোগাকে কিনতে পারেন, আপনার ক্ষমতা বাড়ানোর জন্য।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
সৈয়দ কুতুব বলেছেন: জ্বিনের মাধ্যমে গর্ভধারণ’-এর আশ্বাস, নারী খোয়ালেন ৩০ লাখ টাকা! আজকে সমকাল পত্রিকার নিউজ; পড়ে দেখতে পারেন।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
জেনারেশন৭১ বলেছেন:
জ্বীন আমাদের গ্রামের ১ যুবতীকে জিংজিং করেছিলো; পরে জ্বীনকে বেশ কিছু বছরের জন্য গ্রাম ছাড়তে হয়েছিলো।
১০| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
সৈয়দ কুতুব বলেছেন: গোলাম মাওলা রনি আপনার ব্লগ পড়ে। আজকে জামাত ও আইএস নিয়ে যে ভিডিও বানাইসে সব কথা আপনার কপি!
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
জেনারেশন৭১ বলেছেন:
সে "আমার ব্লগ"এ ছিলো; আমার ভয়ে তার অবস্হা জুল ভার্ণ'এর মতো হয়েছিলো; সেও জুল ভার্নের মতো ভুয়া ও বকবক; তবে, আমার ভয়ে তার পাগলামী কমে এসেছিলো।
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
আমি ভুলে গেছি, সামুতেও সে বালছাল লিখ্তো।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
নতুন বলেছেন: আমি তো অলৌকিক কিছুতে বিশ্বাস করিনা, আমার কি হবে?
০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জেনারেশন৭১ বলেছেন:
১ জন শিক্ষিত বাংগালী হিসেবে সুনাম পাবেন সব সময়।
১২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৭
কলাবাগান১ বলেছেন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্বাস করে যে সূর্য নাকি প্রতিদিন সকালে কারো অনুমতির অপেক্ষায় থাকে উত্থিত হওয়ার আগে।
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৩
জেনারেশন৭১ বলেছেন:
এটা কিন্তু ঠিক, না'হলে চাঁদের সাথে ঝগড়া লাগবে।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন কিছু একটা থাকতে পারে উড়িয়ে দেওয়া কী সম্ভব?
তানাহলে বিজ্ঞানীরা কেনো অন্য গ্রহের প্রানী খোঁজে যাচ্ছে?
বিভিন্ন প্রাক্কলন অনুযায়ী পৃথিবীতে বর্তমানে জীব প্রজাতির সংখ্যা ২০ লক্ষ থেকে ১ লক্ষ কোটি পর্যন্ত হতে পারে। এদের মধ্যে প্রায় ১৭ লক্ষ প্রজাতির জীব সম্পর্কে তথ্য নথিভুক্ত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত ৫০০ কোটির বেশি প্রজাতির জীবের আবির্ভাব হয়েছে এবং এদের শতকরা ৯৯ ভাগই বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়।
এইরকম তথ্য যখন মানুষ সংগ্রহ করতে সক্ষম হয়েছে মানুষের জ্ঞানের বাহিরে অন্য কিছু থাকলেও পারে অস্বীকার করে বোকা বনে যাব কেনো?
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৮
জেনারেশন৭১ বলেছেন:
জীবন বিজ্ঞানীদের আবিস্কৃত স্পেশিসের বাহিরে কিছু স্পেশিস এখনো আছে সমুদ্রের তলদেশে ও গভীর জংগলে; এগুলো প্রাণী, কীট পতংগ; কিন্তু এমন কোন স্পেসিস নেই, যা মানুষের মতো, অদৃশ্য হয়ে যেতে পারে ও যা মানুষ, কুকু বা সাপের রূপ ধরতে পারে।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩
কাছের-মানুষ বলেছেন: ব্লগার সাড়ে চুয়াত্তর সাহেবের আত্মীয়ের জ্বীনের কথা জানতাম, তবে আমাদের বিদ্রোহী ভৃন্ড সাহেবও যে জ্বীনের আছাড় খেয়েছিলেন, সেটা জানতাম না! কিভাবে আছাড় খেয়েছিলেন, হাসপাতালে যেতে হয়েছিল কিনা বিস্তারিত জানতে পারলে ভাল লাগত!
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৭
জেনারেশন৭১ বলেছেন:
যতটুকু আমার মানে আছে, উনি জ্বীনের "আসরে" ( ১ লোক জ্বীন এনে মানুষের চিকিৎসা করতেন ) গিয়েছিলেন; উনি জ্বীনের কথার কি একটা বিষয় বিশ্বাস করছিলেন না ( তাও মনে মনে ); তাই জ্বীন উনাকে ২ হাতে তুলে বিছার উপর আছড়ে ফেলে দেয়; সেই থেকে তিনি জ্বীনের উপর ইমান এনেছেন।
মুসলিম বিশ্ব "১টি নতুন স্পেশিস আবিস্কার করে করেছে, ইহা জ্বীন"; বাইওলজিতে মুসলমানদের অবদান।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি বড় হয়ে জ্বীনের খামার গড়ে তুলবো।
অনলাইনে জ্বিনের বেচাবিক্রি করবো।
আমার প্রচুর আয় হবে।
আমি ইনকাম ট্যাক্স দিব।
০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫০
জেনারেশন৭১ বলেছেন:
২০০ কোটি মুসলমানদের ইডিয়ট বানায়ে রেখেছে আরবের আদি বেদুইনরা।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: যারা লেখাপড়া করেনি তারা জ্বীন টিন বিশ্বাস করে, ঠিক আছে। কিন্তু যারা ইউনিভার্সিটিতে পড়ে জ্বীন বিশ্বাস করে তাদের কি বলবেন?
নিজের চোখে দেখা। এক মেয়ে হিস্টোরিয়ার রোগী। কিন্তু লোকজন বলছে তাকে জ্বীনে ধরেছে। আমাদের দেশে জ্বীনের চিকিৎসা ভয়াবহ। সেই নারীকে হাত পা বেধে নাকের মধ্যে পোড়া শুকনা মরিচ ঢুকিয়ে দিলো।
যারা বলে জ্বীন দেখেছে, তারা মূলত মিথ্যা বলে। সেদিন এক ভিডিও দেখলাম। একলোক ওয়াজ করছে। অসংখ্য মানুষ ওয়াজ শুনছে। ওয়াজকারী হঠাত কাদতে শুরু করলেন। কাদতে কাদতে বললেন, নবীজি এসেছেন তার ওয়াজ শুনতে। ওই তো অইখানে বসে আছেন।
ধার্মকদের ভন্ডামির কোনো সীমা নেই।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
পড়ে যদি বিরক্ত না'হয়ে থাকেন, পোষ্টে ১টি লাইক দেবেন; ফেরেশতারা আপনার সমাধিতে অরগেনিক মোমের বাতি জ্বালিয়ে দেবেন।