নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিয়াকে হত্যা করার সুযোগ করে দিয়েছিলো জিয়ার চয়েসের সেনাপ্রধান জে: এরশাদ ( পাকী ফেরত ); ১২ জন মুক্তিযোদ্ধা জেনারেলকে ডিংগায়ে জিয়া এই কাজ করেছিলো। জিয়া হত্যায় অংশ নেয়া ১৪ জন মুক্তিযোদ্ধা অফিসার বিবিধ ক্যান্টনমেন্ট থেকে ছুটি নিয়ে যে চট্টগ্রাম গিয়েছে, ডিজিএফআই এরশাদকে সেই খবর জানায়েছিলো; এরশাদ কিছু বলেনি, কিছু করেনি। এর আগে ১৮টা ক্যু করেছিলো মুক্তিযোদ্ধা অফিসারা, সফল হয়নি জিয়াকে সরাতে; জিয়া দেশ চালানোর ভার ব্যুরোক্রেটদের দিয়ে নিজে ক্যু থেকে বেঁচে থাকার কাজে ব্যস্ত ছিলো।
পাকিস্তান ফেরত জিয়ার সাপোর্টার সিনিয়র অফিসারেরা এরশাদের কাছে মুক্তিযোদ্ধা অফিসারদের ক্যু-প্রবনতা কমানোর ব্যবস্হা নেয়ার জন্য বলেছিলো; উত্তরে এরশাদ বলেছিলো, "জে: জিয়া ও ওরা সবাই মুক্তিযোদ্ধা, ওদের সমস্যা ওরা সমাধান করুক, আমরা উহার অংশ নই"।
জিয়ার লাশ চট্টগ্রাম থেকে ঢাকা আনার আগেই, বেগম জিয়ার ভাইসহ কয়েকজন সিনিয়র অফিসার (মীর শওকত আলী, ওলি, প্রমুখ ) বেগম জিয়াকে জানায় যে, হত্যার পেছনে এরশাদের হাত আছে। ডোডো ইহা শুনে ভাইস প্রেসিডেন্ট সাত্তারকে ডেকে এনে অর্ডার দেয়, এরশাদকে বের করে দিতে। সাত্তার বেগম জিয়াকে "ইডিয়ট" সম্বোধন করতেন নিজের সার্কেলে; তিনি উহাকে বুঝায়ে বললেন যে, ইহা করা যাবে না, মিলিটারীতে এরশাদের দল ভারী।
এরশাদ জানতো যে, বেগম জিয়া ক্ষেপেছে; তবে, শিয়াল এরশাদ জানতো যে, বেগম জিয়া উনার স্বামীর মৃত্যুতে আসলে খুশী হয়েছ; সে এই ডোডোকে কিনে নিবে সময় মতো।
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৪
জেনারেশন৭১ বলেছেন:
রূপা হক ইত্যাদি "সোস্যাল ওয়ার্কার" ছিলো, রাজনীতিবিদ নন। বৃটিশেরা ইমিগ্রেন্টদের থেকে এমপি হওয়ার সুযোগ দেয়।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০০
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি ও আওয়ামী লীগ কে বাদ দিবে কারণ তারা পরিবারতন্ত্র রাজনীতি করে। তো বাকি দলগুলো কি গণতান্ত্রিক? মানুষ যদি পছন্দ করে আওয়ামী লীগ ও বিএনপিকে ভোট দেয় তবে রূপা হকের কি সমস্যা? সৌদিতে গিয়ে এমন কথা বলতে পারবে?
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৮
জেনারেশন৭১ বলেছেন:
রূপা হক, তিউলিপ, আরো কয়েকজন আছেন, এগুলো লন্ডনের বাংগালীদের সাহায্য করে; লন্ডনের বাংগালীরা বেশ অসৎ, কাজ না করে সরকারী টাকা হাতিয়ে নেয়; ফলে, এদের কথা নিয়ে চিন্তিত হবার কারণ নেই। এঝন জামাত, হিজুরা লন্ডন থেকে বস্তায় বস্তায় পাউন্ড পায়। ভুয়া মফিজ থেকে জানতে হবে, উনি কি পরিমাণ চাঁদা পাঠান।
[native code]
}
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে কবে নাগাদ
রাজনৈতিক ক্যু থামবে ???
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫০
জেনারেশন৭১ বলেছেন:
আগামী ৪ বছর নতুন করে ক্যু হবে না।
বাংলাদেশের মিলিটারীকে কমায়ে ৩০ হাজার সৈনিক ও ৫০০ অফিসারে নামিয়ে এনে, ২০ লাখ তরুণকে ১ম বছর তিন মাসের সামরিক ট্রেনিং দিলে ক্যু থেমে যাবে।
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫১
জেনারেশন৭১ বলেছেন:
ট্রাম্প ক্ষমতায় আসার পর, বাংলাদেশের জেনারেলরা প্যান্টে প্রশ্রাব করবে কিছু সময়ের জন্য।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: জেনারেল জিয়া মরে বেঁচে গেছে, এই ভয়ংকর জীবিত মমি দেখা লাগে নাই। সারাজীবন বোধহয় খালি মেকাপ ই করছে। এইরকম ধূর্ত একজন মানুষ কিভাবে এই বকলম এর সাথে জীবন কাটিয়েছে আল্লাহ ভালো জানে!
আচ্ছা, জিয়ার মৃত্যুতে উনি খুশী হয়েছিল কেন?
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৭
জেনারেশন৭১ বলেছেন:
যুদ্ধের মাঝে বেগম জিয়াকে ঢাকায় লুকিয়ে রাখা হয়েছিলো; উনি স্বেচ্চায় ক্যান্টনমেন্টে চলে যান। '৭১ সালের মে মাসের দিকে, যোদ্ধাদের পরিবার রক্ষণের জন্য সামান্য পদক্ষেপ হিসেবে, সম্ভবমতো, অফিসারদের পরিবারকে ভারত নেয়ার ব্যবস্হা নেয়া হয়; ৩ বার চেষ্টা করা হয়, বেগম জিয়াকে ভারত নেয়ার জন্য; উনি যেতে চাননি; তিনি বিশ্বাস করতেন যে, মুক্তিযোদ্ধারা পরাজিত হবে, উনি ভারতে আটকা পড়বেন; এই কারণে, জিয়া উনাকে পছন্দ করতো না।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের কপালে শনি আছে।
০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
বেগম জিয়া ৩৮ বছর বিএনপির সভাপতি, ৩ বার প্রাইম মিনিষ্টার, ২ বার বিরোধী হলে এই তো টিকে থাকারই কথা নয়; তবুও টিকে আছে। এই লোভী মহিলার কারণে ১ ছেলে মরেছে মালয়েশিয়ায় অন্যটা লন্ডনের মাফিয়া।
৬| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৯
কামাল১৮ বলেছেন: স্বাধীনতা যুদ্ধের সময় জিয়ার সাথে বেগম জিয়ার দূরত্ব সৃষ্টি হয়।শেখ মুজিব সেটা ঠিকঠাক করে দিলেও দূরত্ব থেকেই যায়।তিনি পাকি এক জেনারেলকে ভালো বেসে ফেলেন।স্বাধীনতার পরে এটা নিয়ে অনেক রসালো আলাপ চালু ছিলো।সংসদেও মতিয়া চৌধুরী এটা নিয়ে কটাক্ষ করতেন।আমার সুযোগ হয়েছিলো দর্শক সারিতে বসে সংসদ দেখার।
০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
জেনারেল নয়, ১ সুবেদারকে যথাসম্ভব।
জিয়া উনার সৈনিকদের কাছে হাসির পাত্র হয়েছিলেন।
৭| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে কোন তরুণদের সামরিক ট্রেনিং দেয়া যাবে না। মুজাহিদিন হয়ে যাবে অনেকে। এসব সামরিক ট্রেনিং দক্ষিণ কোরিয়ার মতো দেশে ঠিক আছে।
৮| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: জিয়ার একটা ভালো দিক আছে। সেটা হলো তিনি সৎ ছিলেন।
জিয়ার মৃত্যুর পর দেখা গেলো তার কিছুই নেই। খালেদা জিয়া দুই সন্তান নিয়ে বিরাট বিপদে পড়লেন। তখন সরকার থেকে খালেদা জিয়াকে বাড়ি দেওয়া হলো। মাস শেষে কিছু টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো।
৯| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও উনি দেশ শাসন করলেন, ইতিহাস হলেন।
১০| ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
একজন মিস ইউনিভার্সকে এভাবে বলবেন না; বিউটি এবং ব্রেইনের পারফেক্ট কম্বিনেশন বাঙালীর জন্য।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: ব্রিটিশ এমপ রূপা হক একটি সেমিনারে সে কি বয়ান দিয়েছে রাজনৈতিক দলগুলোকে ! এই মহিলা কয়েছেন আওয়ামী লীগ কে সরিয়ে বিএনপি ও জামাতকে ক্ষমতায় বসালে বিপ্লবের নাকি মূল্য থাকে না। এসব পরিবারতন্ত্র নাকি বাদ দিতে হবে। বিএনপির নেতা আমীর খসরু সে সেমিনারে বলেছিলেন সঠিক ভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এই কথা শুনে রূপা হক সে কি রাগ! তিনি বলেন, আপনারা এমন ভাব করছে যেন এখনই ক্ষমতায় চলে গেছেন।
আমার বক্তব্য হলো আমীর খসরু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তো বলবেন ই যে তার দল ক্ষমতায় যাবে। এতে রূপা হকের এত দিমাগ কেন খারাপ হলো? একই কথা ভোটে জিতার আগে ট্রাম্প সহস্রবার বলেছে। তখন কারো সাহস হয়েছে ট্রাম্প কে শাসানোর? দুর্বল দেশ পাইয়া সবাই খেলে যাচ্ছে ।