নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সত্যের জয় চিরন্তন.....

০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩২

সত্যের জয় চিরন্তন.....

মানুষের বেশে ইবলিশ যখন টুপি পরা শুরু করে, ধরে নিবেন তারচেয়ে খাতারনাক আর কোন কিছু এই ধরাধামে নাই... উদাহরণ শেখ হাসিনা, শামীম ওসমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন গং।

এবার একটু চলতি বাংলায় বলি- হাসিনার আম্লিক মুক্তিযুদ্ধ নিয়া চেতনার ব্যবসা কইরা বছরের পর বছর রাজনীতির নামে পোংটামি কইরা, নিজেদেরকে রাষ্ট্র শাষন ক্ষমতার সোল এজেন্ট মনে কইরা পাতানো আর প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার গদিতে সুপারগ্লু লাগাইয়া বইসা থাইকা ক্ষমতার অর্গাজমের স্বাদ নিছে! সময়ের পালাবদলে সেই দলের প্রধান ক্ষমতার চেয়ারই কেবল না, রীতিমতো চোদ্দগুষ্টি লইয়া দেশ ছাইড়া পালাইতে হইছে! এদের ছিলো ভারতপ্রীতি, ভারত ছাড়া দুনিয়ার কোনো দেশই এই ইবলিশ প্রধানকে সামান্য আশ্রয়ও দেয় নাই!

আরেকদল অলওয়েজ সসুবিধাবাদী, সুযোগ সন্ধানী জামআয়াতে ইসলাম নামের ধর্মব্যবসায়ী আছে কিভাবে মুক্তিযুদ্ধরে বিতর্কিত করা যায়, কিভাবে মুক্তিযুদ্ধরে ইতিহাস থেকে মুইছা দেয়া যায়, কিভাবে মুক্তিযুদ্ধের গুরুত্ব কমাইয়া দেওয়া যায় সেই তালে! এদের পাকিস্তানপ্রীতি সর্বজনবিদিত এবং দৃষ্টিকটু!

৭১ এর মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাসে দিনের আলোর মতো, আকাশের সূর্যের মতো জ্বলজ্বলে সত্য!সেই মুক্তিযুদ্ধকে যে বা যারা 'সো কল্ড মুক্তিযুদ্ধ' বলেছে, যে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর হাতে 'মাত্র দুইজন ধর্ষিতা দেখেছেন', মুক্তিযুদ্ধকে নিয়ে চেতনার ব্যবসা কিংবা মুক্তিযুদ্ধকে খাটো করে, ইতিহাস থেকে বাদ দেবার অপচেষ্টাকারী উভয়দলই সময়ের পরিক্রমায় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে!

কাদের টাকা খেয়ে কি উদ্দেশ্য নিয়ে শহীদ জিয়া, ম্যাডাম জিয়াকে টেনে এনেছে তা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছেনা। একজীবনে একজন মানুষ যা করতে পারে, আপনি তার চেয়ে অনেক অনেক বেশি কিছু করেছেন আপনার জনগণের জন্য, দেশের জন্য। আপনার জন্য ইতিহাস-নির্ধারিত কর্তব্য আপনি ইতোমধ্যেই পালন করে ফেলেছেন।

স্বামীর ঘর থেকে বের করে দিয়েছে।
পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।
বেগম জিয়াকে অসুস্থ শরীরে ইঁদুর-বিড়ালের সাথে পরিত্যক্ত কারাগারে বন্দী করে রেখেছিলো। শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ, হিংসায় শেখ হাসিনা গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে মৃত্যু ছাড়া আর সকল যন্ত্রণা দিয়েছেন।

আর আপনি শে হাসিনা, চোদ্দগুষ্টি নিয়া চুরিচামারি, লুটতরাজ, গুম নির্যাতন এবং গণহত্যা করে দৌড়ে পালিয়েছেন। রাজনৈতিক আশ্রয়ের জন্য পৃথিবীর অনেক দেশে এমনকি কাতার সরকারের কাছেও অনুরোধ করে প্রত্যাখাত হয়েছিলেন।
সেই কাতারের রাজ পরিবার বেগম খালেদা জিয়ার জন্য তাদের রাজপারিবারের এয়ার এম্বুলেন্স পাঠিয়ে সন্মানিত করেছেন খালেদা জিয়া এবং পুরো বাংলাদেশকে।

আল্লাহর পরিকল্পনায় বান্দার ধৈর্য্য এবং ইমান পরীক্ষা করেন-
কখনো 'নিয়ে' আবার কখনো 'দিয়ে'।

ভুলে যাবেন না, ম্যাডাম জিয়াকে যারা অকথিত যন্ত্রণা ও কষ্ট দিয়েছে, যাদের কুটিল হীন যড়যন্ত্র তাঁর জীবনীশক্তিকে ক্ষয়িষ্ণু করেছে, শত অপমানে তাকে যারা হেয় করতে চেয়েছে, আজ তারা কোথায়? কী অবস্থান তাদের? আর আপনি দেদীপ্যমান সূর্যের মতো স্বমহিমায় উদ্ভাসিত! ভারতীয় সেবাদাসী যে-সব কানুন, পদ্ধতি, পন্থা ও প্রতিষ্ঠানকে ব্যবহার করে ম্যাডাম জিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপব্যবহার করেছে সেগুলোই আজ আপনাকে মর্যাদার শীর্ষে স্থাপন করেছে। স্বৈরশাসনের নিগড়ে বন্দী স্বদেশে তার অনুগামী যে সব নেতা-কর্মী ও দেশবাসী তার মর্যাদারক্ষায় সমর্থ হয়নি, তারাও আজ সহস্র গুণে ফিরিয়ে দিচ্ছে ম্যাডাম জিয়ার সম্মান। অলৌকিক এ মহিমার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমীন এর কাছে সকাতর প্রার্থনা করি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: শেখ মুজিবুর রহমান তো ভিলেন। তাকে যদি ধরি জিয়া হত্যা করেছে তাহলে তো জিয়া হিরো। যারা আনার বা ডালিমকে এনেছে তারা তো বিএনপির পারপাস সার্ভ করেছে। :P

০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩

জুল ভার্ন বলেছেন: যা বোঝেন তা সঠিক নয়।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


বেগম বন্দনা করতে হয় না,বেগম ইবলিসের দেখা পায়নি।

০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

জুল ভার্ন বলেছেন: মর্ম বুঝলাম না!

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:

আপনার ইউনুস সাহেব তো তিন মাসে ফ্যাডাপ হইয়ে গ্যাছে।
রিসেন্ট তিনটি সাক্ষাৎকার ে একাধিকবার বলেছে। উনি আর থাকতে চান না। তাকে ইচ্ছার বিরুদ্ধে আনা হয়েছে। জোর করে আনা হয়েছে।
ইত্যাদি বলছেন।
কথিত সংস্কারের নামে যে সর্বত্র জামাতিকরণ হচ্ছে, এটাও তার অজান্তেই। তিনি সরকার প্রধান হলেও অনেক কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে।
তিনি বলছেন তিনি দেখতে পাচ্ছেন না, চোখ অতটা স্বচ্ছ নয়।

মাত্র তিন মাসেই এই অবস্থা। পাঁচটি বছর কেমনে যে কাটাবেন সেটাই ভাবছি।

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১

জুল ভার্ন বলেছেন: ইউনুস সাহেব তো খুনী লুটেরা পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো লুটপাট করতে পাছায় সুপার গ্লু লাগিয়ে ক্ষমতার চেয়ারে বসেন নি....ভুলে যাচ্ছেন কেনো- বর্তমান জামাতের পুনর্জন্ম হয়েছে আওয়ামী প্রেতাত্মা থেকে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৩

এস.এম.সাগর বলেছেন: তথাকতিথ চেতনা ব্যবসায়ী আর ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী একই চেহারা, শুধু মানুষগুলি ভিন্ন।

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩২

জুল ভার্ন বলেছেন: যাহা আওয়ামী লীগ, তাহাই জামাত। দুইটাই খুনী বাহিনী। পার্থক্য, আওয়ামী লীগ কল্লা কাটে, জামাত রগ কাটে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১০

ঢাবিয়ান বলেছেন: জনগনের সামনে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারত বিএনপি। তারা নিজেদের খরচে বেগম জিয়াকে লন্ডন পাঠাতে পারত। কিন্ত কাতারের আমীরের উপহার/ উপঢৌন নিয়ে যেভাবে রাজকীয় ব্যবস্থায় এক গাদা সফর সঙ্গী নিয়ে লন্ডন গেছে খালেদা জিয়া , তাতে বোঝাই যাচ্ছে তাদের অতীতের দুর্নীতিপরায়ন চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি।

আওয়ামিলীগের নির্যাতনের শিকার শুধু বেগম জিয়া নয়, এই দেশের কোটি কোটি মানুষ হয়েছে। কিন্ত বিএনপি ভুলে গেছে যে , হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে এই দেশ হায়েনার কবল থেকে মুক্তি পেয়েছে। তারপরেও তারা যেভাবে অতীতের দুর্নীতিপরায়ন চরিত্রের শোডাউন করে বেড়াচ্ছে, তা খুবই হতাশাব্যঞ্জক। আশা করি জনগন এবার আর ভোটাধিকার প্রয়োগে মার্কার চাইতে ব্যক্তিকে অধিক গুরুত্ব দেবে।

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩

জুল ভার্ন বলেছেন: আপনারা জামাতিরা একটু বেশিই বোঝেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.