নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
..
...
.....
আমি এখন মসজিদে নববী থেকে ১ মিনিট দূরে! আমি যে হোটেলে আছি, তার সদর দরজা দিয়ে বের হয়ে রাস্তা পেরুলেই মসজিদে নববী-এর ৩২৯ নং গেইট। মক্কাতে উমরাহ শেষ করে ২-দিন হলো মদীনা এসেছি। মসজিদে নববীর বাইরে অসংখ্য হোটেল, সেগুলোতে আতর ও পারফিউমের দোকান।
প্রতি রাতের মতো আজও মসজিদে এশার নামাজ পড়ে বেরিয়েছি, তখন একজন হাস্যজ্জল তরুণ সেইলসম্যান আমার দিকে এগিয়ে এলো। যথারীতি আউদ থেকে তৈরী পারফিউমের ঘ্রাণ মাখার আহবান জানালো। আমি একটু হেসে তাকে জানালাম যে, আমি ইতিমধ্যে অনেকগুলো কিনে ফেলেছি, আর কেনার ইচ্ছা নেই।
সে আমার দিকে হেসে বললো - আপনি কোন দেশ থেকে এসেছেন?
আমি বললাম - বাংলাদেশ।
সে সাথে সাথে দুই হাত দুইদিকে ছড়িয়ে হাসি দিয়ে বললো - ব্রাদার, হাসিনা ফিনিশ!
ইয়াং ছেলেটার খুশিতে উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে হেসে ফেললাম। জিজ্ঞাসা করলাম - তুমি কোন দেশের? সে আমাকে বললো - আফগানিস্তান। হাত মিলিয়ে বললাম - ~~~ সি ইউ এগেইন, ব্রাদার।
২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭
ঢাকার লোক বলেছেন: আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ্, আল্লাহ আপনাকে ওমরা করার তৌফিক দিয়েছেন এবং মসজিদে নববীতে নামাজ আমায় করার সুযোগ দিয়েছেন। আল্লাহ আপনার ওমরা এবং সকল ইবাদত কবুল করুন!
অযথা পরচর্চা-গীবত থেকে বেঁচে থাকুন!
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ওমরাহ শেষে এখন মদিনায়। আলহামদুলিল্লাহ।
ওমরাহের কথা মনে হলেই মন আনচান করে। ২০২৩ সালে ওমরাহ গিয়েছিলো ফ্যামিলি সহ। মদিনা থেকে মক্কায় গিয়েছিলাম। মদিনা ছেড়ে আসতে কলিজা ছিঁড়ে আসবে।
ভালো থাকবেন। সবার জন্য দোয়া করবেন। আমার বাবা চলে গেছেন। উনার জন্য দোয়া করবেন। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষ অনৈতিক হলে তার পতনে অনেকেই খুশী হয়।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৪
চারাগাছ বলেছেন:
শাইয়্যান বাদে অন্য কেউ ওমরাহে গেলে রাজীব নুর অন্য রকম মন্তব্য করতো।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৭
কলাবাগান১ বলেছেন: আপনি বলতে পারতেন:
আমরা হব তালিবান, বাংলা হবে আফগান
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
শ্যাইয়ান ভাই, বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। কখন কি ঘটে যায় কিছুই বলা যায় না। আসলে পৃথিবীর মানুষ গুলো খেলছে। আমরা যেমন আকশে ঘুড়ি উড়াই। নাটাই থাকে আমাদের হাতে। ঠিক তেমনি আমাদের নাটাই আল্লাহর হাতে। আল্লাহই ভালো জানেন কে কোন দিকে যাবেন!!
যাইহোক, কাজের কথা বলি, আমার কন্যা খেজুর পছন্দ করে। আসার সময় আমার কন্যার কথা মনে করে খেজুর নিয়ে আসিবেন।