নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম ধর্মের সবকিছু কুরানের মাঝে লেখা আছে; ইহা নিয়ে নতুন করে কিছু লেখা উচিত নয়; ইসলাম নিয়ে কোন কিছু ব্লগে লিখলে উহা কুরানের সাথে সাংঘর্ষিক হবেই হবে; কারণ, ব্লগে এমন কোন ইসলামিক পন্ডিত নেই যিনি কুরানের সমান করে, কিংবা কুরানের থেকে বেশী লিখতে পারবেন; কুরান থেকে কম লিখাও উচিত নয়; কারণ, তাতে ইসলাম সম্পর্কে কিছুটা কম কিংবা ভুল লেখা হবে।
সম্প্রতি, ব্লগে ইসলাম নিয়ে লেখার কারণে ব্লগার রাজিব নুরের বিপক্ষে ব্লগের ইসলামিক স্কলারগণ প্রতিবাদ জানায়েছেন। দেশের এই এনার্খীর সময় রাজিবকে বুঝতে হবে যে, ধর্ম কর্ম নিয়ে এখন ব্লগে কিছু লেখা মানে অকারণ রিস্ক নেয়া। আশাকরি রাজিব পরিস্হিতির কারণে ইসলাম কিংবা অন্য কোন ধর্ম নিয়ে লেখা বন্ধ রাখবেন।
সবচেয়ে বড় কথা হলো, ইসলাম সম্পর্কে যা বলার আল্লাহ কুরানে বলে দিয়েছে; ইহাতে কেহই নতুন করে কিছু যোগ করার অধিকার রাখে না; ইহাকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলে, ইহা কোন না কোনভাবে আল্লাহের বাণীকে কলুষিত করবে। তাই, সবাই ইসলামের মুল বই'এর ধারণাকে যেভাবে আছে, সেইভাবে থাকতে দিন।
২৩ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৩২
জেনারেশন৭১ বলেছেন:
দেশ এখন পরাজিতদের দখলে; আমেরিকা এই অবস্হা করেছে; আমেরিকা ইহাকে পরিস্কার করা অবধি স্বাধীনতাকামীদের অপেক্ষা করার দরকার।
ইসলাম নিয়ে যা বলার আল্লাহ বলেছেন; এখন ইহা সম্পর্কে লেখার আর কিছু নেই, সেই রকম কোন পন্ডিতও থাকার কথা নয়।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি সঠিক বলেছেন।
এই সব নিয়ে নতুন করে বলার কিংবা লেখার কিছু নাই।
নাকে দড়ি দেয়া উটের মতো যা বলা আছে তাই মানতে হবে।
তবেই না খাটি মমিন।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:২৮
জেনারেশন৭১ বলেছেন: ভ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামই ধর্ম; ইসলাম কুরানে লেখা আছে; ইহাতে কিছু যোগ করার মতো, বা ইহাকে ব্যাখ্যা করার মতো কেহ ব্লগে নেই; সুতরাং, ইহা যেভাবে কুরানে আছে, সেইভাবেই থাকুক।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: এই জন্য আমি লাল সন্ত্রাস নিয়ে বিজি আছি ব্লগে!
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
শিয়ামিলিশিয়া, হুতি, তালেবান, হামাস, আলকায়েদা, হিজু, জামাত-শিবির, ব্রাদারহুড, ইসলামী জ্বিহাদ, আইএস, বোকা-হারাম', হেজবুল্লাহ'রা লাল, নাকি নীল?
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৪
সৈয়দ কুতুব বলেছেন: উহাদের মন কালো, পোশাকও কালো।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৫
জেনারেশন৭১ বলেছেন:
ওরা সবাই ইসলামের রক্ষক।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: কিন্তু যে দেশে আধুনিক শিক্ষা, কর্মসংস্থান ও মানুষের মুক্তভাবে চিন্তা করার সক্ষমতা আছে সে দেশে কালো মানসিকতার কেউ থাকতে পারে কিন্তু বেড়ে উঠতে পারে না।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
অনেক জাতিতি এখনো জংগী ও সন্ত্রাসী আছে; তবে, কোথায়ও এত বেশী ধর্মীয় সন্ত্রাস নেই যা আছে মুসলিম দেশগুলোতে।
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
সৈয়দ কুতুব বলেছেন: শুধু ব্লগার রাজিব নন, কোন ব্লগারই ইসলাম নিয়ে লিখা উচিত নয়।
আপনার কথা অনুসরণ করতে চেষ্টা করে যাচ্ছি।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
জেনারেশন৭১ বলেছেন:
ইসলাম নিয়ে আল্লাহ নিজেই কথা বলেছেন, উনার চেয়ে নেশী কে কে জানেন? ব্লগার নতুন নকিব, সত্যপথিক, জুল ভার্ণ, নাকি মহাজাগতিক?
৭| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৫
অগ্নিবাবা বলেছেন: সঠিক বলেছেন, কোরান হাদিসের নতুন করে অর্থ খোজা অর্থহীন, এখানে মনগড়া কোনো কোমল ব্যাখ্যা চলে না। সনেট চাচা, নকীব ভাই, আপনারা ভুল ব্যাক্ষা দ্যান, আপনারা ইসলামী পোস্ট করা থেকে বিরত থাকেন। আপনারা ইসলামী পোস্ট না দিলে, রাজীব ভাইয়েরও কাউণ্টার পোস্ট দেওয়ার প্রয়োজন পড়বে না।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
জেনারেশন৭১ বলেছেন:
আমি নতুন নকিব ও রাজিবকে জিজ্ঞাসা করতে চাই, ১০ম শ্রেণীতে বাংলা ২য় পত্রে, "ব্যাখ্যা কর" বলে যে প্রশ্ন আসতো, উহাতে কত পেয়েছিলেন?
৮| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১০ বছর হলেই ভোট দেয়ার সুযোগ দেয়া হোক।
অহেতেুক বিলম্ব করার দরকার কী?
একটা ভোট অনেক দামী জিনিস।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
জেনারেশন৭১ বলেছেন:
ইহাকে ইয়েমেন বানাচ্ছে হায়েনারা; দেখা যাক, আমেরিকান এম্বেসী কিভাবে তাদের ভাড়াকরা হায়েনাদের থামায়!
৯| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
ইসলামের বিপক্ষে লিখে কেউ জয়ী হতে পারেনি,আলী দস্তি নির্বাসনে থেকে মরেছে;সালমান ফার্সী এখনো ভয় পায় কখন যে জীবনটা যায়।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৯
জেনারেশন৭১ বলেছেন:
ইসলামের বিপক্ষে বললে ২০০ কোটী মানুষ ক্ষেপে যায়; ইহার বিপক্ষে বলার দরকার কি?
শিয়া, সুন্নী, ওয়াহাবী ও আহমেদিয়াদের যুদ্ধ চলতে থাকবে; ওরা তো ইসলামের পক্ষেই যুদ্ধ করছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৯
কামাল১৮ বলেছেন: আপনি সম্পূর্ণ সঠিক বলেছেন।সমাজে মুক্ত চিন্তার বিকাশ না হওয়া পর্যন্ত স্পর্শ কাতর বিষয় নিয়ে নিয়ে লিখা নিরাপদ নয়।হায়ানারা যেখানে দন্ত নখর খিঁচেয়ে আছে।রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে লেখা উচিত।এই সরকারের গুরুত্বপূর্ণ পদে শিবিরের লোক বসে আছে।