![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
আমরা প্রতারিত প্রজন্ম।
সৈয়দ আশরাফ একবার আমাদের "নষ্ট প্রজন্ম" বলেছিল পরবর্তীতে প্রথম আলো আমাদের তরুণ প্রজন্ম / নতুন প্রজন্ম, এসব নামে ডেকে ক্ষতে প্রলেপ দেবার চেষ্টা করেছে। কিন্তু আমার মনে হয় আমরা প্রতারিত প্রজন্ম।
৮০র দশকে জন্ম নেয়া বা বেড়ে ওঠা প্রজন্মের কথা বলছি। মূলত দেশে, তবে বিদেশেও।
আমরা কৈশরে পড়তেই সুনীলের "কেউ কথা রাখেনি" কবিতাটা পড়লেও কিংবা শিমুল মুস্তফার কণ্ঠে শুনলেও বুঝিনি আমাদের ভবিষ্যৎও এমন হতে যাচ্ছে।
দেশে গণতন্ত্র এলো, কথা ছিল জনগণের হাতে ক্ষমতা আসবে, কিন্তু আসেনি, বরং দেখেছি চক্রবৃদ্ধিহারে দলীয় দুশ্চরিত্রের মানুষদের ক্ষমতায়ন।
হুমায়ুন আহমেদ তার বইয়ে অতিপ্রাকৃতিক ব্যাপার স্যাপারের সাথে সাথে প্লেটোনিক ভালবাসা, পারিবারিক বন্ধন এবং কাছের মানুষদের গুরুত্ব দেয়াড় কথা শিখিয়ে, ২য় বিয়ে করে তার পরিবার ছেড়ে চলে গেলেন।
জেমস তার ব্যান্ড "ফিলিংস" নিয়ে চরমভাবে মাতিয়ে বললো, আমি এক নগর বাউল। আমরা তার কথায় ঢাকার প্রাণকেন্দ্রে বাউল হয়ে গেলাম। সেই জেমস পরে নাবালিকা বিয়ে করে ভুরু ফুটো করে, টি শার্ট পড়ে বলে, সিগারেট বাদ দিয়ে জিমে যাওয়া উচিত!
আইয়ুব বাচ্চু যখন ব্যান্ড সংগীতের আইকন, তখন কেন যেন বাংলা ছবিতে যেয়ে আম্মাজান গান গেয়ে বসলো। ম্যাকসুদ সুবিচারের কথা বলতে বলতে ওর বউকে টেবিলের সাথে বেঁধে পেটালো।
স্টেডিয়ামে যেয়ে মোহামেডান-আবাহনীর খেলা দেখার মত বড় হতে হতেই দেশ থেকে ফুটবল বিদায় নিল। অনেক আয়োজন করে টেস্ট স্ট্যাটাস এনে দিল সাবের হোসেন চৌধুরী, কিন্তু সেই টেস্ট স্ট্যটাস শুধু লজ্জাই দিল।
জাফর ইকবালের শিশুতোষ বইগুলো ছিল বিন্দুমাত্র কলুষতামুক্ত, সেই জাফর ইকবাল দেখলাম নাৎসি গুরু হয়ে চেতনার ফিল্টার নিয়ে দৌড়াদৌড়ি করে এখন।
৩উদ্দিনের সরকার আসলো, মনে হলো এবার অনেক কিছুই বদলে যাবে, কিন্তু আওয়ামী লিগকে ক্ষমতা দিয়ে ওরাও পালিয়ে গেল।
দুনিয়ার প্রেসিডেন্ট হলো, বারাক ওবামা, ভাবলাম এবার আমেরিকা মানবিক হবে, কিন্তু ইরাক থেকে ইজিপ্ট, আরও বেশি বেশি জ্বলছে!
দুনিয়ার দেশে দেশে ব্লগ-ফেসবুক কেন্দ্রিক বিপ্লব হলো, আমাদের দেশেও হলো, কিন্তু আমাদেরটা হলো বিপ্লব নামের নিকৃষ্ট প্রহসন।
আরও কত উদাহরণ, কেউ কথা রাখেনি। আমরা এমন সময়ে বড় হয়েছি, যখন কেউই আমাদের কাছে দেয়া কথা রাখেনি।
তাই, আমরা এক প্রতারিত প্রজন্ম!
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
আমিনুর রহমান বলেছেন:
প্রবাসী'র কমেন্টে সহমত।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারণ লেখনি। আমারা যারা এসব দেখে পুড়ি তাদের আর আফসোস করে অথবা কে বিপ্লব আনবে তার জন্য আর অপেক্ষা করলে চলবে না, নিজেরা হাল ধরতে হবে পরবর্তি প্রজন্ম কে এই অভিশাপ মুক্ত করতে।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
সকাল হাসান বলেছেন: অনেক আয়োজন করে টেস্ট স্ট্যাটাস এনে দিল সাবের হোসেন চৌধুরী, কিন্তু সেই টেস্ট স্ট্যটাস শুধু লজ্জাই দিল। লজ্জাটা মে বি এখন কিছুটা হলেও কমছে! এইটা অন্তত চোখে পড়ার মত!
এছাড়া আপনার বাকি সব গুলো কথার সাথে সহমত আমি!
৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
রেজওয়ান26 বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আপনার এ প্রতিবাদ খুবই সুন্দর।
আসলে সবমিলিয়ে দেশটা এইমূহূর্তে সঠিক পথে চলছেনা।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
আহমেদ জী এস বলেছেন: প্রজন্ম৮৬ ,
আমরা এক প্রতারিত প্রজন্ম নই, জন্মগত ভাবে । আমরা নিজেরাই নিজেদের প্রতারিত হবার সব সুযোগ প্রতারকদের হাতে তুলে দিয়ে দেখছি কি হয় ...কি হয়... অবস্থায় আছি ।
ব্লগার প্রবাসী পাঠক একদম ঠিক কথাগুলোই বলেছেন খুব সুন্দর করে ।
আপনার যন্ত্রনা বুঝতে পারছি । এ যন্ত্রনা মোচনের দায় তো আপনার ও । লাখো নতুন প্রজন্ম যখোন তাদের নিজেদের শক্তি সম্পর্কে সজাগ হবেন, করনীয় কি সে সম্পর্কে সুস্পষ্ট হবেন সেদিনই আপনার যন্ত্রনা সরে সরে যাবে ।
হতাশ হবেন না সাহসে বুক বাঁধুন ।
শুভেচ্ছান্তে ।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
মনিরা সুলতানা বলেছেন: এই প্রতারিত প্রজন্ম প্রতারক ও বটে ...
এদের নিজেদের ও ধারনা নাই এরা এতখানি প্রতারিত ।।
এই ডিজুস , বন্ধু , প্রজন্ম বেচে থাকে নিজেদের জন্য ।
এরা এই দেশে সাথে দেশের মানুষের সাথে নিয়ত প্রতারনা করে যাচ্ছে , নিজেদের কে প্রতারিত হতে দিয়ে ,নিজেদের প্রতারনার প্রতিবাদ না করে ।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
মৃদুল শ্রাবন বলেছেন: কোন দ্বিমত নেই। আমরা আসলেই এক প্রতারিত প্রজন্ম।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বলেছেন ।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫
আমি তুমি আমরা বলেছেন: আশা করি সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স দেখে আর এই কথা বলবেন না। ২০০৮ সালের নির্বাচন নিয়েও আপনার মন্তব্যের সাথে একমত নই। বাকিগুলো ঠিক আছে। আমরা সেসব ক্ষেত্রে আসলেই প্রতারিত হয়েছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৭
প্রবাসী পাঠক বলেছেন: আমাদের প্রতারিত হবার পেছনে আমাদের অজ্ঞতাই মুখ্য ভুমিকা পালন করেছে। আমরা নিজেরাই আমাদের সঠিক মূল্যায়ন করতে পারি নি। আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন নই। আমরা নিজেরা দায়িত্ব নিতে শিখিনি তাই অন্যের উপর ভার দিয়ে নিজেরা নির্ভার থাকতে চেয়েছি। তাই তো প্রতারকরা সুযোগ পেয়েছে আমাদের প্রতারিত করতে।