![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
*এম এ হান্নান
**জিয়াউর রহমান
***শেখ মুজিবুর রহমান
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
পথহারা নাবিক বলেছেন: এইটা কি বললেন !! এখন তো ভয় হইতেছে!
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
কষ্টবিলাসী বলেছেন: যিনি লিখেছেন তিনি প্রথম পাঠ করেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০
পথহারা নাবিক বলেছেন: এতো ধরি মাছ না ছুই পানির মতো উত্তর!!!
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
HHH বলেছেন: ১৯৭১ এ বেচে থাকা মানুষদের জিজ্ঞেস করেন তারা ২৫শে মার্চ রাতে কার গলা শুনেছিল
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
পথহারা নাবিক বলেছেন: কার গলা আর কে প্রথম এইটা কিন্তু এক জিনিস না!!
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাস্ট সেকেন্ড তত্ত্ব হইল আসল সত্য লুকানো ধান্ধা!
স্বাধীনতার ঘোষনা ৭ই মার্চ হইলে ২৪ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবে- তা নিয়ে দরকষাকষি চলত না!
আর বিশ্বের ইতিহাসে এমন সেনাপতি আচে কি যে স্বাধীনতার ঘোষনা দিয়ে নিজে সারেন্ডার করে!!!!
আর মুরগী কবীর গংতো পাকি সাপ্লাইয়া, মখা গং- পাকিস্তানের সেবক ১৫ই ডিসেম্বর পর্যন্ত- তারা জোরে চিল্লায় নিজেদের পাপা ঢাকতেই!!
একই ভাবে যারা কলকাতায় লুকায়া থাইকা বিজয়ের পর এসে ডংকা বাজায় তাদের গলার রগ ফরাইয়াই চিৎকার করতে হয়!!!! কারণ একই-নিজের আসল সত্যকে লুকানো!!!!
যে জিয়াউর রহমান সামরিক বাহিনীতে বিদ্রোহের পরিণতি কি জানার পরও সশস্ত্র বিদ্রোহ করে-তার মাধ্যমে যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধ করেছে- তাকে বির্তকিত করে তারাই যারা উল্লেখিত দোষে দুষ্ট!!
নয়তো ইতিহাসকে তার আপন গতিতে চলতে দাও- সে আপনাতেই মিত্যাকে সরিয়ে দেবে! আজ নয়তো শত বছর পর হলেও!!!
স্বাধীনতার ঘোষনা দিছে ৭ কোটি বাঙালী
তাদের সক্রিয় সমর্থনেই আমাদের মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছে!
কিন্তু আজা আবার প্রতিক্রিয়াশীল চক্র-দেশে ৯৫% আপামর মানুষের জীবন, বিশ্বাস এবং স্বপ্নে উল্টে দিতে চাইছে-ষড়যন্ত্রকারীদের ইংগিতে। কিন্তু তা হবার নয়। তারাও ইতিহাসের আস্তাকুড়েই নিক্ষিপ্ত হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
পথহারা নাবিক বলেছেন: ফাস্ট সেকেন্ড তত্ত্ব হইল আসল সত্য লুকানো ধান্ধা!
স্বাধীনতার ঘোষনা দিছে ৭ কোটি বাঙালী
ভালা কইছেন!! আপনারে অস্কার দেওয়া দরকার!
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
সাজিদ কবির বলেছেন: এম এ হান্নান ও জেনারেল রফিক ২৬ শে মার্চ । জিয়া ২৭ শে মার্চ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
পথহারা নাবিক বলেছেন: আপনে ঠিক না ভুল তা বলবো না!! তবে জাতি একদিন সত্য জানবে!! সত্য কখনো লুকানো যায় না!!
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
হরিপদ কেরাণী বলেছেন: সাজিদ করির দাদারে কইতাছি: জেনারেল রফিকরে এত বছর পর স্বাধীনতার ঘোষক হিসাবে কোথায় থেকে খুঁজে পলেন? এইটাতো মনে হইতাছে নতুন ইতিহাস।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
পথহারা নাবিক বলেছেন: আমিও হেইটাই কই!
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬
দুষ্টু ছোড়া বলেছেন: হেইডা দিয়া আপনার কাম কি? উত্তরটা একেক আমলে একেকটা হইবো।
রাইতে ভাত খাইছেন? -তাইলে ঘুমান গিয়া।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
পথহারা নাবিক বলেছেন: নাহ খাই নাই!! তরকারী ভালা না!! আপনি খাইছে!! কি দিয়া খাইলেন!!
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
মুজিব ৭ই মার্চেই যা বলার বলে গেছে।
সোজা বাংলা বুঝেন না?
ঘোষনা দিয়ে শেষ কথা বলে দিয়েছে।।... বলেছে "আর যদি একটা গুলি চলে"!
এর পর বলেছে - "আমি যদি হুকুম দেবার নাও পারি"
বাকি কি কাজ বলে দিয়েছে।
তার মানে আর একটা গুলি চালালেই স্বাধীনতা যুদ্ধ সুরু, যার যা আছে ...সর্বশক্তি নিয়ে।
২৫ সে মার্চ রাত ১১টায় গুলি শুরু হয়। রাজারবাগ পুলিশ লাইনের পুলিশেরা অস্ত্র নিয়ে প্রতিরোধ শুরু করে। ২৭ সে মার্চের ঘোষনার জন্য বসে থাকেনি। যশোর, কুষ্টিয়াতে ইপিআর পাক সেনাদের হটিয়ে শহরের নিয়ন্ত্রন গ্রহন করে ২৫ সে মার্চ রাতেই। ২৭ তারিখের ঘোষনার জন্য অপেক্ষা করেনি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
পথহারা নাবিক বলেছেন: আমি কিন্তু পাঠকের কথা বলছি ঘোষকের কথা বলি নাই!!
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
ঢাকাবাসী বলেছেন: জেনারেল রফিক নামে এদেশে তখন কেউ ছিলনা। আর বিচিত্র এক দেশ আমাদের! ৪৩ বছর পরে ঘোষক মু.যু. র পক্ষে বিপক্ষের শক্তি এসব নিয়ে কথা বলাই উচিত না। আরো অন্য কাজ কাম আছে না? দুনিয়ার কোন দেশে এসব নিয়ে এতো প্যাচাল পারে না! যুদ্ধ করেছিলুম তাই বললুম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
পথহারা নাবিক বলেছেন: হুম!! আমরা বাঙ্গালী জাতি ক্যাচাল পছন্দ করি!!
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: বিম্পি ক্ষমতায় থাকলে জিয়া, আর হাম্বালীগ থাকলে মুজিব। কেউ না থাকলে হান্নান।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০২
পথহারা নাবিক বলেছেন: তুমারে অশান্তিতে একটা নুবেল দিতে মন চাইতেছে!!
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
জাহাজ মিস্ত্রী বলেছেন: অনেকে ৭ই মার্চের ভাষন কে স্বাধীনতার ঘোষনা বলেন, তাদের কাছে প্রশ্ন, ৭ই মার্চে যদি স্বাধীনতার ঘোষনা হয়েই থাকে তবে পাকিস্তান আর্মি ২৫ শে মার্চ পর্যন্ত বসে থাকল কেন? ৭ই মার্চে থেকে ২৫ শে মার্চের ঘটনাবলী নিয়ে এই পক্ষ সব সময় নিশ্চুপ থাকে।
ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, তখন ভারত ও তড়িঘড়ি করে বাংলাদেশ কে স্বীকৃতি দেয়। কিন্তু বাংলাদেশ ভারতের স্বীকৃতি আগে গ্রহন করে প্রচারের জন্য। এম এ হান্নান বা জিয়া উভয়েই মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষনা দেন। জিয়া আর্মি ছিলেন বলে প্রচার বেশি হয়।
আমাদের দুভাগ্য। জিয়া বা মুজিব কেউ নিজেকে স্বাধীনতার ঘোষনা কারি পরিচয় দেননি। কিন্তূ স্বাধীনতার ৪২ বছর পরে ও শুধু রাজনৈতিক কারনে এটা নিয়ে কামড়া কামড়ি চলছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
পথহারা নাবিক বলেছেন: হুম!! ভালো বলছেন!!
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬
বিষক্ষয় বলেছেন: আবার জিগায়.....গুম হইতে চাননি?