নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

মাছ কেনাবেচায় হয় না টাকা লেনদেন, বিনিময় হয় “সেক্স”!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৯









পশ্চিম কেনিয়ার ভিক্টোরিয়া হৃদের তীরে নোঙর করা মাছভর্তি অনেকগুলো নৌকা। জেলেরা মাছ বেচার জন্য সারি বেঁধে থাকা অপেক্ষমান ক্রেতাদের সঙ্গে দরকষাকষি করছে।



ক্রেতাদের অধিকাংশই নারী। যারা জেলেছের কাছ থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করে কিছুটা লাভ করে।



তবে কেনিয়ার এ অঞ্চলে জেলে ও নারী ক্রেতাদের মধ্যে মাছ কেনাবেচায় করতে সাধারণত টাকা লেনদেন হয় না। এখানে বিনিময় “সেক্স”।



নারী ক্রেতারা জেলেদের কাছ থেকে মাছ কেনে। তার জন্য টাকা দিতে হয় না। দিতে হয় ‘নিজের দেহ’।



মাছ কেনাবেচার এই রীতিটি “সেক্স ফর ফিস” (মাছের বিনিময়ে যৌনতা) নামে পরিচিত। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘জাবোয়া’।



লুসি অধিয়াম্বো নামের (৩৫) বিধবা এবং পাঁচ সন্তানের জননী এক মাছ ক্রেতা বলেন, “ এখানে নারীদের হাত-পা বাঁধা।”



তিনি আরো বলেন, “সংসার চালানোর জন্য মাছ কিনতে আমাকে সেক্সে করতে হয়। কারণ আমার আর কোনো উপায় নেই।”



লুসি বলেন, “প্রতি সপ্তাহে আমাকে একজন অথবা দুজন জেলের সঙ্গে রাত্ কাটাতে হয়। এতে আমার এইডস হতে পারে কিন্তু আমার অন্য কোনো উপায় নেই।”



এই এলাকাটিতে এইডস মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এখানে এইডস রুগীর সংখ্যা ১৫ শতাংশ, যা জাতীয় গড় হারের প্রায় দ্বিগুণ।”



এ সত্ত্বেও এখানে জাবোয়া বা মাছের বিনিময়ে সেক্স খুবই সাধারণ ব্যাপার।



জেলে ফেলিক্স অচিয়েং (২৬) বলেন, “আমি আমার পিতার কাছ থেকে এই জাবোয়া পেয়েছি।”



তিনি আরো বলেন, “আমি বিবাহিত, কিন্তু মাছের বিনিময়ে সপ্তাহে আমি তিন নারীর সঙ্গে রাত্ কাটায়।”



তিনি জানান, “ নারী ক্রেতারা মাছ কিনে ৫০০ কেনিয়ান শিলিং নগদ দেয় এবং বাকি ৫০০ শিলিং পরিশোধ করে দেহ দান করে।”



ফেলিক্স আরো বলেন, “ এটা আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। তিনিও এ কাজ করতেন। তবে আমি কনডম ব্যবহার করি।”



এ কাজে তিনি লজ্জিত কি না- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, আমি লজ্জিত। এটা একটা খারাপ কাজ।” কিন্তু অনেক নারী তাকে এ কাজে প্ররোচিত করে বলে দাবি করেন তিনি।”



সূত্র: বিবিসি

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৯

ঢাকাবাসী বলেছেন: অর্থনৈতিক দুরবস্থাই এরকম সংস্কৃতিকে ধরে রাখে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

পথহারা নাবিক বলেছেন: হুম

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪১

সুমন কর বলেছেন: দুঃখজনক !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

পথহারা নাবিক বলেছেন: আসলেই!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৬

মহিদুল বেস্ট বলেছেন: রীতি না রতি? রতি র খেলা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

পথহারা নাবিক বলেছেন: হুম হয়তো!!

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই খারাপ লাগছে পড়ে,,,,,,,,,,,হায়রে মানবতা,,,,,,,,,মানবতা ধুলায় লুটায়,,,,,,,,,,,,,,,

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

পথহারা নাবিক বলেছেন: বাংলাদেশেও এইরকম আছে যদিও ভিন্ন পন্থায়!!

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

পথহারা নাবিক বলেছেন: :( :(

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

ভুক্তভোগী বলেছেন: মাছ যদি ইলিশ হয় তাহলে কি হার্ড কোর কিছু হয় ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

পথহারা নাবিক বলেছেন: তুমি মনে হয় বেজন্মা চত্তরের পোলাপাইন!!

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

করিম কাকা বলেছেন: এখানে কই মানকিব সংস্থা গুলো ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

পথহারা নাবিক বলেছেন: রিলিফের টাকা ভাগাভাগি নিয়া ব্যাস্ত!!

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

মুহামমদল হািবব বলেছেন: ডঃ মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। কারন ওখানে কোন মানবধিকার কমিশন নাই। :> :>

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

পথহারা নাবিক বলেছেন: শালা তো আরেক ধান্দাবাজ!!

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

আমি ইহতিব বলেছেন: কি ভয়াবহ অবস্থা!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

পথহারা নাবিক বলেছেন: একটু খোঁজ নিয়ে দেখুন বাংলাদেশেও এঁর থেকে জঘন্য অবস্থা আছে!!

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

সুমন জেবা বলেছেন: রকমারি বানিজ্য ..

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

পথহারা নাবিক বলেছেন: তারা কিন্তু একরকম হেবিচুয়েট হয়ে গেছে এই পেশায়!!

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

মুদ্‌দাকির বলেছেন: X( X( X( B:-) B:-) B:-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪

পথহারা নাবিক বলেছেন: :| :|

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

আদম_ বলেছেন: অবশ্যই দু:খজনক ঘটনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

পথহারা নাবিক বলেছেন: হুম

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

কোবিদ বলেছেন:
Kenya's female fish sellers have to pay a high price for their supplies.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

পথহারা নাবিক বলেছেন: hmm

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: খুব দুঃখজনক ব্যাপার ! এসব কি ''WHO'' এর চোখে পরেনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫২

পথহারা নাবিক বলেছেন: চোখে পড়লেও কিছু হবে না কারণ এসব এদের অভ্যাস হয়ে গেছে!!

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

উদাস কিশোর বলেছেন: অদ্ভুত এবং দুঃখজনক ! :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

পথহারা নাবিক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.