নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুশীলের নাম শুনলে ঘেন্যা হয়!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........

পথহারা নাবিক

পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!

পথহারা নাবিক › বিস্তারিত পোস্টঃ

টি-২০ থিম সং-এর সুরটি নকল?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

আসন্ন আইসিসি ‘টি-২০ বিশ্বকাপ ২০১৪’ -এর অফিশিয়াল ইভেন্ট সংয়ের (থিম সং) সুরটি নকল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের একটি চলচ্চিত্রের গানের সুর নকল করে এটি তৈরি করা। সোশ্যাল মিডিয়ায় অনেকে দুটো গান শুনে এমন মন্তব্য করে দুটি গান পাশাপাশি পোস্ট করছেন।















‘তিন ঘণ্টার অ্যাকশন সিক্সটিন সিক্সটিন----চার ছক্কা হৈ হৈ বল গড়াইয়া গেল কই’ গানটি তৈরি করেছে বাংলাদেশের শিল্পী কলাকুশলীরা। চলচ্চিত্রের আইটেম সং ধরণের এ গানটির প্রশংসা করছেন অনেকে। তবে এরই মধ্যে শ্রোতাদের একটি অংশের ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে 'চার ছক্কা হৈ হৈ'- কে।



সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। অনেকের অভিযোগ, গানটি নকল করে আমাদের সংস্কৃতিকে অবমাননা করা হয়েছে। একই সাথে গানটির দৃশ্যায়নে ব্যবহৃত পোশাকও বাঙালিয়ানার ছোঁয়া না থাকায় এটি মেকি সংস্কৃতি তুলে ধরা হয়েছে।









জানা গেছে, 'চার ছক্কা হৈ হৈ' গানটি সুর করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফুয়াদ আল মুক্তাদির। গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কনা, এলিটা, জোহান, শান্ত, পূজা ও তাপস। গানের কথা লিখেছেন অনম বিশ্বাস ও রেফায়াত আহমেদ। আর এটি হিন্দি সিনেমা ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির ‘ধাতিং নাচ’ গানটি থেকে নকল করা হয়েছে বলে অনেকের অভিযোগ।







সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবু সাদাত মো. জাবের তার স্ট্যাটাসে লিখেন, ''আজকে প্রথম আলোতে আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ থিম সং নিয়ে সেই রিমিক্স ম্যানের বিশাল এক সাক্ষাৎকার ছেপেছে। হাঁ তুমি ক্রেডিট নিতে পারতে ভাই, যদি না খেতে ধরা চুরি করে হিন্দি গানের থিম। কমেন্ট বক্সে প্রথম কমেন্টে সেই হিন্দি গান এবং দ্বিতীয় কমেন্টে তথাকথিত টি-২০ ওয়ার্ল্ড কাপ থিম সং এর লিংক দেওয়া হলো। যারা সামান্যতম সঙ্গীতের সং বুঝে থাকেন, তাঁরা খুব সহজেই বুঝতে পারবেন বাগদাদের চোর, আর বাংলাদেশের চোর এক জিনিস নয়!!



পাদটীকা: বাগদাদের চোর ধরা পড়ে না, কিন্তু চিহ্ন রেখে যায়। বাংলাদেশের চোর ধরা তো পরেই সাথে দলবলসহ ক্র্যাশও খায়।''







মোহাম্মদ সিরাজুম মুনির লিখেন, ''মিউজিক ভিডিওটা দেখে মনে হল যে আমাদের সত্যি শিক্ষা হয়নি। যেখানে গুন্ডে ছবি নিয়ে এতো সমালোচনার ঝড়। সেখানে আমরা এরকম একটা মিউজিক ভিডিও কিভাবে বানাই? গানের ভিডিওর শুরু দেখেই মনে হয় এটা কোনো আমেরিকান রক ব্যান্ডের গানের ভিডিও। শুধু তাই নয়, ভিডিওর কোথাও ক্রিকেট ব্যাট-বল,মাঠ-পিচ, গ্যালারি নাই। গানের সাথে মিউজিক ভিডিওটা মানানসই হয়নি।



গানটা যেমন বাংলায় গাওয়া হয়েছে, তেমনি ভিডিওতেও বাঙালি এবং বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরলে ভালো হত। গানটা যেহেতু টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল সং, তাই শুধু বাংলাদেশ এবং শ্রীলংকার জার্সি না দেখিয়ে বরং যেসব দেশ অংশগ্রহণ করবে সবারই দলীয় জার্সি দেখানো উচিত ছিল।”







তিনি আরো বলেন, “বাংলাদেশের সংস্কৃতিতে বেশিরভাগ মেয়ে ল্যাগিন্স, স্লিভলেস টি শার্ট ইত্যাদি পরে ঘুরে বেড়ায় না, বা নাচগুলোও বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না। বরং নৌকায় বর-বউ, ধান ক্ষেতে কৃষক এ রকম দৃশ্য বা শাড়ি পরে নাচ ইত্যাদি বেশি তুলে ধরা উচিৎ ছিল। আর একটাই যদি গান হয়, তাহলে সেখানে সব দেশকেই তুলে ধরা উচিৎ ছিল, আর তা না হলে সম্পূর্ণভাবে দেশীয় সংস্কৃতি তুলে ধরা উচিৎ ছিল। টি শার্ট আর প্যান্ট পড়লেই স্মার্ট কিংবা আন্তর্জাতিক হওয়া যায় না। ভারতের অনেক কিছুই আমাদের পছন্দ হয় না, কিন্তু ওদের ওখানে এরকম কোনো আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে নিজের দেশের সংস্কৃতিকে সবার আগে তুলে ধরে। এটাই একটা সুযোগ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি তুলে ধরা।”







এ বিষয়ে গানটির কণ্ঠশিল্পী এলিটা পরিবর্তনকে বলেন, “গানটি নকল করা হয়েছে কিনা এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গানটিতে আমি শুধু কন্ঠ দিয়েছি। বাকি সব বিষয় ফুয়াদ ভাই জানেন।” তিনি আরো বলেন, “আমি ফাটা পোস্টার নিকলা হিরোর গানটি কখনোই শুনিনি বা ভিডিওটি দেখিনি।”







এ বিষয়ে জানতে বৃহস্পতিবার বিকেলে ফুয়াদ আল মুক্তাদিরের সাথে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।







‘টি-২০ বিশ্বকাপ ২০১৪’ -এর অফিশিয়াল ইভেন্ট সংয়ের (থিম সং) -এর ভিডিও :

















সূত্রঃ পরিবর্তন.কম

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

পাঠক১৯৭১ বলেছেন: গজল দেয়া হোক 'থিম সং' হিসেবে!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

পথহারা নাবিক বলেছেন: @তরল তুমার বউকে কি পাওয়া গেছে!! আহা কি দুষ্টু প্রকৃতির কাজের লোক!! দুনিয়ায় এতো লোক থাকতে তোর বউকে নিয়ে পালালো!!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

পেন্সিল স্কেচ বলেছেন: হ্যায় হ্যায় :||

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

পথহারা নাবিক বলেছেন: দেখা যাক ফুয়াদ কি বলে!!

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: মোহাম্মদ সিরাজুম মুনির লিখেন, ''মিউজিক ভিডিওটা দেখে মনে হল যে আমাদের সত্যি শিক্ষা হয়নি। যেখানে গুন্ডে ছবি নিয়ে এতো সমালোচনার ঝড়। সেখানে আমরা এরকম একটা মিউজিক ভিডিও কিভাবে বানাই? গানের ভিডিওর শুরু দেখেই মনে হয় এটা কোনো আমেরিকান রক ব্যান্ডের গানের ভিডিও। শুধু তাই নয়, ভিডিওর কোথাও ক্রিকেট ব্যাট-বল,মাঠ-পিচ, গ্যালারি নাই। গানের সাথে মিউজিক ভিডিওটা মানানসই হয়নি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

পথহারা নাবিক বলেছেন: হুম

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

উজবুক ইশতি বলেছেন: খাইছে আমারে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

পথহারা নাবিক বলেছেন: এখন দেখার পালা ফুয়াদ কি বলে!!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

বেথুন বলেছেন: দুটা গানে কান মিল পেলাম না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

পথহারা নাবিক বলেছেন: কিছু কিছু মিল পাইছি আমি এখন দেখা যাক ফুয়াদ কি বলে!!

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

বেথুন বলেছেন: কোন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

পথহারা নাবিক বলেছেন: :(

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪২

স্বপ্নসমুদ্র বলেছেন: কো ইনসিডেন্স। এইটাই হয়তো কইবো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

পথহারা নাবিক বলেছেন: এইটা কইয়া এই যুগে পার পাইবো না!!

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭

আহমেদ নিশো বলেছেন: eto gayok gayikr nam but gane to etojoner kontho nai??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

পথহারা নাবিক বলেছেন: কম্পিউটার দিয়া সব উলট পালট কইরা দিছে!!

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯

আহমেদ নিশো বলেছেন: vai mil kintu amio pilam na

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

পথহারা নাবিক বলেছেন: আমি পাইছি হাল্কা!!

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি কোন মিল পাইলাম না।

লেখক বলেছেন: @তরল তুমার বউকে কি পাওয়া গেছে!! আহা কি দুষ্টু প্রকৃতির কাজের লোক!! দুনিয়ায় এতো লোক থাকতে তোর বউকে নিয়ে পালালো!! - কাজের লোক বউকে নিয়ে পালাইসে, নাকি বউ নিজে কাজের লোকের সাথে পালাইসে সেটা দেখেন !!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

পথহারা নাবিক বলেছেন: আসল কথা দুইজন দুইজন্রে নিয়া পালাইছে কিন্তু কেনো পালাইলো!! আসল ঘটনা তরলের খুত খুতে সন্দেহ প্রবন মনের জন্যই ওর বউ পালিয়েছে!!

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

কালীদাস বলেছেন: ফুয়াদ আছে মানে থার্ড ক্লাস কোন জিনিষ হওয়ার কথা, গানটা শোনার কোন কারণ দেখতে পারছিনা। শুধুমাত্র সিরাজুম মনিরের কমেন্ট দেখে ভিডিওটা চালালাম কিছুক্ষণ; সিরাজুম মনির জানেন রক মিউজিক কাকে বলে? আমেরিকান দূরে থাক, দুনিয়ার কোন রক ব্যান্ডের মিউজিক ভিডিওতে এই জিনিষ দেখেছেন উনি, নামটা জানালে খুশি হতাম।


নিম্নমানের হিপহপ গানের ভিডিও না চিনলে চুপ থাকাটাই ভদ্রতা ছিল, সিরাজুম মনির রক মিউজিক জীবনে শুনে দেখেছেন বলে মনে হয় না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

পথহারা নাবিক বলেছেন: সিরাজুল মনির কে!!

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

দি সুফি বলেছেন: কোন মিল খুজে পেলাম না! :||

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

পথহারা নাবিক বলেছেন: ফুয়াদ কি বলে দেখা যাক!!

১৩| ০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

কালীদাস বলেছেন: আমি কিভাবে বলব সিরাজুম মনির কে?! আপনার লেখাতেই তো দেখলাম সিরাজুম মনির নামে একজন রক মিউজিক নিয়ে কমেন্ট করেছে। আপনার পোস্ট, আপনিই বলেন কে।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

পথহারা নাবিক বলেছেন: B:-) B:-)

১৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০

ভোরের সূর্য বলেছেন: বাহ: আমাকে নিয়ে যে এত আলোচনা হবে সেটা ভাবতেই পারিনি। এই লেখাটা কেন যে আমার আরো আগে চোখে পড়লোনা। যাই হোক আগে মন্তব্য কর নিই।

থিম সংটি হুবহু নকল না হলেও খুব অল্প হলেও এই গান থেকে নেয়া বলেই আমার মনে হচ্ছে।

এবার আসি আমার কথায়। আমিই হচ্ছি মোহাম্মদ সিরাজুম মুনির যা কিনা এখানে ভোরের সূর্য।
যেদিন প্রথম আলো ফুয়াদের থিম সং নিয়ে বেশ সাফাই গেয়ে একটা আর্টিকেল লিখেছিল সেদিন আমি সেখানে মন্তব্য করেছিলাম।দেখুন এখানে Mohammad Sirajum Munir আইডিটাই আমার ওখানে।বেশ সাড়াও পেয়েছিলাম কেননা মাত্র একটা ডিজলাইক পড়েছিল বাকি সবাই লাইক দিয়েছে। আর সেখানে থেকেই সুমন কর ভাই আমার মন্তব্যের একাংশ এখানে দিয়েছেন।
(উপরের গুলো পথহারা নাবিক ভাইয়ের জন্য মন্তব্য)

@কালীদাস ভাইকে বলছি।
আমি বলেছিলাম যে আমরা দেখেও শিখিনা।আপনার ক্ষেত্রেও তাই। সুমন কর ভাই আমার সঠিক নাম লিখলেও আপনি সেটা দেখেও ভুল লিখলেন।অন্তত আমার নামটা কপি পেস্ট করে দিলেও তো হত।
আমার বানান ভুল লিখেছেন তাতে আমি মাইন্ড করছিনা কিন্তু এটা একটা প্রতীক যে মানুষ ভাল করে কিছু পর্যবেক্ষণ করেনা যেমন আপনি বল্লেন যে কোন রক গানের সাথে মিল খুজে পান না। আপনি ইউটিউবে যেয়ে রক গানের ভিডিও দেখুন।তাদের ড্রেসআপ,নাচ সেগুলো দেখুন। এই থিম সং নিয়ে এই ব্লগেই আমি একটা লেখা লিখেছি সেখানে বিষদভাবে বর্ণনা করেছি।একটা থিম সংএর মিউজিক ভিডিও এর অনেক অংশ থাকে। আমি যতটা পারি লিখেছি। সময় হলে পড়ে দেখতে পারেন।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৩

পথহারা নাবিক বলেছেন: হুম

১৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

কালীদাস বলেছেন:
@ভোরের সূর্য : আমি আন্তরিকভাবে দুঃখিত নামের বানান ভুল করার জন্য। একই ভুল দুইবার হয়েছে, তার জন্যও আমি ক্ষমাপ্রার্থী।

এনিওয়ে, আপনি যদি লিখে থাকেন, তাহলে আমি সরাসরি আপনাকেই বলছি। আমি মেইনলি মেটালের ফ্যান, নিজেকে এখন আর রকার বলে দাবি করিনা, তবে সত্যিই বলছি আমেরিকা দূরের কথা, পৃথিবীর কোন জায়গাতেই রক মিউজিকের মিউজিক ভিডিওতে আমি নাচ জিনিষটা কখনও দেখিনি। আপনি আমাকে কোন ব্যান্ডের লিংক দিলে গ্রেটফুল ফিল করব। আপনি রকের সাথে পপ/পপ-রক/হিপহপ জঁনার মিলিয়ে ফেলেছেন কিনা জানিনা, এলস আমার ক্ষুদ্র পরিসরে আমি কোন অল্টারনেটিভ রক ব্যান্ডের মিউজিক ভিডিওতেও কখনও নাচ দেখেছি বলে মনে করতে পারছিনা আর এই গানটার মত উদ্ভট নাচ তো আরও প্রশ্নাতীত।

আমি সম্ভবত আগামী বেশ কয়েকদিন ব্লগে আসতে পারব না। আমি আসা মাত্র আপনার আপকামিং-এর রিপ্লাই-এর রেসপন্স করব।
নামের বানান ভুলের জন্য আমি আবারও লজ্জিত।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

পথহারা নাবিক বলেছেন: সবাই ভুল স্বীকার করতে পারে না!! এর জন্য সাহস লাগে!! ধন্যবাদ!!!

১৬| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

কালীদাস বলেছেন: "মিউজিক ভিডিওটাতে বাংদেশের কালচারের কিছু আসেনি....." এব্যাপারে কিন্তু আমার বিন্দুমাত্র দ্বিমত নেই। ইন্ডিয়ার বস্তির পাশের ডিস্কোগুলার কালচারকে দেখানো হয়েছে ভিডিওটাতে। আমার একমাত্র অবজেকশন ছিল রক মিউজিকের ভিডিও নিয়ে করা কমেন্টে। দুটাকে এক করে না দেখার অনুরোধ রইল।
@ভোরের সূর্য

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

পথহারা নাবিক বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.