নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

কে এই ফারাবি ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩



যেই ইমাম থাবা বাবার জানাজা পড়াবে সেই ইমাম কেও হত্যা করা হবে-ফারাবি







মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

বেপারিবাজ বলেছেন: শাহবাগ এ ছুটে গিয়েছিলাম একটা দাবি নিয়ে। আমাদের কণ্ঠে ছিল একটাই দাবী। রাজাকারের ফাঁসি চাই।
আবেগে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল। কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছে এরা কারা? বাম আর নাস্তিক ভন্ডদের দল। জামাত যেমন বিয়েনপিকে ধ্বংস করেছে ভয় হয় এই বামরা আওয়ামিলীগকে ধ্বংস করে দিবে। আআমজনতা কী কখনো বুঝতে পারবে এই ভন্ডদের কুকৃতি?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

একিউমেন বলেছেন: কে?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

রশিক রশীদ বলেছেন: ব্লগে আবল তাবল বইলা লাভ নাই ।

শাহবাগ এখন জনগনের প্রাণের কেন্দ্র ।
যেই নেতৃত্ব দিক ।

ফাঁসি হলেও হয়।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বীর মুক্তিযোদ্ধা শহিদ রাজিব , লও লও লও সালাম..

শহিদ রাজিব , নাস্তিক না আস্তিক সেটা কোন বিষয় না , সে আমাদেরি ভাই , সে আমাদের সার্থে রাজাকার বিরোধি আন্দোলনে সংগ্রামি ছিল , অথচ আমরা আমাদের ভাই এর ম্রিত্যুতে শোক না করে তাকে নাস্তিক বলে গালি দিচ্ছি ! এই আমাদের ধর্মীয় চেতনা ! ধিক্কার জানাই এমন ধর্মীয় চেতনাকে !!!!!!!!!!!!!!!!!!!!!! যা আমাদের বিচ্ছিন্ন করে ফেলছে ।

ভাই রাজিব , ক্ষয় নাই তোমার ক্ষয় নাই.. আমাদের চেতনায় তুমি আছো ..থাকবে চিরসবুজ চিরসতেজ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: কে এই ফারাবী ? :-& :-& :-&

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

নিষ্‌কর্মা বলেছেন: বেপারিবাজ বলেছেন: শাহবাগ এ ছুটে গিয়েছিলাম একটা দাবি নিয়ে। আমাদের কণ্ঠে ছিল একটাই দাবী। রাজাকারের ফাঁসি চাই। আবেগে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল। কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছে এরা কারা? বাম আর নাস্তিক ভন্ডদের দল। জামাত যেমন বিয়েনপিকে ধ্বংস করেছে ভয় হয় এই বামরা আওয়ামিলীগকে ধ্বংস করে দিবে। আআমজনতা কী কখনো বুঝতে পারবে এই ভন্ডদের কুকৃতি?


ব্যাপারটা আস্তিক আর নাস্তিকের ভেতরে নাই, এইটা এখন জামাত আর বাঙালীদের ভেতরকার ব্যাপার। মনে রাখবেন ১৯৭১ সালেও একই ভাবে ধর্মের নামে জামাতিরা মানুষ হত্যা করেছে। এইবারেও তারা একই কাজের চেষ্টা করবে।

আপনার কাছে যদি এই কথাটুকু যথেষ্ট না মনে হয়, তা হলে দয়া করে শাহবাগের আন্দোলনের থেকে নাম কাটীয়ে সোজা জামাত-শিবিরের কাছে চলে যান। ওদের হাত ধরে বয়াত নেন, বেহেশত আপনার জন্য ফরয হয়ে যাবে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

নিষ্‌কর্মা বলেছেন: এই ফারাবী শিবিরের কেন্দ্রীয় নেতা। ভাল করে খোজ করে দেখুন না কেন। আমাদের গোয়েন্দারা কি কিছুই বের করতে পারে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.