![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরুন প্রজন্মের নেতা ,বাংলাদেশের দ্বিত্বীয় মুক্তিযুদ্ধের নেতা ,ব্লগার অ্যাক্টিভিস্ট নেটওর্য়াক এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আমারদেশ যেভাবে উঠে পড়ে লেগেছে তা তরুন প্রজন্মের কাছে খুবই বিব্রতকর। প্রথমে ইমরান ভাইয়ের পরিচয় সর্ম্পকে পরিষ্কার ধারনা থাকা দরকার ।
নামঃ ইমরান এইচ সরকার
বাবাঃ আবদুল মতিন সরকার
দাদাঃ খয়ের উদ্দিন সরকার
জন্মঃ ১৯৮৩
জন্ম স্থানঃ বালিয়ামারী বাজারপাড়া
উপজেলাঃ রাজীবপুর
জেলাঃ কুড়িগ্রাম
পেশাঃ ডাক্তার
আগেই বলে রাখি রাজীবপুর উপজেলা বাংলাদেশের মধ্য-উত্তর অবস্থিত জামালপুর জেলার উত্তর প্রান্তে কুড়িগ্রাম থেকে বিচ্ছিন্ন উপজেলা । মুক্তিযুদ্ধকালীন সময়ে জামালপুরের ব্ক্সীগঞ্জ উপজেলা ,রাজীবপুর আর রৌমারি এই তিন থানা পাকবাহিনির আওতা মুক্ত ছিল। এখানে কোন সময় মুক্তি যুদ্ধ হয়নি । এই জায়গায় বাংলাদেশের প্রথম পোষ্ট অফিস ছিল ।
আমারদেশ যা লিখেছে তার কিছু অংশ তুলে ধরলাম
শাহবাগের নেতা ইমরান এইচ সরকার, একই সাথে ছাত্রলীগ ও স্বাচিপ
তার দাদা খয়ের উদ্দিন হচ্ছে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত স্থানীয় রাজাকার
গ্রাম বালিয়ামারী বাজারপাড়া, উপজেলা রাজীবপুর, জেলা কুড়িগ্রাম
১৪ জুন, ১৯৭১-এ বল্লমগিরি বিলে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত
দেশ স্বাধীন হলে প্রাণ বাঁচাতে রাজাকারপুত্র মতিন সরকারের সিপিবিতে যোগদান
এই মতিন সরকারই ইমরান এইচ সরকারের বাবা
মৃত খয়েরের দারোগা চাচা শ্বশুড়ের প্রভাবে ১৯৭২ সালে 'শহীদ পরিবার' হিসেবে তালিকাভুক্তি
এবং কন্যা মাধবী (ইমরানের ফুপু)-র নামে সরকারী বাড়ি বরাদ্দ
পরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আ'লীগ নেতাদের প্রতিবাদের মুখে বরাদ্দ বাতিল
এখন আমার কথাঃ
স্বাধীনতা পূর্ব সময়ে খয়ের উদ্দিন পাকিস্তান মুসলিম লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত থেকে থাকে তাতে দোষের কিছু না , তিনি রাজাকার নন কারন সেখানে কেন পাকিস্থানী সেনাবাহিনি যায়নি ,তিনি কি ভাবে তাদের সাথে আতাত করলেন ?
তার বিরুদ্ধে কোন ধর্ষনের অভিযোগ নেই, মানুষ হত্যার অভিযুগ নেই ,ঘরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ নেই তাহলে তিনি কি ভাবে রাজাকার বা মানবতবিরোধী অপরধী হন?
আমারদেশের কথা অনুযায়ী ঃ
এলাকাবাসী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মাঝামাঝি সময়ে একদিন এলাকার জিঞ্জিয়া নদী দিয়ে নৌকায় করে মুক্তিযোদ্ধারা যাচ্ছিলেন। আরেকটি নৌকায় করে নিকটবর্তী ভারতের কালাইয়েরচরের বাজারে যাচ্ছিলেন রাজাকার খয়ের উদ্দিন। তার নৌকায় আরও অনেক যাত্রী ছিল। পাশের নৌকায় যে মুক্তিযোদ্ধারা ছিলেন, তিনি জানতেন না। রাজাকার খয়ের উদ্দিন শেখ মুজিবকে তুচ্ছতাচ্ছিল্য করে নানা কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করছিলেন। মুক্তিযোদ্ধারা তার সম্পর্কে খবর নিয়ে বিএসএফের সহযোগিতায় তাকে পাকড়াও করে। একদিন তাকে কৌশলে মাখনেরচর ও বল্লমগিরি বিল এলাকায় নিয়ে যায় এবং হাঁটুপানিতে নামিয়ে গুলি করে হত্যা করে।
আমার কথাঃ এখানে দেখা যায় "শেখ মুজিবকে তুচ্ছতাচ্ছিল্য করে নানা কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করছিলেন"
এই জন্য মুক্তি যোদ্ধারা তাকে হত্যা করে । তাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা অন্যায় করেছিল । কারন তার বিরুদ্ধে হত্যা করার মত তেমন অভিযোগ ছিল না । এখানে থেকে বোঝা যায় চাঁদেরও কলঙ্ক আছে ।
ইমরানের দাদার এই সামান্য অপরাধের কারনে যদি তাকে হত্যা করা হয় তাহলে যারা এত বড় বড় অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কেন তিনি বিচার চাইতে পারবেন না ?
এতে তার দোষ কোথায়? তাকে সবার ধন্যবাদ জানানো উচিৎ কারন তার দাদা কথিত রাজাকার হওয়া সত্ত্বেও তিনি রাজাকার দের ফাঁসি চাচ্ছেন ।
ইমরানের ভুল যেথায় ঃ
১। তার এই দাবিটা সঠিক না যে তার দাদা একজন সার্টিফাইড মুক্তি যোদ্ধা ।
২। তার যখন তখন জাতীয় পতাকা উত্তোলন ছিল সবচেয়ে নেতি বাচক।
৩। আযাচিত ভাবে বঙ্গবীরের বিরুধে বিষেদ্বগার ।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪১
ভাবী জিওলজিস্ট বলেছেন: তার দাদা মুক্তিযোদ্ধাও ছিলেন না আবার রাজাকার ও না
সাধারন মানুষ ছিলেন
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৭
নায়করাজ বলেছেন: দৈনিক মামার দেশ নামক পত্রিকার খবর পড়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই। মামু বাড়ির গল্প এরা প্রতিদিনই ছাপে।
তারচেয়ে দৈনিক মতিকণ্ঠ পড়েন। মাথা ঠাণ্ডা থাকবে।
http://motikontho.wordpress.com/
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪২
ভাবী জিওলজিস্ট বলেছেন: মাথা ঠান্ডা থাকবে কি ভাবে ?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: তাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা অন্যায় করেছিল । কারন তার বিরুদ্ধে হত্যা করার মত তেমন অভিযোগ ছিল না । এখানে থেকে বোঝা যায় চাঁদেরও কলঙ্ক আছে ।
কোন ব্যাক্তিকে বাচাতে গিয়ে যারা আমার সূর্য সন্তানদের বিরোধিতা করে তারা শ্রেফ কুত্তার বাচ্চা। আমি আবারো বলছি তারা কুত্তার বাচ্চা
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
ভাবী জিওলজিস্ট বলেছেন: সত্য কথা কইলেই বন্ধু খারাপ
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
অপটিমাস প্রাইম বলেছেন:
অভিনেতারা সব সময়ই অভিনেতা; তারা যখন বিপ্লব করে তখন তারা বিপ্লবের অভিনয় করে। এটা সবাই বোঝে, শুধু তারা বোঝে না। -হুমায়ুন আজাদ।।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
ভাবী জিওলজিস্ট বলেছেন: অভিনয় করলো কই খালি ষ্টেজে দারাইছে
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০১
ধ্বংসমানব বলেছেন: আপনি যে ইমরানে ভুল ধরেছেন, ১ নম্বরের কথাই বলি, আপনি তো একভাবে আমার দেশ পত্রিকার কথা মেনেই নিচ্ছেন। আমার দেশ পত্রিকার এত মিথ্যাচারের ভিতর এই রিপোর্ট যে সত্যি তার ভিত্তি কি?
আর আপনি সে সবের দিকে কোনও ইঙ্গিত না করে উপসংহার টানলেন কি করে?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
ভাবী জিওলজিস্ট বলেছেন: উনার থানার আশেপাশে আমার থানা, কার এলাকায় কে মুক্তিযোদ্ধা আর কে রজারকার তা সবাই জানে
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৫
বিডি আইডল বলেছেন: এইভাবে ভরা হাটে ইমরানের পুটু মেরে দেয়ায় আমার দেশকে দিক্কার জানাই
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫১
ভাবী জিওলজিস্ট বলেছেন: আমিও দিক্কার জানাই দিক্কক্কক্কক্কক্কক্কক্কার
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
হাবিব০৪২০০২ বলেছেন: আমার ব্যক্তিগতভাবে মনে হয় ডা.ইমরানের উচিত "আমার দেশ" পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলা করা এবং আদালতে প্রমাণ করা টকশোতে দেয়া উনার দাবিই সত্য, উনার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন. সেই সাথে হলুদ সাংবাদিকতার দায়ে মহামান্য আদালত "আমার দেশ" পত্রিকার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্হা নিবেন
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০২
ভাবী জিওলজিস্ট বলেছেন: দাবিটা সঠিক না যে তার দাদা একজন সার্টিফাইড মুক্তি যোদ্ধা ।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
মুফতি বাবা বলেছেন:
ওর দাদারে কারা মারছে, কেন মারছে......?? উত্তর দিলেই চাদ্দর বাবার লেন্জা বাইর হইবো..।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৫
ভাবী জিওলজিস্ট বলেছেন: ঐ মিয়া মাইনষের লেঞ্জা টাইনা বাইর করা দরকার কি?
৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
মিনহাজ শুভ বলেছেন: ডা.ইমরান ইমরান এইচ মানহানি মামলা করতে পারবেন না কারন আমার দেশ মিথ্যা বলেনি সত্যিই বলেছে । বাংলাদেশ অনেক শান্তির দেশ এইখানে সবাই এতই খুশি যে ৪০ বৎসর আগের যুদ্ধাপরাধি সমস্যা ছাড়া আর কোন সমস্যাই নাই
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩২
ভাবী জিওলজিস্ট বলেছেন: আমারদেশ সব কথাই সত্য কয় নাই অনেক মিথ্যা আছে আবার সত্যও আছে
১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৪
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ভাই পন্ডিতরা। একটা পত্রিকা লিখছে বলেই আপনারা কেন সব জায়গায় ঢোল পেটাতেছেন? প্রশ্নবিদ্ধ কোন কিছু নিয়ে আলোচনা না করাই ভালো।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
ভাবী জিওলজিস্ট বলেছেন: াই এত চিন্তা নিয়ে ঘুমান কি ভাবে?
প্রশ্নবিদ্ধ ব্যাপার নিয়েই তো মানূষ আলোচন করে
প্রশ্নবিদ্ধ না হলে মানুষ কি আলোচনা করে?
১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২১
মেমননীয় বলেছেন: মুক্তিযুদ্ধকালীন সময়ে জামালপুরের ব্ক্সীগঞ্জ উপজেলা ,রাজীবপুর আর রৌমারি এই তিন থানা পাকবাহিনির আওতা মুক্ত ছিল। এখানে কোন সময় মুক্তি যুদ্ধ হয়নি
এই ইতিহাস কই পাইলেন?
মুক্তিযুদ্ধকালীন সময়ে জামালপুর জেলার, বকশীগঞ্জ থানার, কামালপুরে (সেক্টর -১১)১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্তান আর্মির সাথে একদিনে ৬৬ জন মহান মুক্তিযুদ্ধা শাহাদৎ বরন করেন।
এরপর ৮ দফা মুখোমুখি যুদ্ধের পর ৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সদস্যরা এই সেক্টরেই সর্ব প্রথম মুক্তিযোদ্ধাদের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসর্মপণ করতে বাধ্য হয়। এই সেক্টরেই ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ এবং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের আহত হয়েছেন।
ধন্যবাদ!
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
ভাবী জিওলজিস্ট বলেছেন: কামলপুর ছিল সীমান্ত এলাকা যেখানে যুদ্ধ হয়েছে তা ছিল খুদ্র এলাকার ভিতর
১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৫
হাদী নয়ন বলেছেন:
এমন কথা বলে না,
ত তে তুই রাজাকার
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
ভাবী জিওলজিস্ট বলেছেন: এটা বলে তুমি ত কে অপমান করলে ?
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৯
সারাহেপি বলেছেন: উনার বাবা না হয় চুর ছিলেন ! চুরের ঘরে কি পুলিশ হয় না ? আসল কথা হল "বিণের দোষ"
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
ভাবী জিওলজিস্ট বলেছেন: বিনের দোষ ব্যাপাটা বুঝলাম না
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪২
একাকী_পথিক বলেছেন: haire bangali,,,akhn koto kichui bolben..!! shotto k shotto mante apnader ato problem keno?? Akhn amader imran bhai er dad bole uni 'nishpap rajakar'..!! taile rajakar o akhn nishpap hoy?? apnarai to pura bepar tare amon ghot lagailen...prothome amon akjon re shohid banailen ar akhn banaitesen Nishpap Rajakar!! Ar awami lg er moddhe thaka Rajakar ra to aro ak khati valo!! unara mukti juddher shopokkher shokti!! apnara keno amader niye ei khela kheltesen? keno?
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
ভাবী জিওলজিস্ট বলেছেন: আমি উনার দাদাকে নিষ্পাপ কইনাই শুধু বলেছি
শেখ মুজিবকে তুচ্ছতাচ্ছিল্য করে নানা কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করছিলেন"
এই কারনে যদি তাকে হত্যা করা হয় তাহলে
বড় বড় অপরাধী শাস্তি পাবে না কেন ?
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
একাকী_পথিক বলেছেন: ar unar lenja taina bair korar dorkar karon...uni Kader siddiqui er moto manush re rajakar upadhi diye den.! uni juddher ki janen j banglar bagh k uni ei kotha bolen...ami akhono bisshash kori..kader siddiquir hate akhono oi shokti ache ja diye uni imran bhai choker pani ber kore felte parben!! sroddha kora shikte hoy... and shotto k shotto bola uchit. apni akta bishesh doler shubidhamoto shob ghuraben..taile ak shoomy tir apnar upor porbei...
ami bhai khub e hotash...jamat-bnp er kotha nai boli..era omanush er dol. ei projonmo chottor er upor onek asha chilo..onek. kintu ei vabe eita awami propaganda r akta hatiyar hoye jabe chinta korleo kosto hoy. amra akta kicchui amader desher jonno rakte parlam. ei abeg takeo vag kore dilam.
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
ভাবী জিওলজিস্ট বলেছেন: এই ভাবে সবসময় বাংলাদেশে আন্দোলন ছিনতাই হয় আর এটি বেশি করে বাম দল গুল
১৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৫
স্বাধীকার বলেছেন:
নির্বিচারী মিথ্যাচার যদি আমাদের সকল মিডিয়ার গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে, তাহলে আমার দেশ মিথ্যচার করলেই কেবল দোষ হবে কেন? আমার দেশ বাদে দেশের সকল মিডিয়া নির্বিচারী হত্যাকান্ড নিয়ে নির্লজ্জ দালালী করছে সরকারের।
কথায় আছে, পোপের চেয়ে বড় খ্রিস্টান হয়োনা। ইমরান সরকার কাদের সিদ্দিকীর চেয়ে বড় চেতনাধারী হতে গিয়ে এখন এমনভাবে উলংগ হচ্ছে-এর দায় তাকে নিতেই হবে। কাদের সিদ্দিকীকে রাজাকার উপাধিত করা, মুক্তিযুদ্ধের খেতাব প্রত্যাহারের দাবী জানানোর আগে ইমরানদের উচিত ছিলো দশবার ওজু করা।
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
ভাবী জিওলজিস্ট বলেছেন: মিডিয়াকে অবশ্যই মিথ্যা বলার দায়ভার নিতে হবে
আর ইমরান সরকার কাদের সিদ্দিকীর কাছে মাফ চাইতে হবে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৪
শিরোনাম বলেছেন: ইমরানের ভুল যেথায় ঃ
১। তার এই দাবিটা সঠিক না যে তার দাদা একজন সার্টিফাইড মুক্তি যোদ্ধা ।
তার মানে কি ইমরান মিথ্যাবাদী? তার দাদা মুক্তিযুদ্ধা এই দাবি করে এই ঢাকা শহরে একটা বাড়ি সরকারের কাছ থেকে বরাদ্ধ নিয়েছিলো সেইটা ভালো করে নাই? তার মানে সরকারের সাথে জালিয়াতী করেছিলো?