নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

শিশু সেক্স বাণিজ্যে ভারতের আয় ৩৪৩ বিলিয়ন ডলার!----কৈলাস সত্যার্থীর X( X( X( X(

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫


ভারতে প্রতি বছর প্রায় ৩০ লাখ নাবালিকাকে যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হচ্ছে। শান্তিতে সদ্য নোবেল জয়ী শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর নেতৃত্বে তৈরি এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ওই রিপোর্ট অনুসারে, সাম্প্রতিক কালে ভারতে যৌন ব্যবসার রমরমার জেরে বছরে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ৩০০ কোটি ডলার। সমীক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার এক খবরে ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’ জানায়, দেশটিতে যৌন ব্যবসায় শিশুদের পাচার করার জেরে যে মোটা অংকের অর্থ লেনদেন হয়, পাচারকারী ছাড়াও তার ভাগ পায় পতিতালয়ের মালিক, মহাজন, আইনরক্ষক, আইনজীবী এবং বিচার ব্যবস্থায় জড়িত আরও অনেকে। নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর গড়া শিশু অধিকার রক্ষাকারী সংস্থা গ্লোবাল মার্চ এগেনস্ট চাইল্ড লেবার-এর উদ্যোগে সম্প্রতি ভারতে যৌন ব্যবসায় নিয়োগের জন্য শিশু পাচারের উপর এক সমীক্ষা করা হয়। সেই সমীক্ষার ফলকে গভীর উদ্বেগজনক বলে জানিয়েছেন সত্যার্থী। ভারতের নারী ও শিশু কল্যাণ দপ্তরের এক রিপোর্ট অনুযায়ী, এই হিসেব শুধুমাত্র সরাসরি দেহ ব্যবসার সঙ্গে যুক্ত নাবালিকাদের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও দেশটির বিভিন্ন ডান্স বার ও ম্যাসাজ পার্লারে কর্মরত বহু মেয়ে রয়েছে যারা পাচার সূত্রে এই ব্যবসায় জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে লক্ষনীয় বিষয় হলো আইন ও বিচার বিভাগের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ। গ্লোবাল মার্চ এগেনস্ট চাইল্ড লেবার-এর সমীক্ষায় দাবি করা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের যৌন ব্যবসার দৌলতে ভারতের আইন প্রণয়নকারী কর্মকর্তরা বছরে পকেটে পুরছেন ২ হাজার ৪০০ কোটি ডলার। এভাবেই আইনজীবী ও বিচার ব্যবস্থায় জড়িতরা হাতিয়ে নিচ্ছেন ৫ হাজার ১৫০ কোটি ডলার। কৈলাস সত্যার্থীর দাবি, বেশির ভাগ শিশুই পাচার হচ্ছে আসাম ও বিহার রাজ্য থেকে। তার মতে, পাচার হওয়া শিশুদের উদ্ধারের পর সরকারি ক্ষতিপূরণ দেওয়া আবশ্যিক। ইতিমধ্যে কয়েকটি রাজ্য ২৫ হাজার রুপি থেকে ২ লাখ রুপি পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন সত্যার্থী।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৯

নিজাম বলেছেন: এদেশের নারী আন্দোলন নিয়ে যেসব বিদেশীরা মূখর তারা দয়া করে ভারত ও ইউরোপের দিকে নজর দেন।

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: কৈলাস সত্যার্থীর দাবি, বেশির ভাগ শিশুই পাচার হচ্ছে আসাম ও বিহার রাজ্য থেকে। তার মতে, পাচার হওয়া শিশুদের উদ্ধারের পর সরকারি ক্ষতিপূরণ দেওয়া আবশ্যিক। ইতিমধ্যে কয়েকটি রাজ্য ২৫ হাজার রুপি থেকে ২ লাখ রুপি পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন সত্যার্থী।



ক্ষতি পূরণের চেয়ে বেশী জরুরী এ ব্যাধি থেকে মুক্তি পাওয়া।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভারতের জনসংখ্যা ১৩০ কোটির উপরে । আর তাদের কি হল না হল তা নিয়ে আমার মাথাব্যাথা নেই । তাদের সাথে তুলনা করারও প্রয়োজন দেখি না ।

আমাদের দেশে একই বিষয়ে এরকম গবেষণা হলে অনেক ভয়াবহ তথ্যই উঠে আসবে ।

ভালো থাকুন , নিজের দেশ নিয়ে ভাবুন , সুন্দর থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.