নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

ব্লগার "শারমিমসুলতানা" আপনাকেই খুঁজছি

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৫

আপনি আপনার ব্লগের প্রোফাইলে যে ক্ষোভ প্রকাশ করেছেন তাতে বাংলাদেশী হিসেবে ব্যাথিত ও লজ্জিত। আপনি লিখেছেন পিতা-মাতার ইচছায় আমি দেশেগিয়ে ছিলাম বিয়ে করতে, কিন্তু ভালো ছেলে না পেয়ে ফিরে এসেছি আবার এই বিদেশেই , সুতরাং আমি চাই বাংলাদেশের ছেলেরা সৎ এবং বিশ্বাশী-হোক , বাংলাদেশের ছেলেরা, - তোমরা এতো নোংরা ও নীচু মনের কেন ? কেন মেয়ে দেখলেই লেলিত কুকুরের মত আচরন কর ? কৈ ইংল্যান্ড, ফ্রাঁন্স, আমেরিকা এবং কানাডার স্থানীয় ছেলেরাতো তোমাদের মত সন্ত্রাসী ও জঙ্গী-মনা নয় ? ওরা-তো তোমাদের মত মুসলমান-ও নয় ? অথচ রাস্তায় চলা মেয়েকে তাঁরা কখন-ও বিরক্ত করেনা , করেনা উপতপ্ত -হোক সে মেয়েটা দেশী বিদেশী, মুসলমান অ-মুসলমান ! অথচ তোমরা মুসলমান হয়ে নিজ দেশের, নিজ ধর্মের মেয়েদের সাথে কেমন সব পষুদের মত বর্বর আচরন কর তা তোমরা মুসলমান হয়ে করা এতো-সব অমানুষীক আচরনের জন্য তোমাদের লজ্জা করেনা ?
জানিনা কেন আপনার পিতামাতা কেন ভালো ছেলের সন্ধান পেলনা ?
বাংলাদেশের সব ছেলের মন মানসিকতা নিচুমনের নয় অনেক উদার মনের ছেলে রয়েছে হয়ত আপনি খুজে পাননি তার মানে এই নয় বাংলাদেশে সব ছেলে নিচু মানসিকতার।
মেয়ে দেখলেই সব ছেলে লেলিত কুকুরের মত আচরণ করেনা
সব ছেলেই জঙ্গীমনা নয়
সাবাই বর্বর না
আমার মনে হয় আপনি বাংলাদেশের ভালো কোন পরিবেশে ছিলেন না
যার কারনে ভালো ছেলেদের দেখা পাননি ।
আশা রাখি আপনি ভালো ছেলের সন্ধান পাবেন এবং আপনার ভুল ধারনা ভাঙ্গবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১৬

এইচ আর খান বলেছেন: লোকজন একবার দেশের বাইরে গেলেই যে নিজেকে কি ভাবতে শুরু করে!!!
একটা মজার উদাহরন দেই,

আমার এক পরিচিত একবার বলতেছিল যে, আমরা নিউইয়র্ক শহরের গুলশান-বনানীতে থাকি(সে মিন করেছিল নিউইয়র্কের সবচেয়ে পোশ এরিয়া)। তখন পাশ থেকে আরেকজন উত্তরে বলছিল, তাইলে ঢাকায় কেন গুলশান-বনানীতে থাকেন না(কারন তার বাসা তখন বা এখন সবসময়ই মগবাজার?

এই হলো মানুষের অবস্থা।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৫

ভাবী জিওলজিস্ট বলেছেন: জানিনা বাসা মগবাজারে কি না
তবে আশাকরি ভালো ছেলে তার কপালে জোটে

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩৬

খেলাঘর বলেছেন:


@এইচ আর খান ,

খানদের ভাবনা শক্তি সব সময় সীমাবদ্ধ হয়; নিউ ইয়র্কের গুলশান বনানীর অভাব নেই; ঢাকায় মাত্র ২ টি।

বিদেশ বড় হওয়া বাংগালী মেয়দের ছেলের ছেলেদের বিয়ে করা বড় ধরণের ভুল হবে; বিদেশে বড় হওয়া ছেলেদের বেলায় কিছুটা সহজ; কারন, বাংলাদেশের মেয়েরা ছেলেদের থেকে ভিন্ন।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

নীল আকাশ ২০১৪ বলেছেন: ব্লগার "শারমিমসুলতানা" কোন ভূস্বর্গ হইতে এই পাপ পঙ্কিল ধরা ধামে আবির্ভূত হইয়াছে জানিতে বড়ই সাধ হয়।

তাহার দেশের পুরুষেরা বাস্তবিকই কিরুপ সতি সাধবী - ইহাও জানিবার দুর্নিবার আগ্রহ জন্মাইতেছে।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

ফারুক৭ বলেছেন: আমি জানলে তো কয়েকটা ভাল ছেলের ব্যবস্থা করে দিতাম। তিনি আমাকে বলেননি কেন? ফুটপাথে তো আর ভাল ছেলে পাওয়া যাবে না। ... X((

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৬

এইচ আর খান বলেছেন: @খেলাঘর : কথাটা প্যাসিভ ভয়েসে । তাছাড়া, এখানে 'গুলশান বণানী ' রুপক অর্থে ব্যবহার হয়েছে । আর ঢাকায় মাত্র দুইটা পোশ এরিয়া এই তথ্য আপনাকে কে দিল? ওল্ড ডিওএইচএস, বারিধারা, ধানমন্ডি, নিকেতন এরা কই যাবে?
আর নিউইয়র্কে ও সে দেশের ভিন্ন প্রেক্ষাপটে কোন কোন এরিয়াকে সবচেয়ে মূল্যবান হিসেবে ধরা হয় । যেমন: জ্যকসন হাইটস হলো সেখানকার পুরনো ঢাকা। আর ফিফথ এভিনিউ হলো গুলশান এভিনিউ টাইপ পোশ এরিয়া।
এনিওয়েজ, কারও ব্যপারে হোমিজিক্যালি কমেন্টস করা ঠিক না । আর আমার ভাবনা চিন্তা তো আপনার জানার কথা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.