নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

বাংলা চটি গল্পের প্রবৃদ্ধি ও বাংলাদেশ

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

গুগলে চটি লিখে সার্চ দিলে দেখা যাবে প্রায় ৫ পাচ লাখ ৮১ হাজার ওয়েব পেজে চটি কথাটি লেখা আছে। চটি কথাটির অর্থ হল হালকা স্যন্ডেল বা পাতলা বই যা খুবই চিকন কিন্তু গুগলে জানতে গেলে আপনাকে বিব্রতকর পরিস্থিতির স্বীকার হতে হবে। এপ্রিল ২০১৩ তে “ বাংলা চটি ” কথাটি দিয়ে সার্চ হয় গড়ে ৯৪৭০ বার যাতে মোবাইল থেকে সার্চ হয় ৩১৪৫ যা মোট সার্চের ৩৩.২% ছিল ।



সেখানে মার্চ ২০১৫ তে সার্চের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৮৭৯০টি যার মধ্যে ১৩০৯৭৫ জন সার্চ করে মোবাইল থেকে। ২০১৩ সালে যেখানে মোবাইল থেকে সার্চের পরিমাণ ছিল ৩৩.২% সেখানে মার্চ ২০১৫ তে প্রতিমাসে গড়ে সার্চ হচ্ছে ৯৪.৪% । বিগত ২ বছরে বাংলা চটি শব্দটির সার্চের পরিমাণ বেড়েছে ৬৮৯% প্রতি বছরে। সবচেয়ে ভয়ানক কি ওয়ার্ড টি হচ্ছে “ বাংলা চটি মা ” এটি ২০১৩-২০১৪ সালে কোন সার্চ হয়নি কিন্তু ২০১৪-২০১৫ সালে এটি গড়ে প্রতি মাসে সার্চ হচ্ছে ২৪০০ টি করে যা মানসিক বিকৃতির চমর পরিনিতি প্রদর্শন করে। এবং বাংলা চটি শব্দটির বিগত দুই বছরে প্রতিমাসে গড়ে সার্চ হয়েছে ৪৯৫০০ বার। এ থেকে দেখা যায় অধিকাংশ চটি গল্পের পাঠক মোবাইল থেকেই ব্রাউজ করে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে মানুষের রুচির অবনমন শুরু হয়েছে যা স্থিতিশীল সমাজে কাম্য নয়।
কপিপেষ্ট লিংক

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.