নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

সানি লিওনের দুগ্ধস্নান ও সমাজ

১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

সানি লিওন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং আমেরিকান পর্নোতারকা, যাকে ইংরেজিতে বলে porn star আর খাস বাংলায় বলা যায় ......। সম্প্রতি এক পেহেলি লীলা নামক সিনেমায় এক, আধ লিটার নয় একেবারে একশো লিটার দুধ দিয়ে স্নান করেছে। এই ভিডিও আবার ইউটিউবে আপলোড করেছে সিনেমা নির্মাতা কোম্পানি।
এই দুধ খাওয়ার জিনিস, কিন্তু এটা দিয়ে স্নান করার উদ্ভট আইডিয়া বের করেছে শুধু মাত্র সিনেমার প্রচার বাড়ানোর জন্য। এই দুগ্ধস্নানে সানি লিওনের নাকি সাইড ইফেক্টে সর্দি-কাশি হয়েছে যাকে বলে ব্যাঙ্গের সর্দি। এত খবর থাকতে সানির সর্দি-কাশির নিউজ দিয়ে প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যম। সানি লিওন যদি পর্নতারকা না হত তাহলে কি এত মাতামাতি হত? অনেকেই সানি লিওনের নাম শুনলেই নাকশিটকায় কিন্তু সানি লিওন তার দেহ প্রদর্শন করে পণ্য তে পরিণীত হয়েছে। এই দুনিয়ায় যে যত দেহ প্রদর্শন করতে পারে সে তত জনপ্রিয় অভিনেত্রী । বলিউড সানিকে দিয়ে সিনেমা বানায় কারন পোলাপাইন সানির নাম শুনলেই খাড়া হয়ে যায়, তার ছবি ছাপলে পত্রিকার কাটতি বেড়ে যায়, টিভিতে রিপোর্ট করে টি আর পি বেড়ে যায় আর অনলাইনে ভিজিটর বেড়ে যায়। একজন ব্যশ্যা বা পতিতার চেয়ে কোন অংশেই কম না সানি লিওন অথচ তার ছবি শোভা পায় বিলবোর্ডে, ভদ্রলোকের ড্রয়িং রুমের টিভি পর্দায় । অপর দিকে একজন পতিতা কে গালি দিয়ে বলা হয় মাগী বা ব্যাশ্যা। দুই জনই মেয়ে কিন্তু কেন এত পার্থক্য ? বিচিত্র এই সমাজ যারা সবাই কালো চশমা পড়ে থাকে কারন কালো চশমা থাকলে সে কার দিকে তাকিয়ে আছে কেউ জানেনা। এই সমাজে সানিও একদিন ন্যাপকিন হয়ে যাবে যখন তাকে ছুড়ে ফেলবে। প্রযোজন ফুড়ালেই সবই শেষ !!!!
লিংক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.