নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

সবি মিডিয়ার সৃষ্টি..... ভোগাস আমরা দেখতে পাইনি

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

জানিনা একজন নারীর সম্ভ্রম হারানোর মাপ কাঠি কি? কোন যন্ত্র দ্বারা শাসক রা সম্ভ্রম হারানোর পরিমাপ করেন। একজন নারীর কাপড় খুলে বিব্রস্ত করার পরেও তারা দেখতে পান না। একজনে বলে সেই মাত্রায় সম্ভ্রম হারায়নি উনি কোন মেশিন দ্বারা মাপলেন না কি তার নিজের মেশিন দ্বারা, কেউ বললেন আমি দেখেছি একটি মেয়ের উড়না টান দিয়েছিল এতে কিছু হয় নি সব মিডিয়ার বাড়াবাড়ি। আমরা সাধারণ মানুষ হয়ে দেখতে পাচ্ছি সব কিছু উনারা অসাধারন হয়েও দেখেন না। জানিনা ওনাদের কোন মেয়ে আছে কি না উনারা কারোও স্বামী কি না? আর কি হারালে একজন নারী তার সম্ভ্রম হারাবে। অবশ্য অন্ধের চোখে কাপড় খোলা আর না খোলা সমান কথা । যারা নারীকে পন্য মনে করেন তাদের চোখে বিব্রস্ত্র করা আর না করা সমান কথা। আজ থেকে শপথ নিলাম দেশে যা ঘটবে সবি মিডিয়ার সৃষ্টি । যদি তাদের কেউ এই রকম ঘটনার সম্মুখীন হন তবুও বলব সবি মিডিয়ার সৃষ্টি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৮

সানোয়ারুল ইসলাম বলেছেন: দারুন লিখেছেন,ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০

ভাবী জিওলজিস্ট বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: এদের পশ্চাৎদেশ দিয়ে সম্ভ্রমের মাত্রা ঢুকিয়ে দেওয়া উচিৎ।

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০১

ভাবী জিওলজিস্ট বলেছেন: ছি এভাবে বলে না প্রোফেসর

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৩

জেন রসি বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: এদের পশ্চাৎদেশ দিয়ে সম্ভ্রমের মাত্রা ঢুকিয়ে দেওয়া উচিৎ।

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.