![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে কোন ভুমিকম্প হয়নাই , সবকিছু মিডিয়ার বাড়াবাড়ি । আমগো দেশ এতই শক্তিশালী হইছে যে ভূমিকম্প কিছুই করতে পারবে না । মিডিয়ার বাড়াবাড়িতে বাংলাদেশের ভাবমুর্তি আজ প্রশ্নবিদ্ধ। আমরা ভূমিকম্প পর্যবেক্ষন করছি, দেখছি যে ভারতের প্লেট চায়না প্লেটরে একটা ঠেলা দিছে এর বেশি কিছু হয়নাই। আমারা ভূমিকম্পরে দ্রুত নিয়ন্ত্রনে আনছি এই জন্য আমাগো ধন্যবাদ দেওয়া উচিৎ, বলছেন আমাদের ভূমিকম্প মন্ত্রী মি। কাপাকাপি। আমারা এক সদেস্য বিশিষ্ট শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছ যাতে আগামী একশ বছরের মধ্যে দ্রুত রিপোর্ট দেয়।
অপরদিকে বিরোধী দলের মুখ পাত্র মি জ্বালাজ্বালি বলেছেন আমাদের নির্বাচন কে বানচাল করার জন্য হীন কুটতন্ত্রের মাধ্যমে ভারত এই কাম করছে ।
রাজাকার প্রতিনিধি বলেছেন আমাদের শিরোমনি কে ফাঁসি দেওনে লানত পড়ছে।
এই ঘটনাকে চীনপন্থি বাম নেতারা বলেছেন "এটা আমাদের আদর্শ মাও এর প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে ভারত"।
এদিকে ভারতের সংবাদপত্র এটাকে চীনের একচ্ছত্র আধিপত্তের প্রভাব বলে প্রচার করা শুরু করেছে।
ভিকটিম নেপালের চিলাচিল্লিতে , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দম মদি ও চীনের প্রেসিন্ডেন্ট সি জিং পিং এখন হট লাইনে।
সর্বশেষ বাংলাদেশের টিভি চ্যানেল গুলোতে ভূমিকম্প নিয়া সরাসরি টকশো শুরু হইছে ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২
কিং ফাহিম বলেছেন: আরে ভাই আমি আমার ভাইও টের পাইছি
৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৩
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: আর সরকার পন্থীরা বলছে এটা বিরোধী দলের চক্রান্ত। পুরাই লুল।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
তুষার কাব্য বলেছেন: আমি সামান্য সময়ের জন্য একটু দুলেছি শুধু
২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
ভাবী জিওলজিস্ট বলেছেন: তাই নাকি আপূ
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাউ ফানি !!!!