নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না .........

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

কোন একসময় একা স্কুলে যেতে ভয় পেতাম। আজ

একা একাই জগত ঘুরে বেড়াই।

একটা সময় ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য দৌড়াতাম। আর

এখন অর্থের পেছনে দৌড়ে বেড়াই।

প্রথম প্রথম একটু আঘাতেই কেঁদে ফেলতাম। আর আজ

ভাঙ্গা হৃদয় নিয়েও হেসে উঠি।

কিছুদিন আগেও বন্ধুর জন্য প্রাণ দেওয়ার শপথ নিতাম।

আর আজ জীবন-যুদ্ধে বন্ধুর কথা মনেও নেই।

আগে অল্প কথাতেই ঝগড়া-মিলন হয়ে যেত। আর আজ অল্প

কথাতেই সম্পর্ক শেষ হয়ে যায়।

সত্যিই, জীবন অনেক কিছুই শিখিয়ে দিল। বোঝার

আগেই জীবন আমাকে কত কিছু বুঝিয়ে দিল।

বড় হওয়ার স্বপ্নে শৈশব কাটিয়ে দিলাম। আজ একটাই

দুঃখ, কেন যে শৈশবটাকে হারালাম!

এইসব ভাবতে ভাবতে চলে যাব একদিন।

আমার জন্য কেউ হয়তো কাঁদবে কিছুদিন।

হয়তো কোন শিল্পী সাদা-কালো ফ্রেমে কিছুদিন

আটকাবে এভাবে,

তারপর আমি হারিয়ে যাব কালের অতল গহ্বরে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

পাতলু বলেছেন: সত্যিই, জীবন অনেক কিছুই শিখিয়ে দিল। বোঝার
আগেই জীবন আমাকে কত কিছু বুঝিয়ে দিল।

সব গুলো লাইন আমার জীবনের সাথেও মিলে যায়।
ধন্যবাদ।
:(

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

ঘূণে পোকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চরম সত্যি কথাগুলো খুব সুন্দর করে বলেছেন,,,,,,,,,এটাই নিয়তি,,,,,,,,,,আমার মনটাও শৈশবের জন্য কেমন যেন করে,,,,,,,,ইস যদি পেতাম একবার,,,,,,,,,,,

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

ঘূণে পোকা বলেছেন: এত আপনার আমার না সব মানুষেরই বড় ইচ্ছা...।কিন্তু প্রকৃতি তার আপন নিয়মে চলে আসছে এবং চলতেই থাকবে......।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

ঘূণে পোকা বলেছেন: আপনার প্রতি ও......।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: সত্যিই, জীবন অনেক কিছুই শিখিয়ে দিল। বোঝার
আগেই জীবন আমাকে কত কিছু বুঝিয়ে দিল
খুব ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.