নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

জানতে চাই , জানাতে চাই.........

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

রমনা পার্কের একটা গেটে লেখা "স্কুল

কলেজের ড্রেস পরে পার্কে আপত্তিকর

অবস্থান নিষেধ"!! আমি জানি এই

লেখাটা আসতে যেতে অনেক বাবা মা ই

দেখেছেন কিন্তু

তারা কি কখনো ভেবে দেখেছেন তাদের

আদরের ছেলে মেয়েরা প্রতিদিন

সকালে এই স্কুল কলেজের ড্রেস

পরে "আম্মু আসি" "আব্বু আসি"

বলে যে বেরিয়ে যাই তারা এই

পার্কের

"আপত্তিকর" অবস্থানকারীদের

মাঝে আছে কিনা???

বিষয়টা আলোচনায়

আসা দরকার!

আলোচনা করলে বিবেচনা আসবে!!

আমার

অনেক দিনের

ইচ্ছে আমি যদি ঢাকা শহরের সব

বাবা মায়েদের শুধু দশটা মিনিটের

জন্য সন্ধ্যার পর একবার

সহরাওয়ারদি উদ্যানে একটা চক্কর

দেওয়াতে পারতাম!! শুধু দশটা মিনিট!!

স্রেফ দশটা মিনিট!! আমাদের

বাবা মায়েরা সব বোঝে কিন্তু

ছেলে মেয়েদের বয়সের

নোংরামি করার প্রবণতাটা বোঝে না!!

ছেলে মেয়েকে আধুনিক বানানোর

পেছনে জান মাল সময় সবকিছু খরচ

করতে করতে ভুলেই যায়

ছেলে মেয়েকে মূল্যবোধ শেখানো হয়নি,

নৈতিকতা শেখানো হয়নি!! এই

নৈতিকতাহীন ছেলেরাই একদিন

বাবা হয়, এই নৈতিকতাহীন মেয়েরাই

একদিন মা হয়!! তারা কি তাদের

সন্তানদের কোন আদর্শ

শেখাতে পারে??

কোন আত্মসম্মানবোধ?? কোন

নৈতিকতা??

না পারেনা!! প্রজন্মের পর প্রজন্মের

সময়ের ব্যবধানে এভাবেই আমাদের

চারপাশে মানুষের আড়ালে অমানুষ

তৈরি হচ্ছে!! এই চক্র চলতে থাকবে!

এই চক্র কোনদিন ভাঙবে না!! মৃত্যুর

আগ

পর্যন্ত অমানুষের চাষ হবে আমাদের

সমাজে......!!!!!!!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

তারান্নুম বলেছেন: প্রজন্মের পর প্রজন্মের
সময়ের ব্যবধানে এভাবেই আমাদের
চারপাশে মানুষের আড়ালে অমানুষ
তৈরি হচ্ছে!! এই চক্র চলতে থাকবে!
এই চক্র কোনদিন ভাঙবে না!! মৃত্যুর
আগ
পর্যন্ত অমানুষের চাষ হবে আমাদের
সমাজে......!!!!!!!

চলুন চেষ্টা করে দেখি,আপনার-আমার ছেলে-মেয়ে মানুষ করার গুরুদায়িত্ব আমরা পালন করতে পারি কিনা!

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

ঘূণে পোকা বলেছেন: আপু আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্ন।ভাবছিলাম অনেকেই মন্তব্য করবে কিন্তু একটা পেয়েছি পাউয়ার মতই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.