নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

আমি মধ্যবিত্তের সুখী রাজপুত্র।

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

৩টা টিউশনি করে রাতে যখন বাসায় ফিরি, প্রচন্ড

জ্যাম হয়ে থাকে মাথা। মন হালকা করতে গুনগুন

করে প্রিয় কোন সুর ভাজি।

টুং টাং করে কয়েকটা রিকশা পাশ ঘেষে চলে যায়।

কেউ কেউ জিজ্ঞাসা করে 'যাইবেন?' আমার খুব

ইচ্ছা করে একটা রিকশাতে লাফ দিয়ে উঠে পড়ি।

এরপর আরাম করে বাতাস খেতে খেতে বাসায় ফিরি।

কিন্তু ভাড়াটা ৪০টাকা! আর বাস ভাড়া? মাত্র ৫

টাকা। হা হা হা!!

একটু আরাম করার জন্য ৩৫ টাকা খরচ করা?

মধ্যবিত্তের জন্য এত আরাম আসেনি।

ঠেলাঠেলি করে বাসে উঠি। খুব চেষ্টায়

থাকি জানালার পাশে একটা সিট পেতে। কখনো পাই,

কখনো পাই না। মিশরের মমি হয়ে যখন ঘরে ফিরি,

আম্মা বলে, 'যাক এলি, অনেক টেনশন করতেছিলাম।'

মনে মনে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়ার

সুখটা অনুভব করি। ৩৫ টাকার আফসোস আর থাকে না।

গভীর রাতে ঘুমোতে গেলে আমার সাথে সাথেই ঘুম

আসে। ধনীদের ইনসমনিয়া রোগ আমার নেই।

আমি মধ্যবিত্তের ছোট সুখী রাজপুত্র।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

অদ্বিতীয়া আমি বলেছেন: গভীর রাতে ঘুমোতে গেলে আমার সাথে সাথেই ঘুম
আসে। ধনীদের ইনসমনিয়া রোগ আমার নেই।
আমি মধ্যবিত্তের ছোট সুখী রাজপুত্র।

ভাল লাগল।

২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ @ অদ্বিতীয়া আমি...

৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

সন্দীপ হালদার বলেছেন: আমি মধ্যবিত্তের অসুখী প্রজা :(

৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

ঘূণে পোকা বলেছেন: নিজেকে এভাবে ছোট ভাবা উচিত না... @ সন্দীপ হালদার

৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

ভালোরনি বলেছেন: ভালো। আমি ভালা পাইছি। চালায়া যান।

৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪

কালোপরী বলেছেন: :)


আমি তাহলে রাজকুমারী

৭| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪১

আমিই মিসিরআলি বলেছেন: ভালো থাকুন
জীবনে সুখ থেকে স্বস্তিটাই বেশি দরকার

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: গভীর রাতে ঘুমোতে গেলে আমার সাথে সাথেই ঘুম
আসে। ধনীদের ইনসমনিয়া রোগ আমার নেই।
আমি মধ্যবিত্তের ছোট সুখী রাজপুত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.