নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

অনেকদিন পরে কিছুটা নষ্টালজিয়ায় হারিয়ে গেলাম। কিছু

স্মৃতি হঠাৎ করেই জেঁকে ধরল। স্কুল জীবনের এক হারিয়ে যাওয়া বন্ধুকে দেখলাম ফেসবুকে। এক বন্ধু আমাকে তার পিকটাতে ট্যাগ করেছে।



মনে পরে গেলো স্কুলে একসাথে কাটান দিনগুলোর কথা।

স্কুল জীবনে সাধারনত চার থেকে পাঁচ জনের একটা দুরন্ত

দল থাকে। এই দলের কাজ দস্যুপনায় হারান, এদিক-ওদিক

ছোটাছুটি করা আবার পড়ার সময় ঠিকই ভালো ছেলের মত পড়া করা। এদের নষ্ট ছেলের দল বলা হয় না, বলা হয়

দুষ্ট ছেলের দল।



তেমনি একটা দুষ্ট ছেলের দল ছিল আমাদের। কত না স্মৃতিময় সময় কেটেছে। তবে হয়তো মানুষ বলে স্মৃতির মুল্যায়ন করতে পারি না। সঠিক মুল্যায়ন

করতে জানি না একসময়ের কাছের বন্ধুদের। মোহে অন্ধ

হয়ে ছুটি নতুন বন্ধুদের গড়তে, যাদের ব্যাবহার

করতে পারব নিজের প্রয়োজনে!



এটাও ভাবি, কি দরকার পুরাতন বন্ধুদের সাথে যোগাযোগ রেকে। নির্দিধায় ভাবি, কি দরকার অতীতের স্মৃতি ঘেটে! কি দরকার পুরাতন বন্ধুকে মনে রেখে! ওরা তো এখন আমার লেভেলে না!!



কি আজব! বন্ধুত্ব শব্দটি তখন গিয়ে ঠেকে লেভেলের

প্রশ্নে! পরগাছার নিজস্ব কোন অস্তিত্ব নেই। এরা সুবিধা পেলেই লতা ছরিয়ে নিজের প্রয়োজনের চাহিদা মেটায়। তাই এরা থাকার চেয়ে না থাকাটাই ভালো।



পৃথিবীতে সবাই বন্ধু হতে পারে না। বন্ধু ভাগ্য

বলে একটা কথা আছে, যেটা আমি বিশ্বাস করি।



আরো বিশ্বাস করি 'সুসময়ের বন্ধু'

পাওয়াটা একটা দূর্ভাগ্য।



ধিক তোদের! ধিক!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

আশিক মাসুম বলেছেন: আরো বিশ্বাস করি 'সুসময়ের বন্ধু'
পাওয়াটা একটা দূর্ভাগ্য।


সহমত।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

স্বপনবাজ বলেছেন: বন্ধু হলেই হয়না.। বোনঢুর মোট কাজ ও কোরোটে হোয় !

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.