নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

আসুন না অন্তঃত একটিবার সাগরে নেমেই দেখি......

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

জীবনের এই অসীমতার মাঝে কতোটাই না ক্ষুদ্র আমরা। আর যখন আমরা জীবনটাকে শুধুমাত্র নিজের ভালো লাগা-মন্দ লাগা বা সুখ-দুঃক্ষের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি তখন তা যেন হয়ে ওঠে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। শুধুমাত্র নিজেকে নিয়ে না বেঁচে আরো দশজনকে সাথে নিয়ে বাঁচার বিশালতাকে আমরা কোনদিন অনুভবই করতে পারি না! আর অনুভব না করলে বুঝবো কেমন করে যে সুখটা কত? স্বাদ গ্রহণের জন্যে আস্বাদন করাটা যে আবশ্যক।



বিশালতার শক্তি অবশ্যই অসীম। নদীতে নেমে কখনো সাগরকে অনুভব করা সম্ভব নয়, আর পুকুরে ডুব দিয়ে নয়তো বটেই। কিন্তু সবাই তো তাই করছে, শুধু নিজের জীবন ও স্বার্থ নিয়ে পুকুরেই ডুব মেরে আছে, সাগরে নামার ভয়টাকে জয় করা যে আর হয়েই উঠছে না।



আসুন না অন্তঃত একটিবার সাগরে নেমেই দেখি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.