নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

এই ইচ্ছেগুলো কখনোই পূরণ হবার নয়। এই স্বপ্নগুলো যে হারিয়ে গেছে অনেক আগেই!!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

ইচ্ছে করলেই এখন আর পঁচিশ পয়সা দিয়ে লজেন্স কিনতে পারি না, পারি না এক টাকা দিয়ে বারোটা হজমি(ছাই) কিনতে। খুব ইচ্ছে করে ইকোনো কলম... দিয়ে লিখে কলমটা সাদা শার্টের পকেটে রাখি। কলমটা পকেটে কালি ছেড়ে দিক। নাহ! তা আর হয়ে উঠে না। ইচ্ছে করে খাতার উপর রুলার ধরে লিখি, যাতে লাইনগুলো বাঁকা না হয়। না, রুলারের দরকার হয় না। চোখ বন্ধ করে লেখলেও এখন আর লাইন বাঁকা হয় না। সেই স্কুল, সেই আঙ্গিনা, সবই ঠিক আছে। শুধু বাঁশের বেড়া নেই। বাঁশের বেড়া থেকে টিনশেড হয়েছে। তারপর, তারপর দুতলা বিল্ডিং। ক্লাস ওয়ানের ছেলে মেয়েরা এখন আর ফ্লোরে বসে ক্লাস করে না। যদিও আগের ষাট জনের স্থলে এখন তিনশোজনের ক্লাস এটা। এখনও ছেলেমেয়েরা টিফিন পিরিয়ডে আঁচার খায়, যদিও সেই আঁচার বিক্রেতা গাফফার আলি অনেক আগেই চলে গেছে। এখন হয়ত আঁচার বিক্রি করে অন্য কোন আলি, মিয়া কিংবা অন্য কেউ। এখনও ছেলেমেয়েদের কাঁধে স্কুলব্যাগ আছে, ব্যাগে বই আছে, ব্যাগের বাইরের একপাশে বোতলে পানি আছে, হাতে রঙ্গিন ছাতা আছে। নেই রংবেরংয়ের পোশাক। এখন সবার ইউনিফর্ম পড়া বাধ্যতামুলক। ইচ্ছে করে… খুব ইচ্ছে করে জাম্বুরা দিয়ে ফুটবল খেলি, ক্লাসরুমে বসার জায়গা নিয়ে ঝগড়া করি, ইচ্ছে জাগে মাথায় যথেষ্ঠ তেল দিয়ে বাম পাশে চুলে সিথি তুলে দিক মা। ইচ্ছে করে শিক্ষকের ধমক খাই, আট আনা দামী রঙ্গিন আইসক্রিম খাই, জাম খেয়ে শার্টে দাগ লাগাই, বর্ষার দিনে পা পিছলে পড়ে পুরো দেহাবয়ব ইচ্ছে করে মাত্র দু টাকা পেয়ে খুশিতে নাচতে থাকি, লাল জামা পেয়ে বন্ধুদের সবাইকে ডেকে ডেকে দেখাই। ইচ্ছে করে স্কুলের হোমওয়ার্ক নিয়ে টেনশন করি, স্কুল বন্ধ ঘোষণা হওয়ার পর খুশিতে চিৎকার দিয়ে উঠি, সহপাঠিদের সাথে অকারণেই মারামারি করি, মাঝদুপুরে প্রচন্ড রৌদে দৌড়াদৌড়ি করি! কিন্তু… ইচ্ছেগুলো কখনোই পূরণ হবার নয়। এই স্বপ্নগুলো যে হারিয়ে গেছে অনেক আগেই!!!!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপনার এই ইচ্ছেগুলির সাথে আমার ইচ্ছেগুলির তেমন কোন পার্থক্য পেলাম না।

**খুব ইচ্ছে করে বর্ষায় এক হাটু কাদা মাড়িয়ে স্কুলে যেতে, কিন্তু সেই রাস্তা এখন পিচঢালা পথে পরিনত হয়েছে।

**খুব ইচ্ছে করে রাত জেগে সমস্ত গ্রামবাসী মিলে বাড়ীর উঠানে ব্যাটারী দিয়ে ভিসিআর এ কোন পুরনো বাংলা সিনেমা দেখতে। কিন্তু এখন গ্রামের প্রায় সবার ঘরেই শোভা পাচ্ছে স্যাটেলাইট টিভির বাহারী অনুষ্ঠান।


শেষে বলি....
দিনগুলি মোর সোনার খাচায় রইল না..... :(

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: ভাইরে নস্তাল জিক কইরা দিলেন, চোখে পানি চইলা আসছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ঘূণে পোকা বলেছেন: ভাইরে তবুও এই স্রিতি আমাদের বাচিএ রাখে

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

আনজির বলেছেন: ইচ্ছে সে তো.... সারসের ওড়াওড়ি.....

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

মুজাহিদুল ইসলাম বলেছেন: মনে পড়ে গেল সেই দিনের কথা। বিকেল বেলা মাঠে খেলতে খেলতে হঠাৎ প্রকৃতি ডেকে উঠলে উপায়ান্তর না দেখে পাশের পুকুরের ঝোপের আড়ালে প্যান্ট খুলে বসে পড়ি...............। কাজ সারতে সারতে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাই.........কেউ আবার দেখে ফেলল কিনা।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ড্রীমার বলেছেন: এই একটা বিষয় "শৈশব", এই একটা সময় "শৈশব" আমাকে প্রায়ই কারণে অকারণে স্মৃতিকাতর করে ফেলে। মন খারাপ করা সময়গুলোতে আমি নিজেকে শান্ত করি চোখ বুঁজে শৈশবে ভ্রমন করে। হাজার হাজার কোটি টাকার বিনিময়ে আমি আমার শৈশব ফিরে পেতে চাই... সেই ঘুড়ি ওড়ানোর সময়, সেই কাঠপেন্সিলের সময় আর সেই রন্গীন বই বগলে নিয়ে স্কুলে যওয়ার দিনগুলি...

.......ধন্যবাদ ঘুনপোকা সুন্দর লেখাটার জন্য।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

ড. জেকিল বলেছেন: দিন গুলো মোর সোনার খাঁচায় রইলো না ........ :(

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

ডি মুন বলেছেন: যদিও আগের ষাট জনের স্থলে এখন তিনশোজনের ক্লাস এটা। এখনও ছেলেমেয়েরা টিফিন পিরিয়ডে আঁচার খায়, যদিও সেই আঁচার বিক্রেতা গাফফার আলি অনেক আগেই চলে গেছে।

শুভকামনা রইলো

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: কিছু সপ্ন মাখা অনুভূতি
একটা হারিয়ে যাওয়া শৈশব :(

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

জুবায়ের দিদার বলেছেন: ধুরু ভাই আপনে খুব খারাপ ছুডু বেলার কথা মনে পারাইয়াত চোখে পানি আইনা দিলেন।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আহ্‌মুদুল বলেছেন: আর পাবনা ফিরে ........................



++++++++++++++++++++++++

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

ঘূণে পোকা বলেছেন: কি সমস্যা আপনার?

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

হালি্ বলেছেন: ধন্যবাদ ঘুনপোকা সুন্দর লেখাটার জন্য।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

ঘূণে পোকা বলেছেন: আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.