নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

অবশেষে বিশ্বজিৎ এর বাবা মায়ের দুঃখ কিছুটা লাঘব হল

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

৯ ডিসেম্বর ২০১২

টিভেতে একটি অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক দৃশ্য বার বার দেখতে পেলাম ।

একজন মানুষকে খাবলে ধরেছে কত গুলো পশু । আজ সেই পশুদের বিচার হল।

একজন বিশ্বজিৎ কে হত্যার অভিযোগে ২১ টি জানুয়ারের বিচার হল।

দ্রুত বিচার আইন, ট্রাইবুনাল -৪ , মাত্র একবছরের মাথায় এমন একটি চাঞ্চল্যকর মামলার রায় দিয়ে একটি অনন্য অসাধারন দৃষ্টান্ত স্তাপন করলো । ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের সদস্য হয়েও যে অন্যায় করে পার পাওয়া যায়না সেটার উদাহরন সৃষ্টি হল। দেশের বিচার ব্যবস্থা নিয়ে যখন বার বার প্রশ্ন তোলা হয় তখন এই রায়টি সরকারের প্রভাব মুক্ত একটি নিরপেক্ষ রায় হিসেবেই বিবেচিত হবে।

কি পাবার বিনিময়ে তারা এই কাজটি করেছিল তা হয়তো তারা নিজেরাও জানতো না । স্রেফ একটু ক্রেজিনেস দেখানোর জন্য এমন একটি কাজ তারা করেফেলেছিল যার মাশুল দিয়ে যেতে হবে ২১ টি পরিবারকে ।

এই ঘটনাটি যেমনি আমাকে ব্যথিত করেছিল এই রায়েও আমাকে ব্যথিত করছে এই পরিবার গুলোর কথা ভেবে।

ক্ষমতায় থাকা ছাত্র সংগঠন গুলোর আস্ফালন বরাবরই প্রকট । এই রায় তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবে সেই আসা রাখি। অন্তত মানবিকতা ছেড়ে তারা হায়নার মত হবেনা এই নিশ্চয়তাটুকু চাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: যদি হয় ভালো।
সবাই প্রেসিডেন্ট থেকে মাফ পেয়ে যাবে।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.