নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

"রেহা ঝিঙ্গা পটল" নামক ৩ বিচ্ছুর কাহিনী্‌

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

আমরা যখন প্রাইমারিতে পরি তখন আমাদের ৩ জনের একটি বিচ্ছু বাহিনীই ছিল যারা স্কুল পালানো বিদ্যায় পারদর্শি ছিল । বন্ধু মহলে এই গ্রুপ টার নাম ছিল "রেহা ঝিঙ্গা পটল" . স্কুলটি ছিল থানার সামনে আর রাস্তার সাথেই স্কুল হওয়ায় এরা জানালার ফাক দিয়ে সকাল বেলা বই রেখে গ্রামে গিয়ে কখনও নৌকা চালাতো কখনও নদীতে নেমে ডুবাইত আবার কখনও কখনও হাঁটতে হাঁটতে অনেক দূরে ছলে যেত ।গ্রুপটি ক্রিকেট খেলার খুব ভক্ত ছিল্ তাই তারা বেশির ভাগ সময়ে স্কুল পালিয়ে ক্রিকেট খেলতে যেত । আবার বিকাল বেলা ফিরে এসে জানালা দিয়ে বই বের করে বাসায় চলে যেত । কিছু দিন আগে গ্রামের বাড়িতে বেরাতে গিয়ে হঠাৎ এক ফ্রেন্ড এর সাথে আড্ডা দিতে গিয়ে কথা প্রসঙ্গে ঐ গ্রুপ টার কথা উঠলো তখন আমি নিজেই নস্টালজিক হয়ে পরছিলাম কারন ঐ ৩ জনের মধ্যে আমিও যে একটা অংশ ছিলাম তখন।যাই হোক ছো্ট বেলাটাকে এখনও খুব মিস করি আর মিস করি সেই সুন্দর সময়টাকে। :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

পাঠক১৯৭১ বলেছেন: বিরাট কিছু না, অনেকেই অনেক কিছু করতো; শিক্ষকেরা ছাত্রদের চেয়ে বেশী বুঝতেন; হয়তো ৫/১০ দিন করেছেন, এখন মনে হচ্ছে বিরাট কিছু।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮

ঘূণে পোকা বলেছেন: ৫/১০ দিন না ক্লাস ৫ থেকে শুরু করে ক্লাস ১০ অব্দি ছিল এই গুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.