নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

সবার প্রতি আকুল আবেদন দয়া করে লেখাটা পড়বেন, সময় মত কাজ না করলে পরে অবশ্যই পস্তাতে হয় :)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:১২

কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না । আমার বর্তমান দুঃসময়ের জন্য আমি কাউকে দায়ী করব না , এর জন্য নিজের উদাসীনতাই ছিল মুখ্য কারণ । কারণ আমার যখন সময় ছিল পড়াশুনা করার তখন আমি ক্যাম্পাসের যত রকমের মজা করা যায় তাই নিয়েই ব্যস্ত থাকতাম । সারা দিন ক্যাম্পাসে ঘুরে বেড়াতাম ক্লাস ফাকি দিতাম বাবা টাকা পাঠাতো ইচ্ছা মত উড়াতাম (তবে কোন মেয়ে অথবা নেশার পিছনে কখনো টাকা উড়াই নাই) । এভাবেই দেখতে দেখতে ৫ থেকে ৬ বছর পেরিয়ে গেলো । মাস দুয়েক হয়েছে মাস্টার্স পাস করেছি এখনো কোন চাকুরীর সন্ধান পাই নাই । গতকাল হঠাৎ আমার অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা বলে বসলেন বাবা এবার একটা চাকরি দেখো আমি আর তোমাকে ঈদের পর থেকে টাকা দিতে পারব না , যা আমাকে আকাশ থেকে পাতালে নামিয়ে এনেছে । আমি এখন অনুতপ্ত আমার উদাসীনতা এবং পড়াশুনায় অবহেলা করার জন্য । তবে এটা ঠিক ক্যাম্পাস লাইফে পড়াশুনা না করলেও এখন পড়াশুনা মোটামুটি ভালই করতেছি কিন্তু চাকুরীর বাজারের যে অবস্থা যেখানে ভাল ভার্সিটি থেকে পড়াশুনা করা ছাত্র ছাত্রীরাই হিমশিম খাচ্ছে চাকরী পাওয়ার ক্ষেত্রে সেখানে আমার মত খারাপ রেজাল্ট করা ছাত্রের চাকরি পাওয়াটা ভালই দুস্কর বলে মনে হচ্ছে । আমি এখন সংকল্পবদ্ধ যদি কোন একটা পার্ট টাইম চাকরিও হয় সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় ব্যবস্থা করার জন্য চেষ্টা করব এবং যতদিনই সময় লাএবাবার স্বপ্ন পূরণের জন্য ভাল করে পড়াশুনা করব। আমি জানি আমার মতো এরকম হাজারো ছেলে আছে যারা কাজের সময় কাজ, পড়ার সময় পড়াশুনা করজারা । তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রিয় ভাই অথবা বোন আপনার বাবা মা অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে আপনি পড়াশুনা শেষ করে ফ্যামিলির হাল ধরবেন । তাদের শেষ জীবনের সম্বল বা আশ্রয়স্থল হবেন । ভাইবোনেরা আশা করছি আপনারা আমার এই লেখাটা পরে নিজের জীবনের ভুল ত্রুটিগুলো শুধরে নিবেন ।



আমার লেখায় কোন ভুলত্রুটি থাকলে দয়া করে মাফ করে দিবেন এবং সবাই ভাল থাকবেন ।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: /:) :-& একমত

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৭

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: যথার্থ .........

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৯

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৫

আলফা-কণা বলেছেন: অনুতপ্তের কিছু নাই।
ঘুরা ফেরা করছেন এটাও একটা এক্সপেরিয়েন্স। কাজ কাম না পাইলে গ্রামে যেয়ে হাস মুরগি ছাগল মাত্শ ফার্ম করেন, অল্প কিছু বিনীয়গ দিয়ে । হতাশা কে কাটিয়ে তুলতে শুদু বই পড়লে কম হব না। কারিগরী কিছু শিখেন।
আমার কথা রে উপদেশ ভাবার কারণ নাই, জাস্ট কথার কথা বললাম। গুড লাক

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৩

ঘূণে পোকা বলেছেন: ভাল কিছু কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ । তবে কোথাগুলো উপদেশের মতই ঠেকলও :)

৪| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:০১

ঢাকাবাসী বলেছেন: ঠিক কথা!

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৪

ঘূণে পোকা বলেছেন: আপনার সাথে আমিও একমত

৫| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৮

খান সাব বলেছেন: http://www.luckyideabd.com/english/

২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪

ঘূণে পোকা বলেছেন: ভাই এইটা কি ??

৬| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৪

আলফা-কণা বলেছেন: ঘুনপোকা, উপদেশের মত ঠেকলে ও কথাগুলি উপদেশ না। কথার কথা। পাকনা লোকজন উপদেশ দিয়ে থাকেন। যাই হুক ব্রাদার, আমি কিন্তু এগ্রিকালচার এ হিউজ একটা সম্ভাবনা দেখি। আমাদের দেশের শিক্ষিত ছেলে-পেলেরা এখনো এগ্রিকালচার কে কিন্তু এক্সেপ্ট করে নাই। ইভেন এগ্রি ভার্সিটি তে পরে কিন্তু কাজ খোজে অন্য ফিল্ড এর।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬

ঘূণে পোকা বলেছেন: কিন্তু আমি আপনার কথার সম্মান রেখেই বলতে চাই ... আমি পূর্বেই উল্লেখ করেছি আমার বাবার স্বপ্ন আমি বড় অফিসার হব ।তাহলে কি আমার উচিত গ্রামে গিয়ে নিজেকে আপনার দেখানো পথে স্বাবলম্বী করা নাকি বাবার স্বপ্নটা আগে পূরণ করা ?? আশা করি উত্তর দিবেন :)

৭| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫০

লিখেছেন বলেছেন: হাল ছাড়িস না বন্ধু ।

৮| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪০

আলফা-কণা বলেছেন: সপ্ন পূরণ একটা ফ্যান্টাসি আর কারিয়ার বানানো একটা ইম্পোরটেন্ট বাপার জীবনের জন্য। পেরেন্টস দের সপ্ন অনেক সময় আমাদের জন্য অনেক বড় বাধা। বাট আমি মনে করি যেকোনো সত উপায়ে এগিয়ে যাওয়া আর নিজেকে স্টাবলিশ করার মদদেও অনেক বেশি সন্তুষ্টি
থাকে যেটা সপ্নের বাস্তবায়ন থেকেও কম না। আমি নিজে এগ্রী নিয়ে ভাবি , দেশে যেভাবে ভেজাল জিনিস মানুষ খাচ্চেঃ সে তলনায় যদি অর্গানিক কিছু সাপ্লাই দেয়া যায় তাহলে মনে হয়, মন্দ না। আমার কথায় মনে কিছু নিয়েন না। আপনার ফাথার এর ড্রিম যদি আপনি পূরণ করতে পারেন তার চেয়ে আসলে ভালো কিছু নাই। গুড লাক ব্রো

২০ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৩

ঘূণে পোকা বলেছেন: ঠিকই বলেছেন বাবার সপ্ন পুরন করার মত আনন্দ আর এই পৃথিবীতে নাই :)
আপনাকে আবারো ধন্যবাদ আমাকে এতগুলো ভাল কথা শুনানোর জন্য । ভাল থাকবেন :)

৯| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লেখা ঠিক আছে। আর চাকরি যে শহরেই করতে হবে এমন কোনো কথা নাই। পোস্টিং গ্রামাঞ্চলে হলেও যাওয়া উচিত। দেশের অনেক কলেজ শিক্ষক পায় না। সেখানে ট্রাই করতে পারেন। কে বলে চাকরি নাই। আছে- অনেকে শহর ছেড়ে যাবে না বলে, কত টাকা আর পাবো বউ বাচ্চা পালবো কেমনে? তাই তেমন চাকরিতে না গিয়ে বেকার থাকে, টিউশানি করে চলে। বাবামায়ের বোঝা হয়ে থাকে।

আমার মতে যেমনই হোক, কর্ম জীবনটা শুরু করা উচিত।

অনেক শুভ কামনা থাকলো আপনার জন্যে। ভালো থাকুন সব সময়।

২০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫০

ঘূণে পোকা বলেছেন: আপনাকে ধন্যবাদ ভালো পরামর্শ দেয়ার জন্য :)
আপনিও ভাল থাকবেন :)

১০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৬

ড্রীমার বলেছেন: ইশ.... আর ২টা দিন আগে দেখতাম আপনার পোস্ট টা ! আজকে শুধু আমাদের এখানে একটা রিক্রুটমেন্ট এক্সাম গেছে। আপনি CV দিলে টিকতেন আমার বিশ্বাস..

১১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ২:১৬

ঘূণে পোকা বলেছেন: ভাই মজা নিলেন না? অন্য মানুষের অসহায়ত্ব নিয়ে কথা বলতে আপনাদের কি খুব ভাল লাগে :( :( :( :(

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

ড্রীমার বলেছেন: আমি সত্যি বলেছিলাম ঘূণে পোকা ... এটা মজা করার কোন বিষয় না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

ঘূণে পোকা বলেছেন: সত্য বলার জন্য আপনার প্রতি শুভকামনা রইলো :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.