নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

সবার প্রতি আকুল আবেদন দয়া করে সম্পূর্ণ লেখাটা পরবেন , আল্লাহের হুকুম ছাড়া এই পৃথিবীতে কিছুই সম্ভব না

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

ঘটনার সূত্রপাত ৪ আগস্ট ২০১৪ । বাড়িতে থাকাকালীন একদিনও বেলা ১২ টার আগে ঘুম থেকে উঠতে পারিনি। ওইদিন ঢাকা ফিরে আসব বলেই মনে হয় সকাল ৫ টা নাগাদ হঠাৎ ঘুম থেকে উঠে যাই এবং আমার বাসার গেটেই যেহেতু টিকেট কাউন্টার সেহেতু দৌড়ে কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি ৭টি বাসেরই কোন সিট ফাকা নাই । কি আর করব ঢাকা আসা খুব দরকার তাই বাসায় এসে মন খারাপ করে কিছুক্ষন বসে ছিলাম । আব্বু ঘুম থেকে উঠে মন খারাপ দেখে জিজ্ঞাসা করল কি সমসসা? আমি সব খুলে বললাম তারপর আব্বু কাউন্টারে গিয়ে আমার জন্য ১৩ নাম্বার সিটের টিকেটটা কেটে আনল এরপর আবার গাড়ীর কোন দেখা নাই অবশেষে ৭টা ২০ এর গাড়ীটা ৭ টা ৪৫ এ ছাড়ল । ৯ টা ১৫ তে কাওরাকান্দি থেকে ৩ কিলোমিটার আগেই আমাদের সবার গাড়ী থেকে নেমে যেঁতে হল। সবাই বলল কি সমস্যা গাড়ীর ড্রাইভারকে,উনি বললেন প্রশাসন এর নির্দেশ আগেই নেমে যেতে হবে ।কি আরকরা এরপর ৩০ মিনিটের মত হাঁটার পর লঞ্চ ঘাঁটে পৌঁছলাম। আমাদের লঞ্চে ৩ টা পরিবহণের যাত্রী এবং সাথে বেশকিছু লোকাল যাত্রীও ছিল। লঞ্চটা যখন তীর থেকে ১৫ মিনিটের দূরে ঠিক সেইসময় শুরু হল প্রচণ্ড ঢেউ, যেহেতু মাদারীপুরের ছেলে কিছুটা সাহস বুকে ছিলই কিন্তু ২ ১ মিনিত যেতে না যেতেই শুরু হল নদীর তাণ্ডবলীলা । আমাদের লঞ্চের সবাই যখন নিজেদের জান বাঁচাতে সচেষ্ট এবং সবাই দোয়া পড়া শুরু কন দিয়েছে এবং মহিলারা কান্না চেঁচামেচি শুরু করে দিয়েছে এবং আমাদের মত কিছু যুবক তাদের সান্ত্বনা দিয়ে বুঝানোর চেষ্টা করছিলাম ঠিক সেই মুহূর্তে ঘটে গেল আমার নিজের জীবনের দেখা সবচেয়ে বড় দুর্ঘটনা । মাত্র ১ মিনিটের মধ্যেই এম্ ভি পিনাক ৬ নামের লঞ্চটা চোখের পলকেই তলিয়ে গেল । কি ভয়ানক দৃশ্য দেখলাম আমরা!!! আমাদের লঞ্চের সবাই তখন বাকরুদ্ধ। আমাদের লঞ্চটা ওই লঞ্চটার ঠিক পাশেই ছিল এবং আপনারা টিভিতে যে ভিডিও টা দেখেছেন তা আমাদের লঞ্চ থেকেই করা। লঞ্চটাতে আমার দেখামতে কমপক্ষে হলেও ৫০০ মানুষ ছিল। আমাদের লঞ্চটাও ২থেকে ৩ বার ঢেউ এ কাত হয়েছিল তবুও আল্লাহের অশেষ রহমতে আমরা সহিসালামতে তীরে ফিরতে পারছি । আমি এখনও ভয়ে চমকে উঠি আমাদের লঞ্চটাও তো ডুবতে পারত, আমার কাহিনীই তখন আমার মতই অন্য একজন আপনাদের সামনে তুলে ধরত। শেষ কথা হল আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখে যে সুযোগ দিয়েছে আমি যেন তার সদব্যবহার করতে পারি এর জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আল্লাহ কে ধন্যবাদ।শুভকামনা

২| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

ইমরুল_কায়েস বলেছেন: ভয়ঙ্কর অভিজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.