নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

সিদ্ধান্তহীনতায় ভুগতেছি ; ভাল পরামর্শ দিলে খুশি হব :) :)

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

আমি পরাশুনা শেষ করে আপাতত বেকার বসে আছি। বাসা থেকে চাকরীর জন্য ভালই চাপ দিচ্ছে এবং বলতেছে আর খরচ চালাতে পারবে না ।এমতবস্থায় ১ মাসের জন্য একটা রিসার্চ প্রোজেক্টে কাজ পেয়েছি । কাজের প্রয়োজনে ১ মাস আমাকে ঢাকার বাইরে থাকতে হবে বাধ্যতামূলক । টাকার পরিমাণটাও ভাল দিবে যা দিয়ে আগামী ৬ মাস আমি অনায়াসেই চলতে পারব । ঠিক ২ মাস আগে বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রনালয়ের অধীনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ৬ মাসের ডিপ্লোমা কোর্সে ফুল ফ্রি স্কলারশিপে চান্স পাই এবং প্রায় ২ মাস ক্লাসও করে ফেলেছি । এখন যদি আমি প্রোজেক্টটাতে চলে যাই তাহলে অনেক গ্যাপ হয়ে যাবে যা কাঁটিয়ে উঠা আমার জন্য অসম্ভবই বলা যায় । আমার এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা :( । দয়া করে ভাল একটা পরামর্শ দিলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব ।



লেখায় কোন ভুল পেলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন :)

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯

হতাশা.কম বলেছেন: অসম্ভব কি সেটা জানা দরকার...

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

ঘূণে পোকা বলেছেন: এই কোর্সটাতে যেহেতু কম্পিউটার প্রোগ্রামিং এর উপর বেশি গুরুত্ব দিচ্ছে সেহেতু নন কম্পিউটার সাইন্স বাকগ্রাউন্ড এর আমার পক্ষে ১০ ১২ টা ক্লাসের পর লাইন ধরে রাখা আপাতত সম্ভবপর মনে হচ্ছে না :( :(

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

সাদাসিধা মানুষ বলেছেন: টাকা পয়সা জীবনে বহু আসবে। কোর্সটা শেষ করাই বেটার হবে।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

ঘূণে পোকা বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: নিজের সিদ্ধান্তই ভাল , নিরবে ভাবা আরও ভাল ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০

ঘূণে পোকা বলেছেন: সহমত

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

শিশির খান ১৪ বলেছেন: ভাই টাকা পয়সার উপর আর কিছু নাই টাকা দিয়া কিনা যায় না এমন কিছু দুনিয়া তে নাই যারা বলে টাকা দিয়া সব কিনা যায় না তারা জানে না সুপার মার্কেটে কোথায় কি কিন্তে পাওয়া যায় চোখ বন্ধ কইরা টাকার পিছনে দৌরান। ........................

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

ঘূণে পোকা বলেছেন: তবে ভাই ১ মাস কাজ করে যে টাকা পাব তা দিয়ে হয়তবা ৬ মাস চলতে পারব কিন্তু কোর্স টা শেষ করতে পারলে অন্তত নতুন কিছু শিখতে পারব । যা হয়তবা টাকার চেয়েও বেশি মূল্যবান । যাইহোক আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০৪

একজন ঘূণপোকা বলেছেন:
কি কোমু বুঝিতাছি না!!!

টাকাটা আপনার কেম্ন দরকার জানা উচিত!!!

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৫

ঘূণে পোকা বলেছেন: পড়াশুনা শেষ করার বাপের কাছে তাকা চাইতেও লজ্জা লাগে বুঝেনই তো ...মাস অতিবাহিত হওয়ার মত হইলেই চলে ... !!!


ভাই কি কোন সহজ উপায়ে টাকা ইনকামের লাইন ধরাই দিবেন নাকি !!!!!!

৬| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭

সোহানী বলেছেন: আমার মতে প্রজেক্টে জয়েন করাটা বুদ্ধিমানের কাজ। কারন কোর্স পরে ও করা যাবে বাট এ ধরনের সুযোগকে কাজে লাগিয়ে জব মার্কেটে ভালো একটা ফাইট দিতে পারবেন। কারন আপনি এখন জব ট্রাই করছেন।

শুভ কামনা।

১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ :)

৭| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

কাজী রায়হান বলেছেন: হুম্ম। আগে কোর্সটা করুন টাকা অনেক আসবে । তবে টাকাটা কতটা জরুরী তা ভেবে সিদ্ধান্ত নিন । বুঝতে পারছি টাকাটাও দরকার । তবে আপনি আরেকটা কাজ করতে পারেন কোর্স গুলো পরে সহপাঠির কাছ থেকে শিখে নিতে পারেন ।

১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ :)

৮| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপাতত লোভটা দমন করতে পারেন। সময়টা এক মাস মাত্র। টাকা যা পাবেন ৬মাস চলতে প্রলেও তার পরের নিশ্চয়তা নাই। আর যেই কোর্সটা করছেন, তা আপনার চাকরির ব্যবস্থা না করলেও সরকারি একটা প্রশিক্ষণ নিয়েছেন তা আপনার চাকরি বা এই বিষয়ে আগ্রহী হলে বাইরে যাবার ব্যাপারে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজে দিবে।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

ঘূণে পোকা বলেছেন: ভাল একটা পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ :)

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

আমিজমিদার বলেছেন: টাকা আর কয়দিন চায়াচিন্তা চলেন, এর মধ্যে কোর্স শ্যাস কৈরা ফালান।

গুডলাক!

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১২

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই :) :) :)

১০| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৫

বদিউজ্জামান মিলন বলেছেন: নিজের মন সেটা চায় সেটাই করুন। মনকে ভালো করে জিজ্ঞাসা করুন সে কোনটা করতে চায়। মনের ওপর চাপ কমান..

১১| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ঘূণে পোকা বলেছেন: অবশ্যই ভাই :)

আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.