নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

ছারপোকা এবং তার সহপাঠীদের জীবনের গল্প :) :) :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

বিশ্ববিদ্যালয় জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি থাকে যা তাকে সবসময় তাড়িয়ে বেরায় । আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন হলের ২২২ নাম্বার রুমে থাকতাম । আমাদের রুমে আমরা ৬ থেকে ৭ জন থাকতাম, সবাই একই বর্ষের হওয়ায় মজাটা বেশী হত । আমাদের রুমে একজন বন্ধু ছিল ওকে আমরা খাবু বলে ডাকতাম কারণ ওর বাড়ী বগুড়ায় এবং ও আঞ্চলিক ভাষায় কথা বলত, যেমন খুদা লাগলে বলত কিরে তোরা খাবু না । ওই থেকে অর নাম হয়ে যায় খাবু মামা :) :) । আমার এলাকার একটা বন্ধু ছিল সে আবার খুব বিস্কুট( সাংকেতিক নাম) পছন্দ করত তাই তাকে আমরা বিস্কুট বলে ডাকতাম , আর একটা বন্ধু ছিল ওর চুল সজারুর মত খাড়া খাড়া ছিল বলে ওরে আমরা সবাই সজারু বলে ডাকতাম , আরেকটা বন্ধু ছিল যার একটু প্রশংসা করলেই আমাদের দোকানে নিয়ে খাওয়াত তাই তাকে আমরা বলতাম ভাল বন্ধু। আরেক বন্ধুর একটু বয়স বেশি ছিল বলে ওরে আমরা বুইররা ভাম বলে দাক্তাম। আর আমাকে সবাই ছারপোকা বলে ডাকতো কিন্তু এই নামে ডাকার রহস্যটা আজও উদ্ধার করতে পারলাম না । যেহেতু হলে থাকতাম সেহুতু রাজনীতি করতেই হত, কারন মিছিল মীটিং না করলে বড় ভাইরা বকাঝকা করত । হঠাৎ একদিন রাত ১ টায় হলে মারামারি শুরু হল, তো কি আর করা আমরা রুম আটকিয়ে বসে রইলাম ঠিক তখনই আমার বন্ধু বুইররা ভাম বলা শুরু করল পানি পানি আমার গলা শুকাই আসতেছে ,যাই আমি পানি নিয়া আসি । সেই যে গেলো আর ১ ঘণ্টার মধ্যে তার দেখা নাই । কি আর করা আমরা সবাই অনেক ভয়ে সেইদিন রাত পার করে দিলাম । পরে সকাল বেলা আমার পাশের রুমের এক ভাইয়ের কাছে জানতে পারলাম বুইররা ভাম সেইদিন রাতে বাথরুমের পাশে পানির একেবারে চিকন একটা পাইপ বেয়ে নিচে নেমে এক ফুলগাছের ভিতর বসে সারারাত ছিল ।আমি, খাবু আর বিস্কুট বাদে ওদের প্রায় সবাই এখন হল ছেড়ে দিয়েছে । কিছুক্ষন আগে বিস্কুট ও খাবু মামার সাথে ক্যাম্পাসে দেখা হয়ে গেল এবং পুরানো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো । প্রায় ঘণ্টা খানেক গল্প করে যে যার জায়গায় আবার ফিরে এসেছি । শেষে একটা কথাই বলতে চাই "যেখানেই থাকিস বন্ধু তোরা ভাল থাকিস"।



লেখার মাঝে ভুল থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন :) :) :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বন্ধুরা ভালো থাকুক।

২| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

ঘূণে পোকা বলেছেন: খাটি কথা বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.