নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

জয়তু ঢাকা বিশ্ববিদ্যালয়

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

রাত সাড়ে ১১টা । ছবির হাটে বসে আছি আমরা । দূর থেকে সোহরাওয়ারদি উদ্যানের লাইট এসে গাড়ির গায়ে প্রতিফলিত হয়ে আমার চোখে আসছিল । ব্যাপারটা খুব বিরক্তিকর বটে । ৩ জন লোক এসে পাশে বসলো । গল্প করছে । জানতে পারলাম তারা ২০ বছর আগে শহিদুল্লাহ হলের ছাত্র ছিলেন । গল্প চলছিল , চলছিল মাতম ।



বিদায়ের বেলায় জানতে পারলাম তাদের পরিচয় ।



একজন ফারুক ভাই- প্যাসিফিক ফার্মাসিটীকালসের চিফ রিসার্চার ।



সুরজিত ভাই -- আসলে ডঃ সুরজিত ভাই ।



পিএইচ ডি (মোলিকিউয়াল মাইক্রোবিয়াল ইকোলোজি , জাপান) ,

মাস্টার্স -- একুয়াটীক ইকোলজি, জার্মানি ।

মাস্টার্স -- জেনেটিক্স এন্ড মোলিকিউলার বায়োলজি , ঢাকা বিশ্ববিদ্যালয় ।

(সিনিওর রিসার্চ ইনভেস্টীগেটর ,ইন্টারন্যাশনাল সেন্টার ফর ফুড এন্ড ওয়াটারবর্ণ ডিজিজ)



আমি বোকা হয়ে গেলাম । আমার সাথে ২ জন বিজ্ঞানী বসে বসে গল্প করছে ।



দে আর ফাকিন সাইন্টিস্ট ম্যান ।



তারা চলের গেলো গাড়ির কাছে । সিলিকা (২০১১) সিরিজের কালো গাড়ি । আর কিছু বলার প্রয়োজন মনে করি না ।



রাত---৪ঃ৩০ ।



উদ্যানের মুক্তমঞ্ছের সিঁড়িতে ঘুমিয়েছিলাম । ঘুম থেকে উঠলাম । দেখি সবাই ঘুমায় । আমি একা । সূর্যোদয় আর চাঁদ একসাথে দেখতে এতো সুন্দর , কখনো জানতাম না ।



সকাল--- ৬:৩০ ।



সবাই আলাদা হয়ে গেলাম । কেউ গেলো হলে , কেউ গেলো বাসায় । আমি গেলাম ‪#‎পলাশী‬ । পরোটা - ভাজি খেতে । .



পরনে আমার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা এক পোলো - টি শার্ট । যখন রিক্সা খোঁজার জন্য দাঁড়িয়ে আছি । ‪#‎ক‬ ইউনিটের শত শত পরীক্ষার্থী দেখি বসে আছে , দাঁড়িয়ে আছে । সবাই এমনভাবে তাকিয়ে আছে জেন আমি কোন চিড়িয়াখানা থেকে সদ্য ছাড়াপ্রাপ্ত এক জিরাফ । মনে হচ্ছিল , আমি কোন এক ভিনদেশের জীবন্ত ডিএনএ ।



হঠাৎ দেখি রিজার্ভ করা বাস আসলো । ভেতরে অনেক ছাত্র ছাত্রী । টিএসসির দিকে এক পলকে অজানা কোন কিছু যেমন আবিষ্কার করে তেমনি তাকিয়ে আছে ।



আসলে , ২০০৮ সালের কথা মনে করিয়ে দেয় । আমার কাছেও তখন কিছু ছিল না ।এখন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র । অনেক দিয়েছে ।আর দিয়েই যাচ্ছে । তাকে ফেরত দেয়ার মত আমার কিছু নাই ছোট একটু ভালোবাসা দেয়া ছাড়া । ভেবেছিলাম পরীক্ষার শেষ পর্যন্ত থাকবো । কিন্তু এতো স্বপ্ন ভেঙ্গে - চুরে যাওয়া দেখা আসলে আমার পক্ষে সম্ভব নয় ।



আসলে , তোমাকে বড্ড বেশি ভালোবাসি ‪#‎ঢাকা_বিশ্ববিদ্যালয়‬ । যেদিন আর ক্লাস করতে পারবো না , সেইদিন হয়তো বুঝবো তোমার যান্ত্রিকতার মধ্যে সৌন্দর্যের

রুপকথা ।



তুমি এমন ই এক স্থান । যেখানে কি নেই ? তুমি এমনই এক স্থান নিঃস্বার্থে বিলিয়ে দিয়ে যাচ্ছ তোমার অপার মায়া ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.