নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

"শহীদ বুদ্ধিজীবীদের তালিকা।"

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০

যারা বেঁচে থাকলে আজকের বাংলাদেশটা আরেকটু অন্যরকম হতো । মেধায়-মননে-চিন্তা-চেতনায় দেশ এগিয়ে যেত বহুদুর । যাদের হাড়গোরের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা । "শহীদ বুদ্ধিজীবীদের তালিকা।" তিনটি শব্দ অথচ লিখতে গিয়ে কেমন যেন থমকে যেতে হয়! যে অকল্পনীয় ত্যাগ তারা করেছেন, যে অসম্ভব ক্ষতির সম্মুখীন হয়েছে আমার বাংলাদেশ, তার একটি তালিকা করতে সত্যিই বুক কেঁপে ওঠে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম পরিনতির কথা স্মরণ করে। পতাকার লালটুকুতে তোমাদের খুঁজি--
ঢাকা বিশ্ববিদ্যালয়
১) এ এন এম মুনীর চৌধুরী
২) ডঃ জি সি দেব
৩) মোফাজ্জল হায়দার চৌধুরী
৪) আনোয়ার পাশা
৫) ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা
৬) আবদুল মুকতাদির
৭) এস এম রাশীদুল হাসান
৮) ডঃ এন এম ফয়জুল মাহী
৯) ফজলুর রহমান খান
১০) এ এন এম মুনীরুজ্জামান
১১) ডঃ সিরাজুল হক খান
১২) ডঃ শাহাদাত আলী
১৩) ডঃ এম এ খায়ের
১৪) এ আর খান খাদিম
১৫) মোঃ সাদিক
১৬) শরাফত আলী
১৭) গিয়াসউদ্দীন আহমদ
১৮) আনন্দ পয়ান ভট্টাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৯) অধ্যাপক কাইয়ুম
২০) হাবীবুর রহমান
২১) শ্রী সুখরঞ্জন সমাদ্দার
২২) ডঃ আবুল কালাম আজাদ

সাবেক গণপরিষদ সদস্য
২৩) মসিউর রহমান
২৪) আমজাদ হোসেন
২৫) আমিনুদ্দীন
২৬) নজমুল হক সরকার
২৭) আবদুল হক
২৮) ডাঃ জিকরুল হক
২৯) সৈয়দ আনোয়ার আলী
৩০) এ কে সরদার

সাংবাদিক
৩১) সিরাজুদ্দীন হোসেন
৩২) শহীদুল্লাহ কায়সার
৩৩) খোন্দকার আবু তালেব
৩৪) নিজামুদ্দীন আহমদ
৩৫) আ ন ম গোলাম মোস্তফা
৩৬) শহীদ সাবের
৩৭) শেখ আবদুল মান্নান (লাডু)
৩৮) নজমুল হক
৩৯) এম আখতার
৪০) আবুল বাসার
৪১) চিশতী হেলালুর রহমান
৪২) শিবসদন চক্রবর্তী
৪৩) সেলিনা আখতার

চিকিৎসাবিদ
৪৪) মোহাম্মদ ফজলে রাব্বী
৪৫) আবদুল আলীম চৌধুরী
৪৬) সামসুদ্দীন
৪৭) আজহারুল হক
৪৮) হুমায়ুন কবীর
৪৯) সোলায়মান খান
৫০) কায়সার উদ্দীন
৫১) মনসুর আলী
৫২) গোলাম মর্তুজা
৫৩) হাফেজ উদ্দীন খান
৫৪) জাহাঙ্গীর
৫৫) আবদুল জব্বার
৫৬) এস কে লাল
৫৭) হেমচন্দ্র বসাক
৫৮) কাজী ওবায়দুল হক
৫৯) মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
৬০) আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন
৬১) হাসিময় হাজরা
৬২) নরেন ঘোষ
৬৩) জিকরুল হক
৬৪) সামসুল হক
৬৫) এস রহমান
৬৬) এ গফুর
৬৭) মনসুর আলী
৬৮) এস কে সেন
৬৯) মফিজ উদ্দীন
৭০) অমূল্য কুমার চক্রবর্তী
৭১) আতিকুর রহমান
৭২) গোলাম সরওয়ার
৭৩) আর সি দাশ
৭৪) মিহির কুমার সেন
৭৫) সালেহ আহমদ
৭৬) অনীল কুমার সিংহ
৭৭) সুশীল চন্দ্র শর্মা
৭৮) এ কে এম গোলাম মোস্তফা
৭৯) মকবুল আহমদ
৮০) এনামুল হক
৮১) মনসুর (কানু)
৮২) আশরাফ আলী তালুকদার
৮৩) লেঃ জিয়ায়ুর রহমান
৮৪) লেঃ কঃ জাহাঙ্গীর
৮৫) বদিউল আলম
৮৬) লেঃ কঃ হাই
৮৭) মেজর রেজাউর রহমান
৮৮) মেজর নাজমুল ইসলাম
৮৯) আসাদুল হক
৯০) নাজির উদ্দীন
৯১) লেঃ নূরুল ইসলাম
৯২) কাজল ভদ্র
৯৩) মনসুর উদ্দীন

অন্যান্য
৯৪) জহির রায়হান (সাহিত্যিক)
৯৫) পূর্ণেন্দু দস্তিদার (সাহিত্যিক)
৯৬) ফেরদৌস দৌলা (সাহিত্যিক)
৯৭) ইন্দু সাহা (সাহিত্যিক)
৯৮) মেহরুন্নেসা (সাহিত্যিক)
৯৯) আলতাফ মাহমুদ (শিল্পী)
১০০) দানবীর রণদাপ্রসাদ সাহা
১০১) ধীরেন্দ্র নাথ দত্ত (রাজনৈতিক নেতা)
১০২) যোগেশ চন্দ্র ঘোষ (আয়ুর্বেদ শাস্ত্রী)
১০৩) শামসুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার)
১০৪) মাহবুব আহমদ (সরকারি কর্মচারী)
১০৫) খুরশীদ আলম (ইঞ্জিনিয়ার)
১০৬) নজরুল ইসলাম (ইঞ্জিনিয়ার)
১০৭) মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার)
১০৮) মহসিন আলী (ইঞ্জিনিয়ার)
১০৯) মুজিবুল হক (সরকারি কর্মচারী)
আরও কতো নাম না জানা দুর্ভাগা অথচ প্রচন্ড মেধাবী বাংলাদেশীকে সেদিন হারাতে হয়েছে, সে ক্ষতির হিসেব কোন নিক্তিতে মাপা চলে না।
কৃতজ্ঞতাঃ লিও ভাই ও বন্ধু কুশলকে । নামের তালিকা সংগ্রহে সাহায্য করার জন্য ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট। কিছু রেফারেন্স দিলে আরও ভালো হত।
বিজয়ের শুভেচ্ছা রইল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.