নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

মস্তোফা গেমস এবং পুরানো দিনের স্মৃতিচারণ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮

কিছুদিন আগে সিম্ফনির একটা এন্ড্রয়েড সেট কিনলাম। প্লে স্টোরে গেমস নামানোর জন্য একটু ঢুঁ মারলাম। হঠাৎ একটা গেমস এর দিকে চোখ যাওয়া মাত্রই কিছুক্ষন যেন হারিয়ে গেলাম প্রাইমারী লাইফের সেই দিঙ্গুলতে। আজ থেকে প্রায় ১৭ ১৮ বছর আগের কথা । এখনকার ছেলেমেয়েদের মত তখন আমরা জন্মের পরেই এন্ড্রয়েড সেট হাতে পেতাম না, পেতাম না কম্পিউতার, এমনকি তখন যোগাযোগের প্রধান মাধ্যমই ছিল হাতে লেখা চিঠি, কিছু সংখ্যক শহুরে অফিস এবং বাড়িতে ছিল টেলিফোন । আর আমাদের মত মফস্বল শহরে জন্ম নেয়া ছেলেদের কাছে তখন এগুলো পাওয়া আর আলাদিনের চেরাগ পাওয়া একই কথা ছিল। যাইহোক তখন আমার বাবা প্রত্যেক দিন আমাকে ২ টাকা দিত। আমি এই ২ টাকা পেয়েই বেজায় খুশি হতাম কারন বাকী খাওয়ার জন্য আমার জন্য একটা দোকান ঠিক করা ছিল। আমার বাসার সামনেই ছিল মস্তফা ভিডিও গেমসের দোকান । বাবার কাছে পাওয়া ২ টাকা দিয়ে আমি মস্তফা গেমস খেলতে যেতাম। প্রথম প্রথম তেমন ভাল পারতাম না তবে ছয় মাস যেতে না যেতেই ভিডিও গেমসের দোকানের সেই মালিক আমাকে খেলতে দিতে চাইত না কারন আমি এক চান্সেই পুরো গেমস শেষ করে ফেলতাম। কখনও হয়তবা দুই চান্সও লাগত। অথছ সেই ছোটবেলার সেই গেমসটা শেষ করতে চান্স লাগলো ১৫ বার। এর জন্যই বলে গাইতে গাইতে গায়েন আর বাজতে বাজতে বায়েন। সবাই ভাল থাকবেন ।

* লেখায় ভুল পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

ঢাকাবাসী বলেছেন: আরো পড়ুন আর লিখুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

ঘূণে পোকা বলেছেন: ব্রাদার বুঝলাম না কি ইঙ্গিত করলেন ?

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৪

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ঢাকাবাসী বলেছেন: আরো পড়ুন আর লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.