নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

বড়লোক অহংকারী প্রতিবেশীর চাইতে আফ্রিকার দেশের কালো সরলতা মাখা মুখগুলো আমাদের বেশি আপন।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

হাসি ঠাট্টা করার কিছু নাই। জিম্বাবুয়ে ক্রিকেটের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পড়ে যখন বাংলাদেশের সাথে কোন দল খেলতে চাইতোনা, তখন এই জিম্বাবুয়ে আমাদের সাথে খেলত। ওরা তখন ওয়ার্ল্ড ক্লাস টিম ছিল, আমাদের ম্যাচের পর ম্যাচ, হারাত তারপরও খেলত। সেদিন বাংলাদেশ নামক নতুন দুর্বল খর্ব শক্তির দলের সাথে যদি গ্র্যান্ট ফ্লাওয়ার,হিথ স্ট্রিকরা না খেলত, আমাদের আঘাতের পর আঘাত দিয়ে শক্ত হওয়ার প্রেরণা না দিত, তাহলে আজকে বাংলাদেশ কখনোই এ পর্যায়ে উঠে আসত না। আজ তাই জিম্বাবুয়ের সাথেও আমরা আছি। বড়লোক অহংকারী প্রতিবেশীর চাইতে আফ্রিকার দেশের কালো সরলতা মাখা মুখগুলো আমাদের বেশি আপন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: সে কথা আর কে মনে করে??

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

ঘূণে পোকা বলেছেন: মনে রাখতে হবে ভাই কারন যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি কোনদিন উন্নতি করতে পারে না।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

গেম চেঞ্জার বলেছেন: ভালো বলেছেন।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: খুব ভালো বলেছেন ঘুণেপোকা ভাই।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

ঘূণে পোকা বলেছেন: আমি সবসময় ভাল কথাই বলি

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

অমাত্রিক সমীকরণ বলেছেন: সত্যি কিছু কথা বলেছেন।
কথায় আছে,"জাতের মেয়ে কালোও ভালো।"
ঠিক তেমনটি জিম্বাবুইয়ান ক্রিকেটার গুলো।
এক্কেবারে কিউটের ডিব্বা। :)

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

ঘূণে পোকা বলেছেন: আপনার মাথায় দেখি আসলেই গোবর আছে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.