![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি
সামনেই শুরু হচ্ছে এল-ক্লাসিকো!আসুন জেনে নি কিছু তথ্য!
রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা!এক কথায় এল ক্লাসিকো!
** প্রায় বিতর্ক হয় কে সেরা?রিয়াল নাকি বার্সা??আসুন আজ পরিসংখ্যান দেখে বলে দি আসলেই কে এগিয়ে!!!
টপিক ১-' এল ক্লাসিকো "
* মোট ম্যাচ (অফিশিয়াল)-২২৯টি
* রিয়ালের জয়-৯২টি
* বার্সার জয়-৮৯টি
*ড্র-৪৮টি
# গোল-
*রিয়াল মাদ্রিদ-৩৮৯টি
*বার্সেলোনা-৩৭৪টি
** রিয়াল মাদ্রিদ নিজেদের হোমে ম্যাচ জিতেছে ৬৩টি এবং এওয়ে ম্যাচ জিতেছে ২৫টি
** অন্যদিকে বার্সার পরিসংখ্যান ৬১ এবং ২৫.
টপিক ২- ম্যাচসমূহ এবং কোন প্রোতিযোগিতায় কে কতবার জিতেছে।
# লা লীগা-টোটাল ১৭০টি ম্যাচ
* রিয়াল-৭১টি
* বার্সা-৬৭টি।
# কোপা দেল রে
* রিয়াল-১২টি
* বার্সা -১৪টি
# সুপারকোপা-
* রিয়াল-৬টি
*বার্সা -৪টি
# চ্যাম্পিয়ন্স লীগ - মোট ৮টি ম্যাচ
* রিয়াল-৩টি
* বার্সা-২টি
## চ্যাম্পিয়নস লীগের ক্লাসিকোতে মাদ্রিদ করেছে ১৩টি গোল,বার্সা ১০টি।
টপিক ৩- সবথেকে বড় ৫টি জয় এবং টানা কিছু রেকর্ড।
১) রিয়াল ১১-১ বার্সা
২)রিয়াল ৮-২ বার্সা
৩)রিয়াল ৬-১ বার্সা
৪) বার্সা ৭-২ রিয়াল
৫) রিয়াল ৫-০ বার্সা
# টানা জয়-
১) রিয়াল মাদ্রিদ-টানা ৬ ম্যাচে জয়,২২ ফেব্রুয়ারি ১৯৬২-২৮ ফেব্রুয়ারি ১৯৬৫
২) রিয়াল মাদ্রিদ-টানা ৫ জয়,5 March1933- 3 February,1935.
৩) বার্সা -২৫ জানুয়ারি ১৯৪৮-১৫ জানুয়ারি ১৯৪৯.
** টানা ৬টি এল ক্লাসিকোতে গোলের রেকর্ড পর্তুগীজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর (৭টি). শুরু করেছিলেন। ২০১১-১২ কোপা দেল রে এর প্রথম লেগে।শেষ করেছেন ২০১২-১৩ লা লীগার ৭ রাউন্ডে।
* সবথেকে বেশি গোলের রেকর্ড বার্সার লিওলেন মেসির.৩০ ম্যাচে ২১ গোল।
টপিক ৪- মেজর ট্রফি কার কতটি??
# লা লীগা -
রিয়াল মাদ্রিদ-৩২টি
বার্সেলোনা -২৩টি
# কোপা দেল রে-
* মাদ্রিদ - ১৯টি
*বার্সা -২৭টি
# চ্যাম্পিয়নস লীগ-
* রিয়াল মাদ্রিদ- ১০টি
* বার্সেলোনা -৫টি
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩
ঘূণে পোকা বলেছেন: ক্যান ভাই
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন: স্ট্যাটে সবগুলায় মাদ্রিদ এগিয়ে তো, এইটা জীবনেও বার্সার ফ্যানের পক্ষে পোষ্ট করা সম্ভব না। একমাত্র মাদ্রিদ ফ্যানেরাই এইটা করে।
নো অফেন্স, আমি দুইটার একটাও সাপোর্ট করিনা।
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
ঘূণে পোকা বলেছেন: যা সত্যি তাই তো লিখেছি
৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: ভালো লাগল পোস্ট পড়ে
১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
গেম চেঞ্জার বলেছেন: সাপোর্ট করতেই যদি হয় তবে রিয়ালই ছিল মনে মনে। এখন আরো ভালই লাগল পরিসংখ্যান দেখে।
১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ঘূণে পোকা বলেছেন: ঠিক বলেছেন ব্রাদার
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১১
রক্তিম দিগন্ত বলেছেন: অফটপিকঃ ভাই কি মাদ্রিদের সাপোর্টার?