| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘূণে পোকা
লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি
মাঝে মাঝে পুরুষ / ছেলে বলে গর্ববোধ করি! আর মাঝেমধ্যে ঠিকমত লজ্জিত ও হতে পারিনাহ!
প্রাউড টু বি এ পুরুষ / শেইম টু বি এ পুরুষ!
একটু খোলা মেলা কথা বলি ?? হ্যা ...
যদিও এখানে যৌনতা আছে এরপরও বলেই
ফেলি ...
বাবার বয়সী লোকদের লুচ্চা বললে কেমন
লাগে জানি না ।
এক পুজা মণ্ডপে গেলাম । সেখানে সবাই প্রতিমা দেখছে।
অতি সুন্দরি একজন মহিলাও সেখানে আছেন ।
দেবী দর্শন থেকে তার দিকেই সবার চোখ ...
বুড়ো করে একজন মানুষ ...হা করে তাকিয়ে
আছে মেয়েটার দিকে ... ।
চোখ এক মুহূর্তের জন্য ও সরছে না ।
লোকটার পরনে ধুতি ।গিয়ে ধরলাম উনাকে ...
--- দেবী দর্শন কেমন হচ্ছে ?? অনেক সুন্দর তাই না ...?
চমকে গিয়ে ...
--- আপনি কে ?? আগে দেখি নাই ...
--- আমি ঘুরতে এসেছি । এই এলাকার নই ...।
-- - ও ...আচ্ছা ...
ওই সময়ের জন্য তাকে দেবী দর্শন থেকে
নিরস্ত করেছিলাম । জানি না পরে আবার
শুরু করেছেন কিনা !
ট্রেনে করে বাড়ি যাচ্ছিলাম কিছুদিন আগে!
পাশে এক ভদ্রলোক । একটু পর পর উকি ঝুকি মারছেন
ওপাশের সিটের দিকে ... ।
ভালো করে খেয়াল করতেই দেখলাম,একজন মহিলা ।
উনি ঘুমিয়ে আছেন সিটের উপর ।
পোশাক অসংলগ্ন হয়ে গেছে । সেদিকে খেয়াল নাই ।
ধরলাম উনাকেও ...
--- আঙ্কেল আপনাকে ওপাশের সিটে
নিয়ে যেতে পারলে হয়তো ভালো হয় ।
যাবেন ??
লজ্জায় বেগুনি হয়ে গেলো সে !!!
প্রতিটা দিন একটা মেয়ের জন্য অনিরাপদ ...
অনিরাপদ প্রতিটা ঘণ্টা ...
অনিরাপদ প্রতিটা সেকেন্ড ...
শকুনদের একটা সুবিধা হচ্ছে এরা
ক্লান্তিহীন ভাবে তাকিয়ে থাকতে পারে ।
মেয়েরা তো মানুষ । তারা ক্লান্তিহীন ভাবে
কাজ করে যেতে পারে না ।
বিশেষ দ্রষ্টব্য :
নোংরামি করতে নোংরা পরিবেশ লাগে না ...
নোংরা চোখই যথেষ্ট!!!
দুষ্ট হওয়া ভালো ,তবে মোটেও নষ্ট হওয়া ভালো নাহ!!
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯
ঘূণে পোকা বলেছেন: আপনার সাথে মিলে গেছে নাকি ভাইয়া
অবশ্য রতনে রতনই চিনবে!!!!!!
২|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩
আব্দুল্যাহ বলেছেন: "প্রতিটা দিন একটা মেয়ের জন্য অনিরাপদ ...
অনিরাপদ প্রতিটা ঘণ্টা ...
অনিরাপদ প্রতিটা সেকেন্ড ...
শকুনদের একটা সুবিধা হচ্ছে এরা
ক্লান্তিহীন ভাবে তাকিয়ে থাকতে পারে ।
মেয়েরা তো মানুষ । তারা ক্লান্তিহীন ভাবে
কাজ করে যেতে পারে না ।
বিশেষ দ্রষ্টব্য :
নোংরামি করতে নোংরা পরিবেশ লাগে না ...
নোংরা চোখই যথেষ্ট!!!
দুষ্ট হওয়া ভালো ,তবে মোটেও নষ্ট হওয়া ভালো নাহ!!" একমত
৩|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দুষ্ট হওয়া ভালো ,তবে মোটেও নষ্ট হওয়া ভালো নাহ!! একমত।
তবে একখান কথা আছে দুষ্ট আর নষ্ট কিন্তু খুবই কাছাকাছি বাস করে
খৈয়াল কইরা
চাঁদগাজী ভাই বুড়া মানুষতো তাই মনে হয় গায় লাগছে
আরে ঠিকইতো .. বুড়া মাইনষের কি মন নাই
আফনে লুইচ্চা কইলেন!
প্রেম আর সুন্দর মানেনা বয়স!জাত! পাত! ...
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১২
ঘূণে পোকা বলেছেন: তার জন্য ভরা মজলিসে এরকম বয়সের এক মানুষ দেবীরুপি তার নাতনির বয়সের মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকবে
এইডা কোন কথা হইল ![]()
৪|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
" লেখক বলেছেন: আপনার সাথে মিলে গেছে নাকি ভাইয়া
অবশ্য রতনে রতনই চিনবে!!!!!! "
-হ্যাঁ, সুন্দরের প্রতি দৃস্টি আমারও যায়; আসলে, আমি সব মানুষকেই দেখি; মানুষ সুনদর।
আপনি কি অন্ধ?
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮
ঘূণে পোকা বলেছেন: তার জন্যে ৭৫ বছরের বুড়া ভাম হয়ে ২০ বছরের তরুণীর পেটের(সবচেয়ে ভালভাবে বললাম) দিকে তাকিয়ে থাকাটাও কি আপনি কতটুক সমর্থন করেন ।
৫|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
" বিদ্রোহী ভৃগু বলেছেন:
চাঁদগাজী ভাই বুড়া মানুষতো তাই মনে হয় গায় লাগছে
আরে ঠিকইতো .. বুড়া মাইনষের কি মন নাই
আফনে লুইচ্চা কইলেন!
"
-জন্মের পর, মানুষের বয়স বাড়তে থাকে; কিন্তু পৃথিবীর সৌন্দয্য শুধু বাড়ে, কমে না।
এই লেখক হয়তো হিজড়া, বা মিথ্যাুক; সুন্দরী মহিলাকে সবাই দেখে; দেখা মানে মহিলার ক্ষতি করা নয়, সৌন্দয্যের প্রতি মানুষের টান।
৬|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
ঘূণে পোকা বলেছেন: এর জন্য ভরা মজলিসে
আপনার মত বুইড়া ভামের আক্কেল না থাকতে পারে কিন্তু এইরকম বেয়াক্কেলি কাজ আমাদের তরুনদের চোখে লাগে দাদু
![]()
৭|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
" ঘূণে পোকা বলেছেন: এর জন্য ভরা মজলিসে
আপনার মত বুইড়া ভামের আক্কেল না থাকতে পারে কিন্তু এইরকম বেয়াক্কেলি কাজ আমাদের তরুনদের চোখে লাগে দাদু
"
-তরুণ ছিল কবি নজরুল, আপনি তরুণ নন, আপনি বেদুইন আরব
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২০
ঘূণে পোকা বলেছেন: আপনাদের মত মানুষ দেখে অনেক ভয়ই পাচ্ছি, পরে না আবার ব্লগার বলে ফালাই দেন ![]()
৮|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
চানাচুর বলেছেন: একবার সুযোগ হয়েছিল একজন নোংরা মানুষকে শাস্তি দেওয়ার, শাস্তি হয়েছিল যথাযথভাবে অথচ তখন অনেককেই দেখেছিলাম তার জন্য হা হুতাশ করতে। অনেক ভাল লাগলো আপনার চিন্তা। আপনার মত এভাবে সবাই ভাবলে কতই না ভাল হত।
৯|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
" চানাচুর বলেছেন: একবার সুযোগ হয়েছিল একজন নোংরা মানুষকে শাস্তি দেওয়ার, শাস্তি হয়েছিল যথাযথভাবে অথচ তখন অনেককেই দেখেছিলাম তার জন্য হা হুতাশ করতে। অনেক ভাল লাগলো আপনার চিন্তা। আপনার মত এভাবে সবাই ভাবলে কতই না ভাল হত। "
-আপনার নিজের থেকেও নোংরা মানুষ পেয়েছিলেন খুজে?
১০|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬
আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটা ঠিক করেননি| এত লোক তাকিয়ে আছে, কৈ তাদের তো বারণ করলেন না| বুড়া বুড় করছেন! রবীন্দ্রনাথ আঁশি বছর বয়সেও প্রেমের কবিতা লিখেছেন| বয়স কোন ব্যাপার না| তাই বলে আমাকে আবার বুড়া ভাববেন না, গলায় দড়ি দিতে হবে| হুমায়ুন আহমেদ তো মেয়ের ফ্রেন্ডকে বিয়ে করেছেন| যাই হোক, ২য় ক্ষেত্রে আপনার কাজের জন্য সাধুবাদ প্রাপ্য
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই
১১|
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
বিপরীত বাক বলেছেন: কোন সুন্দরী মেয়ে যদি কাছাকাছি থাকে, আর পুরুষ টি যদি তার দিকে নজর না দেয়,, তবে অবশ্যম্ভবী ভাবেই পুরুষ টি হয় হিজড়া নয়তো পাগল কিংবা নির্বোধ।।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩
ঘূণে পোকা বলেছেন: আমিতো বলি নাই সুন্দরী মেয়ে দেখেলে তাকানো যাবে না , আপনারা কথাটার ভুল মিনিংস এ যাচ্ছেন কেন ????? মন দিয়ে বুঝুন কথাটা আপনার বোনের ক্ষেত্রেও হতে পারত
![]()
১২|
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
বিপরীত বাক বলেছেন: বোনকে সেভাবেই ড্রেস অাপ করে নেবো।
দৃষ্টি অাকর্ষণের জন্যে ঘুরে বেড়ালে মানুষ তো তাকাবেই। অাবার ভাববেন না যে অামি পর্দা,বুরকা, র কথা বলছি।
স্বাভাবিক ড্রেস ও মার্জিত ভাবে পড়া যায়।
১৩|
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯
ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ
১৪|
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
বাংলার ফেসবুক বলেছেন: প্রতিটা দিন একটা মেয়ের জন্য অনিরাপদ ...
অনিরাপদ প্রতিটা ঘণ্টা ...
অনিরাপদ প্রতিটা সেকেন্ড ...
শকুনদের একটা সুবিধা হচ্ছে এরা
ক্লান্তিহীন ভাবে তাকিয়ে থাকতে পারে ।
মেয়েরা তো মানুষ । তারা ক্লান্তিহীন ভাবে
কাজ করে যেতে পারে না । গরু যা একখান লেখেছেন ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
ঘূণে পোকা বলেছেন: আপনাদের খুশি যা মনে আসবেন তাই বলবেন
![]()
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনার মগজে সমস্যা আছে।
"বুড়ো করে একজন মানুষ ...হা করে তাকিয়ে
আছে মেয়েটার দিকে ... । "
-মানুষ সুন্দরের পুজারী; উনি সুন্দরী মহিলাকে দেখতে পারে, এটা খুবই স্বাভাবিক; আপনি মনে হয়, হিজড়া