নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

তারা স্বপ্ন দেখে, ভালোবেসে কেউ জড়িয়ে ধরুক.. সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়ার মতো দুটি হাত তার পাশে থাকুক....

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

কালো বর্ণের মেয়েরা কোনো সিনেমার নায়িকা হয় না,কোনো গল্পের অপ্সরী হয় না, কোনো কোম্পানির ব্রান্ড এম্বাসেডর হয় না, হাজারো আলোর ঝলকানির মঞ্চে গায়ে দামী পোশাক পড়ে র‍্যাম্প মডেল হয়ে হাটতে দেখা যায় না, কোনো নাটকের গল্পের চরিত্রে তাদের মানায় না...
.
পাশের দুধে-আলতা মাখানো রংয়ের মতো চেহারার সুন্দরী বান্ধবী যখন লাক্স চ্যানেল আই সুপার স্টারের অডিশনের জন্য নিবন্ধন করে, তখন সে মুচকি হাসি দিয়ে বাসায় গিয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে..
.
দিনভর তাদের ব্যস্ততা নেই বললেই চলে... ডিএসএলআরের সামনে দাড়িয়ে তাদের পোজ দিতে হয় না, ফেসবুকে ঘনঘন সেলফি আপলোড করতে হয় না,হাজারো ছেলের অযাচিত প্রেমপত্রের রিপ্লাই দিতে হয় না, ফোনে দীর্ঘ সময় কথা বলতে হয় না....
.
সুন্দরী ফ্রেন্ডসরা যখন ফেসবুকে ইনবক্সে কিংবা কমেন্টে ছেলেদের হৃদয়ঘটিত, আবেগতারিত কথার আশায় সুন্দর সুন্দর ছবি আপলোড করতে থাকে,তখন সে ফেসবুকে গভীর মনোযোগে গল্প পড়তে ব্যস্ত থাকে...
.
তারা সবচেয়ে বেশি ভয় পায় "বিয়ে" শব্দটাকে....
"ছেলেপক্ষ তাকে দেখতে আসবে" কথাটা শুনতেই তার মনের মধ্যে অজানা এক ভয়ের আশংকা বাসা বাঁধতে থাকে...
.
কোন কালারের শাড়ি পড়লে তাকে একটু সুন্দর দেখাবে? কোন মেকাপটা পড়লে মুখের কালো কালো ভাবটা দূর হয়ে উজ্জ্বল বর্ণ ধারণ করবে? চেহারা কালো বলে তারা কি আমায় অপছন্দ করে চলে যাবে? বাবা-মার এতো আশার সম্বোধনটা সে কি পারবে রক্ষা করতে?
শত দুশ্চিন্তায় ভরপুর থাকতে হয় তাকে.....
.
ছেলেপক্ষের লোকজনের সামনে তাকে অপমানিত হতে হয়..
তাদের কপাল কুঁচকে যাওয়া বাঁকা চোখের চাহনী নীরবে সহ্য করতে হয়...
বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়...
যোগ্যতার খাতিরে কিছু অপমান থেকে বেঁচে যায় সে...!
.
বড় তারকা হওয়ার স্বপ্নে তারা বিভোর থাকে না... বিলাসবহুল জীবনযাপনের কোনো স্বপ্ন তারা দেখে না...
হাজারো আলোর ঝলকানির মঞ্চে মডেল হিসেবে নয়, মেধা যোগ্যতার বলে হাঁটার স্বপ্ন দেখে.... ক্যামেরার আলোর ঝলকানির সামনে দাড়িয়ে পোজ দেওয়ার স্বপ্ন তারা দেখে না...
তারা স্বপ্ন দেখে,ভালোবেসে কেউ জড়িয়ে ধরুক.. সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়ার মতো দুটি হাত তার পাশে থাকুক....

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.