নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

আইন্সটাইন সাহেবের থিওরি অফ রিলেটিভিটি\'র মত , জগতে সবই আপেক্ষিক !!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

যতই পড়ালেখা করেন না কেন ? আপনি ইংরেজীতে স্মার্ট না হলে বাকি সব ঝুটা হয় । ইংরেজী পারেন না ? সমাজ আপনাকে বলবে কি পড়ালেখা করলেন ? আপনি ফালতু স্টুডেন্ট । চাকুরীতে ভাইভা দিতে যাবেন ? একটা বাংলা শব্দও উচ্চারণ মানে আপনি বাদ । ইংলীশ চাই ।ইংলীশ ছাড়া গতি নাই ।
ঐ যে আমেরিকা , ছিন্নমূল মানুষ যারা রাস্তায় ঘুমায় ।স্কুলের বারান্দা কোন দিন চোখে দেখেনি । সেও আপনার চেয়ে ভাল ইংরেজী বলতে পারে । আপনার কেতাদূরস্ত ভাব আর থাকল কই ? আপনি ইংরেজীর জাহাজ কিন্তু ঐ ছিন্নমূলের কাছে বাচ্চা শিশু । নিতান্তই অশিক্ষিত ।
আইন্সটাইন সাহেবের থিওরি অফ রিলেটিভিটি'র মত , জগতে সবই আপেক্ষিক !!!!!
চাইনীজ-জাপানীজরা ইয়েস গুড ছাড়া আর কিবা বলতে পারে ? পদ্মা সেতুতে যে চাইনীজ ইঞ্জিনিয়াররা তাদের দৌড় কতটুকু ? সবচেয়ে সাংস্কৃতিবান ফরাসীদের দৌড় ? বেশি দূর না । ইংরেজী শিখে শুধু টিভির রিমোর্টই চালান শেখা হল । টিভি বানানো হল না । বাঙালীর এই অবস্থায় হবে ।
সারাদিন বসে বসে টোয়াইলাইট সাগা দেখা হল । গোধূলির গল্প আর বোঝা হল না । গোধূলি, এমন শব্দ আর কোন ভাষায় পাবেন না । তেমনি নদ আর নদী'র পার্থক্যও পাবেন না ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

ব্যাক ট্রেইল বলেছেন: মাথার উপরে দিয়ে গেল।
তবে টোয়াইলাইট সাগা দেখে মনে হইছে ভ্যাম্পায়ার থাকলেও ভাল হইতো!

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

ঘূণে পোকা বলেছেন: দেখি পরেরবার চেষ্টা করে আনতে পারি কিনা :) :)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২২

মহা সমন্বয় বলেছেন: ছোট কিন্তু গভীর তৎপর্যময় পোষ্ট ।
সুন্দর চিন্তাভবনা শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

ঘূণে পোকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
২০০ বৎসরের গোলামী; অন্তত ৮০০০ বছর তো লাগবেই এর রেশ কাটতে...

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

ঘূণে পোকা বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.