নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

সর্বদা নিজের ভালোর জন্য সতর্ক থাকুন ।

১৬ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৫

এক মহিলা একটা অজগর সাপ পুষতো।সাপটাও মহিলাকে অসম্ভব ভালবাসতো।।
অজগরটা লম্বায় এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল।
একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া- দাওয়া বন্ধ করে দিল।
কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না।
আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল
এবং উপায়- বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল।
ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন
এবং
জানতে চাইলেন- সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়?
মহিলা উত্তর দিল- হ্যাঁ। -
ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁসে? - হ্যাঁ -
তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে?
মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন-
এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যশিত কিছু বললেন।
- ম্যাডাম, সাপটি কাছে কাছে থাকে, আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে,
কারণ এটা আপনার মাপ নিচ্ছে।
নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য।
এবং হ্যাঁ, সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে,
যাতে সহজেই আপনাকে হজম করতে পারে।

#মোড়াল_অব_দা_স্টোরি

আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয়
আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়ত আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য।

সাবধান থাকুন সচেতন হোন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৯ রাত ৮:১৩

মোগল সম্রাট বলেছেন: উল্টোটাও হয়। তা ভাইজান বাশটা দিলো কে? আপনজনদের কেউ না ধইঞ্চা টাইপের কেউ?

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৪

ঘূণে পোকা বলেছেন: ভাইজান বাশ টাশ কেউ দেয় নাই!

২| ১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: এই সমাজে নিজের পরিবারের বাইরে কাউকে বিশ্বাস করা ঠিক না।

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৪

ঘূণে পোকা বলেছেন: সহমত ভাইজান

৩| ১৬ ই জুন, ২০১৯ রাত ৯:৫৩

করুণাধারা বলেছেন: দারুন! দারুন!

খুব ভালো কথা মনে করিয়ে দিলেন। অনেকগুলো প্লাস।

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৫

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ!

৪| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:২১

মুক্তা নীল বলেছেন:
ভালো কথা লিখেছেন । এজন্যই সহজে কাউকে বিশ্বাস করিনা , কিন্তু যাকে একবার বিশ্বাস করি তাকে সহজে অবিশ্বাস করি না

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৬

ঘূণে পোকা বলেছেন: শেষ লাইনটা খুব পছন্দ হয়েছে!

৫| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:৪১

নতুন বলেছেন: বাংলাদেশে কতজন মানুষ অজগর পালে?

মানুষকে বিশ্বাস করতে ই হবে.... কিন্তু অন্ধবিশ্বাস করা যাবেনা....

যৌক্তিক ভাবে চিন্তা করে বিশ্বাস করলে ঠকার সম্ভবনা কম....

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৭

ঘূণে পোকা বলেছেন: ভাই অজগরটা রুপক তবে বেশীরভাগই এরকম মানুষ আপনার আমার পাশে সব সময়ই ঘোরাফিরা করে!

৬| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগল

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৭

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.