নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

"ধরি মাছ না ছুই পানি" প্রবাদের জ্বলজ্যান্ত উদাহরণ

১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৯

বাংলাদেশের শ্রেষ্ঠ দানবীর ও দয়ার শরীর হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকদের ।
তারা এতই মহানুভব যে, শত কোটি টাকা খরচ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বানিয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে জাহির করে ।অর্থাৎ, নিজেদের পকেট থেকে কোটি কোটি টাকা প্রতি বছর ইনভেস্ট করে ছাত্রদের পড়াচ্ছে ।
এরা মানবতার সেবায় নোবেল পায় না কেন?
আল্লাহ শয়তানকে মানুষের রগে রগে প্রবেশ করে বিপথে পরিচালিত করার ক্ষমতা দিয়েছেন ।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকগুলো রগে ঢোকা আস্ত শয়তান ।
প্রতি বছর শিক্ষা বাণিজ্যও করছে, আবার সরকারকে দেখাচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান ।
সরকারও গজদন্ত বের করে হাসি দিয়ে মনে মনে ভাবতেছে,শিক্ষা খাতে আমার অনেক খরচ কমে গেছে ।
এই যে সরকার গজদন্ত বের করে হাসি দেয়ার ফুসরত পাচ্ছে, এটা সরকারের রগে ঢুকে অছওয়াছা(কুমন্ত্রণা) দিয়েছে মালিক বা ট্রাস্টি নামধারি শয়তানগুলো ।
রক্তচোষা এই জোঁকেরা আবার নামের আগে শিক্ষাবিদ টাইটেল ব্যবহার করে ।
শিক্ষা ব্যবসায়ীরা শিক্ষাবিদ হয়ে গেলে, মেরামত শ্রমিকরা ইঞ্জিনিয়ার হতে পারবে না কেন?
ঐ শিক্ষা ব্যবস্যীদের অনেকেই ক লিখতে কলম ভাঙ্গে ছয় বার !!!

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৪

ওমেরা বলেছেন: কিছু বলতে পারব না তবে শেষের লাইনের আগের লাইনটার জন্য লাইক দিয়ে গেলাম।

১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৭

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ!

২| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো এক কথায় বাবা মায়ের গলা কাটে।

১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৭

ঘূণে পোকা বলেছেন: কথাটা বাস্তভ সত্য দাদা!

৩| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:১১

মুক্তা নীল বলেছেন:
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সোনার বাংলা সোনার ছেলেদের দখলে
আর বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে জমজমাট ব্যবসা বাণিজ্য।
খুব সুন্দর একটি পোস্ট দিয়েছেন।

১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৮

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ!

৪| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক!

মগের মুল্লুকে কে কারে বলে আর কে কার কথা শোনে
অদ্ভুত উঠের পিঠে চলছে স্ব-দেশ!

১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:৪০

ঘূণে পোকা বলেছেন: নিজেদের বদলাতে হবে তাহলে আস্তে আস্তে চেঞ্জ আসা শুরু হবে। অন্যের জন্য বসে না থেকে নিজে শুরু করি, নতুন ভোর আসতে বাধ্য!

৫| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: ঘূণে পোকা,




এরা মানবতার সেবায় নোবেল পায় না কেন?
কারন এরা নোবেল প্রফেশানে সবলে যুক্ত আছে বলে। :||

শিক্ষা ব্যবসায়ীরা শিক্ষাবিদ হয়ে গেলে, মেরামত শ্রমিকরা ইঞ্জিনিয়ার হতে পারবে না কেন?
ঠিক ঠিক, মেরামত শ্রমিকরাও "ইঞ্জিনিয়ার" হতে পারবে, রান্নার বুয়া হতে পারবে "শেফ":(

ভালো পোস্ট।

১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:৪২

ঘূণে পোকা বলেছেন: সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে আমরা কবে যে একটি সভ্য জাতি হতে পারব সেটা আল্লাহ বাদে কেউ জানে না :(

৬| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫০

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

১৯ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৩

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ দাদা!

৭| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: আজকাল মেডিক্যাল এসিস্ট্যান্ট বা প্যারামেডিকরা গ্রামে গঞ্জে আকছার "ডাক্তার সাহেব" নামে সম্মানিত ও সম্বোধিত হন। আগেও হয়তো হতেন, তবে তাদের সংখ্যা কম ছিল। তাদের আর দোষ কি, যদি শিক্ষা ব্যবসায়ীরা শিক্ষাবিদ হয়ে যায়!

৮| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৩

করুণাধারা বলেছেন: আমি এমন একজন শিক্ষাবিদকে জানি। ঢাকার বাইরে একটি জেলা শহরে তিনি একের পর এক জমি দখল করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট মেডিকেল স্থাপন করে শিক্ষার প্রসার ঘটাচ্ছেন। ;)

৯| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৩

মেঘ প্রিয় বালক বলেছেন: এরাই হলো মানুষরূপি শিক্ষিত জানোয়ার। রক্তচুষা হায়েনা। সামনে এক রকম,আড়ালে গেলে অন্যরকম। এরা ভাবে সমাজে এরা সুশীলদের কাতারে,সমাজের কল্যান করছে এমনভাবে প্রকাশ করে নিজেদেরকে,অথচ ভিতরে ভিতরে আরেকজনের পকেট থেকে চুরি করে খাচ্ছে। এরা শিক্ষিত নামে অশিক্ষিত জানোয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.