নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধা, ভালবাসা প্রিয় ক্যাপ্টেন মাশরাফি ❤❤❤

২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:২৫

ইদানিং তাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক বিদ্রুপ। কেন তাকে টিমে রাখা হচ্ছে, সে ক্যাপ্টেন কোটায় খেলে, এম পি কোটায় খেলে, কত কি!! আবেগের কারনেই সে টিমে আছে!!
আচ্ছা, মানলাম, তাকে আবেগের কারনেই টিমে রাখা হচ্ছে কিন্তু তার এজন্য আবেগটা কেন তৈরী হলো? এমনি এমনি তো হয়নি। নিশ্চয় এমন কিছু করেছে দলের জন্য, দেশের জন্য। এতগুলো ইঞ্জুরি আর অপারেশন নিয়ে এখনো অদম্য লড়াকু মনোভাব তার। না, থাক এসব বলিনা। অনেকে এ বিষয়টা নিয়েও বিদ্রুপ করে।

আচ্ছা, আপনারা কি জানেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে? হ্যা, তিনিই। ২১৩ ম্যাচে ২৬৬ উইকেট। ইকোনমি রেট ৪.৮৫। এভারেজ ৩২. ২৯। অনেকে বলেন, সাম্প্রতিক পারফরম্যান্স খুব খারাপ। তা হলে দেখুন, বিশ্বকাপের আগে জেতা ট্রাই নেশন সিরিজে তিনি মুস্তাফিজের সাথে যৌথভাবে দলীয় বোলারদের ভিতর সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন, ৪ ম্যাচে। মুস্তাফিজের ইকোনমি রেট যেখানে ৭.৩৭ সেখানে তার ৫.৪১। তার বলে পেস নাই, সুয়িং নাই কত কথা!! ভাই, বাংলাদেশে কয়টা পেসার এসেছিল বলেন তো। তাকে কি গতিদানব শোয়েব আখতার, ব্রেট লি বা সুইং লিজেন্ড ওয়াসিম আকরাম দিয়ে তুলনা করবেন? এটা কি যৌক্তিক? আপনাকে যদি আইনস্টাইন, বিল গেটস, মাদার তেরেসা দিয়ে তুলনা করা হয় , কতখানি যৌক্তিক হবে বিষয়টা?

তার ক্যাপ্টেনসি নিয়েও প্রশ্ন!! তুলোধুনা করা হচ্ছে। তার ক্যাপেন্সি পরিসংখ্যান, ৮১ ম্যাচে ৪৬ জয় শতকরা ৫৮%। বাংলাদেশে তার চেয়ে ভাল ক্যাপ্টেন কে ছিল? তাদের পরিসংখ্যানটা ও একটু দেখুন। সাম্প্রতিক তার কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন হচ্ছে। ভাই, আমরা টিভি পর্দায় সোভায় বসে খেলা দেখি, মাঠে না। ক্যাপ্টেনরা কন্ডিশন দেখে ভেবেচিন্তে, টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেয়। আর সব ক্যাপ্টেনেরই কিছু সিদ্ধান্ত ওইদিন কাজ না ও করতে পারে। এই মাশরাফি ই অনেক সিদ্ধান্ত নিয়ে ম্যাচে বাজিমাত করেছিল।

তাকে বাদ দেয়া হোক, বসানো হোক, রুবেলকে তার পরিবর্তে নামানো হোক।অথচ, অল্প কিছুদিন আগে নিদহাস ট্রফির ফাইনালে খারাপ করার পর আমরাই রুবেলকে শূলে চড়িয়েছি,টিম থেকে আজীবন নিষিদ্ধ করতে হবে সহ কত কি!!।এমনকি তার ব্যক্তিগত বিষয়, চারিত্রিক গবেষণা ও কম হয়নি ফেসবুকে!! তখন একবার ও মনে হয়নি এই রুবেলই ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে কি ম্যাচটাই না জিতিয়েছিল।

২/৩ ম্যাচ খারাপ খেললেই বিশ্বকাপের মতো আসর থেকে নিজেদের ইতহাসের সেরা ক্যাপ্টেনকে বাদ দেয় কিনা, আমার জানা নেই। ইতিহাসে ও এমনটি আছে কিনা সন্দেহ!!! যাই হোক, মাশরাফি আর বেশি দিন খেলবে না। টেস্ট, টি টুয়েন্টি থেকে তো আগেই অবসর নিয়েছে,বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে ও সম্ভবত অবসর নিয়ে নিবে।

ইঞ্জুরি আক্রান্ত শরীর নিয়ে আহত বাঘের মত গত ১৭/১৮বছর ধরে যে লোকটি বীরবিক্রমে লড়াই করে গেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাকে কি ক্যারিয়ারের শেষ দিনগুলোতে একটু সম্মান জানানো যায়না???

শ্রদ্ধা, ভালবাসা প্রিয় ক্যাপ্টেন ❤।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৫

পবিত্র হোসাইন বলেছেন: আমরা বাঙালি জাতি হিসাবে নিচু মানসিকতার ।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৮

ঘূণে পোকা বলেছেন: ভাই তাকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে তখন খুব খারাপ লাগে :(

২| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সাবাস মাশরাফি সাবাস। মাশরাফির জন্য এক দিগন্ত ভালোবাসা।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৮

ঘূণে পোকা বলেছেন: মাশরাফির জন্য এক বুক ভালবাসা :)

৩| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
মাশরাফিকে নিয়ে গালমন্দ করছে কিছু চিহ্নিত সিলমারারা। যাদের ডিএনএ-র স্থায়ী সমস্যা।
আর কিছু লোকজন অবস্য না বুঝেই করছে।

এই চিহ্নিতরা কোন সংগত কারন ছাড়াই জাফরইকবালে কে শাহারিয়ার কবির কে গালমন্দ করে ।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৯

ঘূণে পোকা বলেছেন: ভাই ঠিক বলেছেন !

৪| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৪৬

ক্লে ডল বলেছেন: আমরা খুব দ্রুত অকৃতজ্ঞ হয়ে পড়ি। মাশরাফির আমাদের গর্ব!!

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪১

ঘূণে পোকা বলেছেন: মাশরাফির জন্য ভালোবাসা

৫| ২৬ শে জুন, ২০১৯ সকাল ১০:০০

ভুয়া মফিজ বলেছেন: মাশরাফির মতো ক্ষুরধার ক্রিকেট জ্ঞান বাংলাদেশের কয়টা ক্রিকেটারের আছে? এই তো গত অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে রেগুলার বোলাররা যখন কিছুই করতে পারছিল না, তখন সৌম্যকে নিয়ে আসলো। সবাই হায় হায় করে উঠলো; প্রতিষ্ঠিত বোলাররাই যেখানে মার খাচ্ছে, সেখানে সৌম্যর কি হাল হবে, ভেবে। তারপর তো ইতিহাস।

আমরা অনেকেই সকালে একজনকে মাথায় তুলি, তো সেইদিন বিকালেই তাকে ছুড়ে ফেলতে চাই। গাধা দিয়ে যে বাঘের কাজ হয় না, এইটাই এই গাধাগুলো বোঝে না।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪২

ঘূণে পোকা বলেছেন: আজকাল গাধারাই নিজেদের বাঘ ভাবতেছে, সমস্যাটাই মূলত এই জায়গাতেই!

৬| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:০৫

আশমএরশাদ বলেছেন:

৭| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:০৭

আশমএরশাদ বলেছেন:

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৪

ঘূণে পোকা বলেছেন: )

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৪

ঘূণে পোকা বলেছেন: )

৮| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:১৮

আশমএরশাদ বলেছেন: তার টিম স্পিরিট / টিম বাইন্ডিং এবং সতীর্থ প্লেয়ারদের সাথে( বন্ধু + লিডার + ভরসাস্থল) রিলেশনের জন্য কত মার্কস দিবেন?
পাওয়ার প্লে টাইমে এবং ওপেনিং দুর্দান্ত ব্যাটসম্যানের সামনে তার বোলিং ফিগারের জন্য কত দিবেন?
নো বল নাই, ওয়াইড নাই, সেটার জন্য কত দিবেন?
তার ডেডিকেটেড মানসিকতার জন্য কত দিবেন? দল জেতার সময় ছাড়া তারে হাসতে দেখেছেন? সিরিয়াসনেস, দায়িত্বশীলতার জন্য কত দিবেন?
তার ম্যাচিউর কথাবার্তার জন্য কত দিবেন?
তার পরিমিতিবোধ / দীর্ঘ ক্যারিয়ারে স্কান্ডাল না থাকার জন্য কত দিবেন?
ব্যাক্তি মানুষ মাশরাফিকে কত দিবেন? তার পরোপকারী মানসিকতার জন্য কত দিবেন?
তার বিনয় এবং সিম্পলিসিটির জন্য কত দিবেন?

ক্যালকুলেটরে ধরবে ?

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৩

ঘূণে পোকা বলেছেন: গণনা করা সম্ভব না! সাথে তার জন্য বুক ভরা ভালবাসা

৯| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আসলে যারা গাল মন্দ করে তারা নির্বোধ, তাদের শিক্ষার অভাব।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৫

ঘূণে পোকা বলেছেন: ঠিক বলেছেন ভাই!

১০| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: মাশরাফির জন্য শুভকামনা।

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৬

ঘূণে পোকা বলেছেন: বসের জন্য শুধু শুভকামনা না সাথে ভালবাসাও

১১| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশরাফিকেও ভালোবাসি। আমাদের ম্যাশ তার জন্য শুভকামনা

২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:১৬

ঘূণে পোকা বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

১২| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:০২

মাহমুদুর রহমান বলেছেন: মাশরাফি ভালো মানুষ।আওয়ামীলীগের অনেক কিছু শিখার আছে মাশরাফি থেকে।

২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:১৫

ঘূণে পোকা বলেছেন: ভাল বলেছেন :)

১৩| ২৬ শে জুন, ২০১৯ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: মাশরাফি ক্যাপ্টেন হিসেবে অসাধারন।

২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:১৬

ঘূণে পোকা বলেছেন: আমিও আপনার সাথে একমত ভাই

১৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ১১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ক্যাপ্টেন মাশরাফি আমাদের গর্ব । অনেক পরীক্ষা উত্তীর্ন হয়েই তিনি তার অবস্থান করে নিয়েছেন আমাদের ক্রিকেট ভুবনে ।
তার খেলা কিংবা ক্যাপটেনসি নিয়ে আলোচনা সমালোচনা চলতেই পারে । তবে কারো কারো সমালোচনার ভাষা দেখে তাদের কথামালার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে হাজারটা প্রশ্ন করাই যায় । কারণ বিশ্ব কাপ খেলাটির এই যুগসন্ধিক্ষনে বিশ্বকাপ টিমের প্রতিটি সদস্যের মনোবলকে যতভাবে পারা যায় চাঙ্গা রাখা এই মহুর্তে বেশী প্রয়োজন । এর অন্যথা কোনভাবেই কাম্য নয় ।

২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:১৮

ঘূণে পোকা বলেছেন: সমালোচনা করলেও সেটা গঠনমূলক হওয়া উচিৎ। প্রিয় ম্যাশকে নিয়ে অযাচিত সমালোচনা ভাল লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.