নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

\'বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা\'

০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১২

খয়রাতুন্নেছা পিডন মিয়ারে বিবাহ করিবার পর কিছু দিন মিলমহব্বতে কাটিল। মাস তিনেক পরেই পিডন মিয়া তার নামে সুবিচার করতে আরম্ভ করিলো; রাত নাই দিন নাই, খালি পিডন, মানে মাইর। সেই মাইরও যেই সেই মাইর না, উলটা কইরা ঝুলাইয়া পিডা। অবস্থা এমন যে খয়রাতুন্নেছা দুই দিন ঘরে থাকলে ২ সপ্তাহ কাটায় হাসপাতালে। এই অবস্থায় সংসার করা যায় না, কিন্তু পিডন মিয়া বউরে ছাড়তেও চায় না; অনেক হাঙ্গামা কইরা, কাবিনের টাকা না লইয়্যাই শেষে ছাড়াছাড়ি হইলো।

যৌবনা খয়রাতুনের মাইরের কথা মনে হইলেই আর বিয়া করতে মন চায় না, তয় এই দুনিয়ায় বিয়া ছাড়া থাকা যায় না, তার উপর পিছাই মিয়ার সুন্দর আচার আচরন তার ভালোও লাগা শুরু করছে। পিছাই মিয়া ১০ টা কথা বললে, ৪ টা বলে পিডন মিয়ার নিষ্ঠুরতা নিয়া, ফলে খয়রাতুন আরো গইল্যা যাইতে লাগিলো। অবশেষে বিবাহ। যথারীতি মাস খানেক ভালোয় ভালোয় কাটানোর পর পিছাই মিয়াও তার নামের সুবিচার করা শুরু করিলো। সে সপ্তাহে ৪ দিন খয়রাতুনরে পিছা (ঝাড়ু) দিয়া ইচ্ছা মত মারে। এতে অবশ্য হাসপাতালে যাওন লাগে না, তয় বাপের বাড়ি গিয়া দুই দিন না থাকলে শরীল ঠিক অয় না।
খয়রাতুন আবারও হাঙ্গামা শুরু করলো আর সকলে তারে আগের জন, অর্থাৎ পিডন মিয়ার কথা স্বরণ করাইয়া দিতে লাগিলো। খয়রাতুন পিডন মিয়ার কথা চিন্তা কইর বাকী জীবন পিছার মাইর খাইবার সিদ্ধান্ত নিয়া
নিলো।

খয়রাতুন্নেছার মাঝে দেশের জনগনের চেহারা খুজে না পাইলেও, খয়রাতুন্নেছা আর আমাদের ভাগ্য প্রায় একই রকম, হাঙ্গামা করলেই বলে আগের কথা কি ভুইল্যা গ্যাছো?? সাধুদের আর বুঝানো যায় না যে মানুষ হাঙ্গামা করে ভালো থাকার জন্যে, আগের কথা মনে করিয়ে দেয়ার জন্যে না।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৫

মা.হাসান বলেছেন: ভালো লিখেছেন ।খয়রাতুন্নেছার কাছে পিডন মিয়া আর পিছাই মিয়া ছাড়া অপশনই বা কি আছে।

পরিমিতিবোধ খুব ভালো । এর চেয়ে বেশি লিখলে গায়ে তকমা পড়ে যাবার সম্ভাবনা আছে।

০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৭

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই!
আশা করি সবসময় পাশে থাকবেন।

২| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৪

সাাজ্জাাদ বলেছেন: খয়রাতুন্নেছা পিডন মিয়ার কাছে পিডা খাইতেই থাকবে তাও ভাগ্য ভালো যে আপনার গল্পের পিডন মিয়া পরকিয়া করে না।
বুঝছেন?বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা।

০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

ঘূণে পোকা বলেছেন: হাহাহাহা ভাই ভাল বলেছেন হাহাহা

৩| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

ইসিয়াক বলেছেন: হা হা হা ...........

০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

ঘূণে পোকা বলেছেন: ঠিক অভিব্যক্তি ভাই

৪| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬

ক্লে ডল বলেছেন: অল্প কথায় দারুণ বুঝিয়েছেন।

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪০

ঘূণে পোকা বলেছেন: চেষ্টা করেছি মাত্র!

৫| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১২

করুণাধারা বলেছেন: খয়রাতুন্নেছার কপাল... :((

১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৬

ঘূণে পোকা বলেছেন: আপনি এখনো আছেন? অনেক বছর বাদে আপনাকে আমার পোস্টে কমেন্টস করতে দেখলাম। আশা করি ভালই আছেন :)

৬| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



শেষের ৩ লাইন না দিলে, যদি ব্লগারেরা বুঝতে পারতেন, তখন খয়রুণনেছাদের মাথায় ভাবনা আসতো, মার থেকে বাঁচার কথা ভাবার মতো মগজের উদ্ভব হতো; এখন, উনারা খয়রুণনেছার মারের কথা শুনিয়া, আহ উহ করিয়া নিজেইরা অন্য খয়রুণনেছা হইয়াই থাকছেন।

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৪

ঘূণে পোকা বলেছেন: ভাই আপনার প্রতিটা মন্তব্য নতুন করে লিখতে উৎসাহ দেয়!

৭| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: বেশ শক্ত লেখা।

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪০

ঘূণে পোকা বলেছেন: ভাই চেষ্টা করেছি মাত্র!

৮| ১০ ই জুলাই, ২০১৯ রাত ১২:৩৬

আনমোনা বলেছেন: শেষের ৩ লাইন না থাকলে, মনে হয় তেজপাতাই হতাম।

১০ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪০

ঘূণে পোকা বলেছেন: হাহাহা

৯| ১০ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৩৫

রাফা বলেছেন: উপমায় চমৎকার সত্যকথনের প্রকাশ । বাস্তবতার নিরিখে অল্প কথায় অনেক কিছুই বলার জন্য ,ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪১

ঘূণে পোকা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্যও ধন্যবাদ।

১০| ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আকলমানকে লিয়ে ঈশারাই কাফি।

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২১

ঘূণে পোকা বলেছেন: হাহাহা

১১| ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৪

মাহমুদুর রহমান বলেছেন: ১ নং মন্তব্যের সাথে সহমত।

১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১১

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৪

করুণাধারা বলেছেন: আপনি বোধহয় অন্য কারো সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। আমি ২ বছর ১০ মাস যাবত ব্লগিং করছি। এর আগে আপনার চার জুলাইয়ের পোস্ট এ প্রথম মন্তব্য করেছি। আপনার পোস্ট বেশ ভালো লাগে আমার।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০১

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ।
আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস লিখতে উৎসাহ দেয়!

১৩| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

কালো যাদুকর বলেছেন: খয়রাতুন্নেসা যতই বিবাহ করুক, এই দেশে ইহাদের থেকে আর ভাল বর পাইবে না। অতএব, জনগনকে ইহার থেকে আর ভাল থাকার কোন লক্ষ্যন দেখিতেছি না আপাতত।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০২

ঘূণে পোকা বলেছেন: ভাল লেগেছে আপনার অভিব্যক্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.