নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না :(

১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৯

ছোট বেলার শুক্রবার গুলো এখন কেমন আছে ?

সুফিয়া কামালের কি এখনো তাহাড়েই পরে মনে?

কেমন আছে টুনি? মন্তুর খবর জানো?

কপিলা কি আজো কুবেরের নৌকায় দূর দেশে যেতে চায়?

মেঘ কি এখনো সাত সাগরের মাঝির সেতারা আড়াল করে দেয়?

মাসুদ রানা কি এখনো এডভেঞ্চারাস?

ফেলুদার গোয়েন্দাগিরির খবর রাখো?

বিলাসীর কি খবর? সে কি পেরেছিলো মৃত্যুঞ্জয় কে বাঁচাতে?

আচ্ছা হৈমন্তীর পরে অপু কি আর কাউকে বিয়ে করেছিলো?

কমলাকান্তের আফিমের নেশা কি এখনো আছে?

বেচারা মহেশ কি এখনো পেট পুরে খেতে পারেনা?

শুনেছি হিমুর নাকি সামনে বিসিএস?

বেলাবোস কি ফোন ধরেছিলো?

হালুম,মুকুল,সুমনা,টুকটুকি ওরা কি এখনো সিসিমপুরে আছে?

এখনো কি আলিফ লায়লা দেখার জন্য সবাই রাতে বিটিভি দেখার জন্য হুমড়ি খেয়ে পরে?

মিসির আলী কি তার অমিমাংসিত রহস্যের জট খুলতে পেরেছিলো?

কবর কবিতার দাদু কি এখনো কাঁদে?

এই উত্তরগুলো ভাবতে গেলে সামনে ফেলে আসা দিন গুলো চলে আসে, আর খারাপ লাগে, ইস কতোটা ভালো ছিলো পুরোনো সেই দিন গুলো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৩

মাস্টারদা বলেছেন: এখনো কি আলিফ লাইলা হয়?

আবার যদি ছোট হতে পারতাম। আবার যদি সেই বৃষ্টি ভেজা মাটির রাস্তায় মা'র মারের ভয়ে পড়তে পড়তে দৌড়ানো যেতো, নদীতে সাঁতার কাটার অপরাধে। আবার যদি...তে সব আটকে থাকবে। হবে না।
শুধু শুধু দুপুরটা ভেসে গেল!

২| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।

৪| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:০৩

আমিই মুসাফির বলেছেন: আলিফ লায়লা হেই যে কবে দেখছি মনে ধরে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.