নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

কাড়ি কাড়ি টাকা থাকলেই সুখ কেনা যায় না!!

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৪

যারা জীবনে যেকোন মূল্যে ধনী হতে চান, যারা নীতি নৈতিকতার কোন ধার ধারেন না। যাদের কাছে অর্থ-বিত্তই সব!



তাদের জন্য পৃথিবীর বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ব্লগার ও লেখক “কিরজেইডা রডরিগুয়েজ" “ক্যান্সরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে লিখে যাওয়া একটি হৃদয়স্পর্শী নোট---



১.পৃথিবীর সবচেয়ে দামী ব্রান্ডের গাড়িটি আমার গ্যারাজে পড়ে আছে। কিন্তু আমাকে বসে থাকতে হয় হুইল চেয়ারে।
.
২.সব রকমের ডিজাইনের কাপড়, জুতো, দামি জিনিসে আমার গৃহ ভরপুর। কিন্তু আমার শরীর ঢাকা থাকে হাসপাতালের দেয়া সামান্য একটা চাদরে।
.
৩.ব্যাংক ভর্তি আমার টাকা। কিন্তু সেই টাকা এখন আর আমার কোনো কাজে লাগে না।
.
৪.প্রাসাদের মতো আমার গৃহ কিন্তু আমি শুয়ে আছি হাসপাতালের টুইন সাইজের একটা বিছানায়।


.
৫.এক ফাইভ স্টার হোটেল থেকে আরেক ফাইভ স্টার হোটলে আমি ঘুরে বেড়াতাম। কিন্তু এখন আমার সময় কাটে হাসপাতালের এক পরীক্ষাগার থেকে আরেক পরীক্ষাগারে।
.
৬.শত শত মানুষকে আমি অটোগ্রাফ দিয়েছি- আর আজ ডাক্তারের লেখা প্রেসক্রিপশানটাই আমার অটোগ্রাফ।
.
৭.আমার চুলের সাজের জন্য সাতজন বিউটিশিয়ান ছিলো-আজ আমার মাথায় কোনো চুলই নেই।
.
৮.ব্যক্তিগত জেটে আমি যেখানে খুশী, সেখানেই উড়ে যেতে পারতাম। কিন্তু হাসপাতালের বারান্দায় যেতেও এখন আমার দুজন মানুষের সাহায্য নিতে হয়!

৯.পৃথিবীব্যাপী ভরপুর নানা খাবার থাকলেও দিনে দুটো পিল আর রাতে কয়েক ফোঁটা স্যালাইন আমার খাবার।

এই গৃহ, এই গাড়ী, এই জেট, এই আসবাবপত্র, এতো এতো ব্যাংক একাউন্ট, এতো সুনাম আর এতো খ্যাতি এগুলোর কোনো কিছুই আমার আর কোনো কাজে আসছে না। এগুলোর কোনো কিছুই আমাকে একটু আরাম দিতে পারছে না।
শুধু দিতে পারছে- প্রিয় কিছু মানুষের মুখ, আর তাদের স্পর্শ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: তাই লোভ করা যাবে না।
এবং মানুষের উপকার করতে হবে। এবং খুব বেশি মানবিক হতে হবে।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৯

ঘূণে পোকা বলেছেন: ভ্রাতা আমি আমার সাধ্যমত এগুলো মানার ও করার চেষ্টা করি।

২| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১২

অগ্নিবেশ বলেছেন: অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, লোভ অথবা ত্যাগ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০১

ঘূণে পোকা বলেছেন: সহমত

৩| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই লেখাটা আগে পড়েছি। এটা কী এখানে কেউ পোস্ট করেছিলো বুঝতেছি না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০০

ঘূণে পোকা বলেছেন: পড়ে থাকতে পারেন। এটা লেখকের নয় একজন ফ্যাশন ডিজাইনারের নিজস্ব অভিমত!

৪| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৫

বলেছেন: কাড়ি কাড়ি টাকা থাকলেই সুখ কেনা যায় না!--- সেঠাই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০১

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: ঘূণে পোকা,




সুখের যেমন কোনও সংঙ্গা নেই তেমনি নেই অর্থবিত্তের সাথেও এর কোনও সম্পর্ক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০২

ঘূণে পোকা বলেছেন: হুম বুঝলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.