নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞতার মূল্য সবকিছু থেকে বেশী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৮



এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিলো। হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো। ছুরি দিয়ে আম কেঁটে কেঁটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলো : "চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দেই।"
২য় যুবক : "না দোস্ত, লেখা আছে পাঁচ শত টাকা জরিমানা অন্যথায় ছয় মাস জেল।"
১ম যুবকঃ "আমরা একশো টাকা করে চাঁদা তুলি।বারোশো টাকা হবে বাকী সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো। Let's fun friends"
(বারোশো টাকা তুলে ১ম যুবকের পকেটে রাখলো)
৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো টাকাও বাঁচলো Fun হলো।
আমরা ১২জনের সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে বললোঃ "বাবা,
তোমরা আমার ছেলের বয়সী।কেনো আমাকে বিপদের মধ্যে ফেলবে।" যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেইনটা টান
দিতেই। টিটি চলে এসে জিজ্ঞাসা
করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ "ঐ চাচা মিয়া
টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন টানলে
পাঁচ শত টাকা জরিমানা অথবা ছয় মাস জেল।"
যুবকগুলো চিৎকার করে বললোঃ "স্যার,
বুইড়া অকারনেই টেনেছে। হো হো হো হো........."
বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ "টিটি সাহেব
আমি বিপদে পড়েই চেইন টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার গলায় ছুরি ধরে
আমার বারো শো টাকা ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "দেখুন
ঐ যুবকটির পকেটে টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে গ্রেফতার
করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তাঁর পাঁকা চুল/দাঁড়ি দেখিয়ে
যুবক গুলোকে বললোঃ
"এইগুলো বাতাসে পাঁকে নাই"

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা দারুণ মজার গল্প

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

ইসিয়াক বলেছেন: চমৎকার এবং ++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আগে পড়েছি এটা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

ঘূণে পোকা বলেছেন: দাদা কত আগে পড়েছেন এটা ?

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

রাকিব আর পি এম সি বলেছেন: হাহাহা,,, বেশ মজা পেলাম। ধন্যবাদ আপনাকে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০০

ঘূণে পোকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেসবুকে পড়েছি। সেখানে এই ১২ জন যুবককে চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে দেখানো হয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪

ঘূণে পোকা বলেছেন: ভাইয়া লেখাটা আমার নিজের। কে কোথায় দেখিয়েছে সেটা আমার কাছে কোন ব্যাপারই না!

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভালো, বুদ্ধিমত্তার পরিচয়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০১

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দারুণ তো...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০১

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


"বৃদ্ধ কাঁদতে কাঁদতে ... ", লাইনটা অপ্রয়োজনীয়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

ঘূণে পোকা বলেছেন: বুঝলাম না দাদা! যদি একটু বুঝিয়ে দিতেন !

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মজা পেলাম শিক্ষনীয় পোস্ট। ছোট্ট থেকে শুনে আসছি,' বুদ্ধিং জস্য বলং তস্য।'
পাশাপাশি রাস্তাঘাট সহ সর্বত্র বড়দের প্রতি নয়া প্রজন্মের তুচ্ছতাচ্ছিল্য মানসিকতা প্রায়ই চোখে পড়ে যা অত্যন্ত বেদনার সমাজের পক্ষে বিপজ্জনকও বটে।
ভালোলাগা গল্পে পঞ্চম লাইক।।

শুভকামনা জানবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

ঘূণে পোকা বলেছেন: এরকম সুন্দর সুন্দর মন্তব্য করে লেখার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়ার জন্য ধন্যবাদ!

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: কত আগে পড়েছুই, তা তো মনে নাই।
হয়তো আপনি একভাবে লিখেছেন, অন্য কেউ তার মতো লিখেছে। কিন্তু থিম টা একই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

ঘূণে পোকা বলেছেন: হতে পারে! তবে অনেক আগেই ফেইসবুকে লিখেছিলাম অনেকেই কপি করেছে!

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

ইমরান আশফাক বলেছেন: চুলদাঁড়ি এমনি এমনি পাঁকে নাই, হে হে হে :D

মজা পাইলাম দারুন। :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.