নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

পুরা জাতিই হতাশ!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০২



যারা আগে বিয়ে করছে , তারা হতাশ, সংসারের ঘানি টেনে ক্যারিয়ার গড়তে পারে নাই।
যারা বিয়ে করে নাই, তারা হতাশ, ক্যারিয়ার গড়তে গিয়ে সংসার গড়তে পিছায় গেছে।

যারা প্রাইভেট জব করতেছে তারা হতাশ, ছুটি নাই, চাকুরীর নিরাপত্তা নাই।
যারা সরকারী চাকরী করতেছে তারা হতাশ, গ্রামগঞ্জে থাকতে হয়, শহরের সুবিধা পায় না, সময় কাটেনা




যারা দেশে থাকে তারা হতাশ, যোগ্যতানুযায়ী চাকুরী নাই, এত জ্যাম, মূল্যবান সময়গুলা সব রাস্তাতেই দিতে হয়।
যারা বিদেশ থাকে, তারা হতাশ, সব সুযোগ সুবিধা আছে কিন্তু আত্মীয় স্বজন কেউ নাই।




রহমান সাহেব বেহেস্তে আছে, উনিও হতাশ, এত আঙ্গুর, খেয়ে শেষ করা যাচ্ছেনা,
তার উপর পাঁচ নাম্বার হুর পরী'টা একটু বেশী কথা বলে!

#সংশোধিত ও পরিমার্জিত

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: একদম ঠিক বলেছেন। সংখানেই কেবল হতাশা আর হতাশা। আমরা কেউ ই তার নিজ অবস্থানে সন্তুষ্ট না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

ঘূণে পোকা বলেছেন: হুম

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: একটু সংশোধনী:
আমরা কেউই আমাদের নিজ অবস্থান নিয়ে সন্তুষ্ট না।
ধন্যবাদ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

ঘূণে পোকা বলেছেন: জী, ধন্যবাদ

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

কানিজ রিনা বলেছেন: হা হা হা রহমানসাহেব।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

ঘূণে পোকা বলেছেন: হা হা হা হা

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১

নূর আলম হিরণ বলেছেন: রহমান সাহেব বেহেস্তে আছে, উনিও হতাশ। ৫জি নেটওয়ার্ক পাচ্ছেনা, ফ্রি ওয়াইফাই নেই!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

ঘূণে পোকা বলেছেন: হা হা হা হা হা

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ফেসবুকে এটা পড়েছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

ঘূণে পোকা বলেছেন: দাদা লেখার নিচে লেখা আছে সংশোধিত এবং পরিমার্জিত । ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.