নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য, ধর্ম ও ইতিহাস এক করলেই জগাখিচুড়ী হয়!

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪



মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পাঠ করে কেউ কারবালার ইতিহাস বললে সেটা তার জ্ঞানের স্বল্পতা ও ভ্রান্ত আকীদার বিশ্বাস মাত্র । এর সাথে ধর্ম ও ইতিহাসের সত্যতার কোন সম্পর্ক নেই ।
সাহিত্য এক জিনিস আর ধর্ম ও ইতিহাস অন্য জিনিস ।
কোন হাদীস বা কোরানের আয়াত স্ট্যাটাস হিসেবে দেয়ার আগে তার তাফসীর (কেন,প্রেক্ষাপট) আগে জেনে নিবেন ।
ইসলামে মোনাফেক , খারিজি ও গোঁমরাহি নামে তিনটা শব্দ আছে ।
এই তিনটি শব্দের আলোকপাত ও ইতিহাস ঘাটলে দেখবেন, ইসলামের প্রাথমিক যুগ থেকে আজকের মধ্যপ্রাচ্য ও সমগ্র মুসলীম বিশ্বের হানাহানির পেছনে এই তিনটি শব্দের ব্যাপক অবদান আছে ।
এই তিনটি শব্দকে যারা ধারণ করে তারা নিজ ধর্ম ও জাতিকে ধবংস করে দেবার ক্ষমতা রাখে ।
তাই ইসলামে এদের শাস্তি অত্যন্ত কড়া ।
হযরত আলী(রা) থেকে হযরত ইমাম হোসাইন (রা)পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে খারিজি ও মোনাফেকদের অবদান ব্যাপক ।
আলী (রা) খারিজি ও মোনাফেকদের যৌথ ষড়যন্ত্রের মধ্যে শাসনকার্য চালিয়েছেন এবং শহীদ হয়েছেন । তার পুত্র ইমাম হোসাইন (রা) মোনাফেকদের জন্য শহীদ হয়েছেন ।
আর আজকের যারা শিয়া ,তারা গোঁমরাহির ক্রমধারা রক্ষা করছেন মাত্র ।তাদের পূর্ব পুরুষরা খারিজি ও মোনাফেক ছিল ।
ইরান,ইরাক,সিরিয়া, ইয়েমেনে সৌদি যা করছে বা করেছে, তার পেছনে অন্য কোন উদ্দেশ্য নেই ।
ইসলামী আকীদা সুন্নী-শিয়াতে ভাগ হবার পর, সুন্নী শাসিত সৌদি আকীদা রক্ষার্থেই শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছে ।
অপরদিকে, ইরান,ইয়েমেনের হুতি,ইরাকের কু্ফা-বসরা,সিরিয়ার আসাদ, লেবাননের হিজবুল্লাহ ইনারা শিয়া কিংবা শিয়া অর্থায়নে পরিচালিত ।
মধ্যপ্রাচ্যের তেল পশ্চিমাদের টার্গেট । আর মধ্যপ্রাচ্য নিজেরা হানাহানি করে আসছে এই সুন্নী-শিয়াতে বিভক্ত হয়ে । এই ফায়দাটাই পশ্চিমারা নিয়ে আসছে সুদীর্ঘকাল থেকে ।
খারিজি,মোনাফেক ও গোঁমরাহ--এই তিন জোট কিভাবে ধর্ম ও দেশ দূষিত ও ধবংস করে দেয়, তার আর কোন প্রমাণ দিতে হবে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আপনি কি সুনীলের পূর্ব পশ্চিম পড়েছেন??

সেখানে সাহিত্য, ধর্ম ও ইতিহাস আরও অনেক কিছুই আছে। অথচ জগাখিচুড়ী তো হয়নি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

ঘূণে পোকা বলেছেন: পড়া হয় নি। তবে ভবিষ্যতে পড়ে নেব।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

মাহমুদুর রহমান বলেছেন: সাহিত্যের কাজ মানুষকে তার চারিদিককার মন্দ শক্তির বিরুদ্ধে বিদ্রোহী করে তোলা।তার মধ্যে সমাজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অগ্রাহ্য করে ন্যায় সত্য ও আল্লাহকে মেনে নেবার প্রবৃত্তি করে দেওয়া।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭

ঘূণে পোকা বলেছেন: ভাল বলেছেন

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

ঢাকার লোক বলেছেন: সঠিক লিখেছেন, বিষাদ সিন্ধুকে ধর্ম গ্রন্থ মনে করা বা ইতিহাস মনে করা, যা আমাদের দেশে অনেকেই করে থাকেন, সম্পূর্ণ অজ্ঞতা প্রসূত !

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: ঘূণে পোকা,



অজ্ঞতাই সকল গোঁমরাহির মূল।
শুধুমাত্র নিজ স্বার্থ চিন্তাই মোনাফেকি করতে শেখায়, সমাজকেও বিভক্ত করে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

ঘূণে পোকা বলেছেন: কিছু শিখলাম ভাই

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

ঘূণে পোকা বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.