নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

নিজ দেশে অবহেলিত এশিয়া কাপে স্বর্ণ পদক বিজয়ী!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

‘আমার দেশে আমার কোনো দাম নেই’



রোমান সানা (তীরন্দাজ) : ‘বড় পর্যায়ের কারও কাছ থেকে কোনো শুভেচ্ছা পাইনি। এটা নিয়ে কষ্ট হচ্ছে। অথচ ক্রিকেটে জিম্বাবুয়েকে হারানোর পর আফিফ হোসেনকে কত শুভেচ্ছাবার্তা। আমার তো সে রকম সৌভাগ্য হলো না।’

‘আমার বাংলাদেশে আমার তো কোনো দামই নেই। কতগুলো দেশের কতজন খেলোয়াড়কে পেছনে ফেলে একটি পুরস্কার জিততে হয়, তা আমাদের দেশের মানুষ বোঝে না। তাঁরা শুধু বোঝে ক্রিকেট। ফুটবল নিয়েও অনেকের আগ্রহ আছে। কিন্তু আমাদের মতো ছোট খেলার খেলোয়াড়দের মূল্য কারও কাছে নেই।’

‘নিজের দেশে আমার কোনো দাম না থাকলেও জার্মানিতে গেলে অনেকে আমার অটোগ্রাফ নেয়। সুইজারল্যান্ডে গিয়েছিলাম অনুশীলনের জন্য। সেখানে যখন আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, অনেক বাচ্চা আমার অটোগ্রাফ নিতে এসেছে। বাইরের দেশের মানুষ বোঝে এশিয়ান পর্যায়ে বা বিশ্ব পর্যায়ে পদক জয়ের গুরুত্ব। আমরা এক ম্যাচ হারলেই বাদ। কিন্তু ক্রিকেট বা ফুটবলে হারলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কাকে বোঝাব, আমাদের পদক জিততে কত কষ্ট করতে হয়

সংগৃহীত



মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: রোমানা সানা অভিনন্দন ও শুভেচ্ছা নিরন্তর শুভকামনা্ আর আপনাকেও কৃতজ্ঞতা ব্যাপারটি আমাদের সামনে তুলে ধরার জন্য।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায় নি সময়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

ঘূণে পোকা বলেছেন: তারপরো কাজের স্বীকৃতি মিললে কাজ আরো ভাল হয়!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম আলো'র রিপোর্ট কপি পেস্ট সেটা লিখে দিতে পারতেন। যাক সে কথা। এই হল এক সমস্যা বাংলাদেশের। সবাই স্বীকৃতি চায়। সত্যিকারের দেশপ্রেমিকরা স্বীকৃতির জন্য দেশের জন্য কাজ করেন না। তেনার ইভেন্ট জনপ্রিয় কোন ইভেন্ট না। তারপরও গোল্ড পাওয়াতে আমরা গর্বিত। এর আগে শুটিং-এ আমাদের একাধিক বার স্বর্ন পাওয়ার রেকর্ড আছে। আপনি যে দেশের বাইরে গিয়েছেন, আপনার প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেটাও এই দেশের কর্তাব্যক্তিদের কৃতিত্ব বলা যেতে পারে। অলিম্পিকে পদক আমাদের এখনো অধরা। ওখানে পেলে আশা করি সবাই আপনাকে নিয়ে মাতবে...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬

ঘূণে পোকা বলেছেন: ভাই লেখাটা আমার না, লেখার ধরণ পড়লেই বোঝা যায় আর আমি কোথাও বলি নাই লেখাটা আমার। ক্রিকেটে তলানিতে থাকা একটা দলের সাথে জয়ের পর যখন ফোন আসে তখন সে এশিয়া কাপে পদক পেয়ে এর থেকে বেশী কিছু আশা করতেই পারে যেখানে জনপ্রিয় ইভেন্ট বিচার করে লাভ নাই!

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: ঘূণে পোকা,



রোমান সানার আক্ষেপ যথার্থ।
যারা আমাদের জন্যে বিশ্ব দরবার থেকে সম্মান বয়ে আনেন, তা যতো ছোটই হোক না কেন তার শুভেচ্ছা-সম্মান অবশ্যই প্রাপ্য । এখানে কৃপনতা করা আমাদেরই দৈন্যতা।

শুভেচ্ছা রোমান সানাকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৭

ঘূণে পোকা বলেছেন: ভাল বলেছেন!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে এসে নিশ্চয় গণভবনে পাবেন।

কিন্তু
মিডিয়ার দায় সবচেয়ে বেশি।
কোনো পত্রিকা-মিডিয়া এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্ট বা তীর-ধনুক ইভেন্ট নিয়ে এমনকি রোমান সানা কেও হাইলাইটে আনেনি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫২

ঘূণে পোকা বলেছেন: আনা উচিৎ কি বলেন ? নইলে এই মেধা গুলি ধীরে ধীরে হারিয়ে যাবে!

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন বৈষশ্য না হওয়াই ভাল।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা রোমান সানাকে

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তারপরো কাজের স্বীকৃতি মিললে কাজ আরো ভাল হয়!

স্বীকৃতি না পেলেও দেশের জন্য কাজ করে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.